ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের নাম পরিবর্তন, হবে ড্যাফোডিল কম্পিউটার্স পিএলসি
Published: 20th, February 2025 GMT
ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এখন থেকে কোম্পানির নাম হবে ড্যাফোডিল কম্পিউটার্স পিএলসি।
ডিএসএইর ওয়েবসাইটের তথ্যানুসারে, ২৩ ফেব্রুয়ারি থেকে এই নাম পরিবর্তন কার্যকর হবে, অর্থাৎ সেদিন থেকে কোম্পানিটি ড্যাফোডিল কম্পিউটার্স পিএলসি নামে পরিচিত হবে।
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ড্যাফোডিল কম্পিউটার্স। গত এক বছরে কোম্পানিটির শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ৮৬ টাকা এবং সর্বনিম্ন দাম ছিল ৫৫ টাকা। ২০২৪ সালে কোম্পানিটি ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এ ছাড়া ২০২৩ সালে ৫ শতাংশ, ২০২২ সালে ৫ শতাংশ, ২০২১ সালে ৬ শতাংশ ও ২০২০ সালে ৮ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
সম্প্রতি অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডকে ড্যাফোডিল কম্পিউটার্স পিএলসিতে রূপান্তরের অনুমতি দেন। এরপর ঢাকা স্টক এক্সচেঞ্জে এ বিষয়ে আবেদন করে কোম্পানিটি। সেই আবদনের পরিপ্রেক্ষিতে ডিএসই এ অনুমোদন দেয়। এর খবর আজ ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
ড্যাফোডিল কম্পিউটার্সের অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৪৯ কোটি টাকা।
ড্যাফোডিল প্রাথমিকভাবে কম্পিউটারের ব্যবসা দিয়ে কোম্পানির কার্যক্রম শুরু করে। পরবর্তীকালে তারা বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন করে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিএনপির আস্থায় দুই বেয়াই
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এ তালিকায় স্থান পেয়েছেন গয়েশ্বর চন্দ্র রায় ও নিতাই রায় চৌধুরী।
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরো পড়ুন:
বিএনপির মনোনয়ন পেলেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুই নেতা
পাবনায় নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময়
ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা-৩ আসনে প্রার্থী হয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়। অপরদিকে, মাগুরা-২ আসনে ধানের শীষে লড়বেন নিতাই রায় চৌধুরী।
গয়েশ্বর চন্দ্র রায়ের ছেলে অমিতাভ রায়ের সঙ্গে নিতাই রায় চৌধুরীর মেয়ে নিপুণ রায়ের বিয়ে হয়েছে। তারা সম্পর্কে দুজন বেয়াই।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।
ঢাকা/রাজীব