Prothomalo:
2025-11-03@18:52:52 GMT

সন্ত্রাসীদের তাড়া, নায়িকার দৌড়

Published: 20th, February 2025 GMT

প্রাণপণে ছুটছেন এক নারী, পেছনে তাড়া করছে একদল সন্ত্রাসী। পুলিশ দেখেই সাহায্য চাইলেন তিনি। পরিস্থিতি টের পেয়ে সেখান থেকে সটকে পড়ে সন্ত্রাসীরা। টান টান উত্তেজনায় ততক্ষণে কানে ভেসে আসে ‘কাট’ শব্দ, হাততালি পড়ে উৎসুক দর্শকের। সিনেমার শুটিংয়ের দৃশ্য এটি। গতকাল বুধবার কে এ নিলয় পরিচালিত ‘বউ’ সিনেমার দৃশ্যধারণ চলছিল বিএফডিসির চত্বরে, যেখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন ববি। সিনেমার চেজিং দৃশ্যের শুটিং চলছিল। নায়িকার উপস্থিতি টের পেয়ে গেটের বাইরে ততক্ষণে জমে গেছে হালকা ভিড়। কেউবা ফোনে ছবি তুলছেন, আবার কেউ করছেন ভিডিও। নিরাপত্তারক্ষীদের কাছেও কেউ রাখছেন আবদার। দৃশ্যের বিরতিতে হাসিমুখে সেলফির আবদারও রাখছেন নায়িকা।

গেট দিয়ে ঢুকতেই বিএফডিসির কর্মচঞ্চলতা চোখে পড়েছে। নিরাপত্তারক্ষীদের অন্য সময় গেটে অলস সময় কাটাতে দেখলেও গতকাল দেখা গেছে বেশ ব্যস্ত। নতুন এন্ট্রি গেটে নতুন পোশাকে ডিউটিতে দেখা গেছে তাঁদের। ‘বউ’ সিনেমার সেট পার হওয়ার পরই প্রশাসনিক ভবনের সামনে বিশাল কর্মযজ্ঞ চোখে পড়েছে, সেখানে বিজ্ঞাপনের সেট বানানোর কাজ করতে দেখা গেছে বেশ কয়েকজন কর্মীকে। আরেক দিকে চলছে রঙের কাজ।

পাশেই ৭ নম্বর ফ্লোর, সেখানে চলছে মিউজিক ভিডিওর শুটিং। ব্যাকগ্রাউন্ডে সবুজ গাছের সঙ্গে সাদা ফেনা আর গোলাপের আবহে সাজানো হয়েছে সেট। শুনলাম ১০০ গানের দৃশ্যধারণ হচ্ছে এখানে। নির্মাতার চেয়ারে ডি জে রাহাত। একসঙ্গে ছয়টা ক্যামেরায় চলছে শুটিং। শিল্পীদের সঙ্গে কলাকুশলীদের বড় বহর, সবার পরনে কালো পোশাক। নির্মাতা জানান, ১০০টি গানের দৃশ্যধারণ হবে এখানে। ভোর থেকে চলছে শুটিং, চলবে মাঝরাত পর্যন্ত। গানগুলোয় পিন্টু ঘোষ, পারভেজ সাজ্জাদ, লুইপা, শান সায়েকসহ জনপ্রিয় আরও অনেক শিল্পী কণ্ঠ দিয়েছেন। চলতি বছরই গানগুলো প্রকাশ পাবে।

শুটিংয়ে ববি। নাজমুল হক.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

জাতীয় নারী ক্রিকেট দলের বেতন বাড়াল বিসিবি

জাতীয় দলের নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ মিরপুরে বিসিবি পরিচালকদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এত দিন ‘এ’ ক্যাটাগরিতে থাকা মেয়েরা ১ লাখ ২০ হাজার টাকা মাসিক বেতন পেতেন। তাঁদের বেতন ৪০ হাজার টাকা বাড়ানো হচ্ছে। ‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পেতেন ১ লাখ টাকা করে বেতন। তাঁরা এখন থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা বেতন পাবেন।

‘সি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৯৫ হাজার টাকা করা হয়েছে আর ‘ডি’ ক্যাটাগরিতে ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা।
এ ছাড়া জাতীয় দলের অধিনায়কদের জন্য ৩০ হাজার ও সহ-অধিনায়কদের জন্য ২০ হাজার টাকা অতিরিক্ত দেওয়ার সিদ্ধান্তও হয়েছে।
১ জুলাই থেকে কার্যকর হওয়া নারী ক্রিকেটারদের নতুন চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে আছেন তিন ক্রিকেটার—নিগার সুলতানা, নাহিদা আক্তার ও শারমিন আক্তার। ‘বি’ ক্যাটাগরিতে আছেন ফারাজনা হক, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি। ‘সি’ ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন স্বর্ণা আক্তার।

আরও পড়ুনবিশ্বকাপে কোনো ম্যাচ না জিতলেও ৩ কোটি টাকা পাবেন নিগাররা৩০ সেপ্টেম্বর ২০২৫

‘ডি’ ক্যাটাগরিতে আছেন সুমাইয়া আক্তারর, ফারিহা ইসলাম, রুবাইয়া হায়দার, সানজিদা আক্তার, নিশিতা আক্তার। এই চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের কেউ জাতীয় দলে এলে মাসে ৬০ হাজার টাকা বেতন পাবেন।

সম্পর্কিত নিবন্ধ