Prothomalo:
2025-08-02@06:32:21 GMT

সন্ত্রাসীদের তাড়া, নায়িকার দৌড়

Published: 20th, February 2025 GMT

প্রাণপণে ছুটছেন এক নারী, পেছনে তাড়া করছে একদল সন্ত্রাসী। পুলিশ দেখেই সাহায্য চাইলেন তিনি। পরিস্থিতি টের পেয়ে সেখান থেকে সটকে পড়ে সন্ত্রাসীরা। টান টান উত্তেজনায় ততক্ষণে কানে ভেসে আসে ‘কাট’ শব্দ, হাততালি পড়ে উৎসুক দর্শকের। সিনেমার শুটিংয়ের দৃশ্য এটি। গতকাল বুধবার কে এ নিলয় পরিচালিত ‘বউ’ সিনেমার দৃশ্যধারণ চলছিল বিএফডিসির চত্বরে, যেখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন ববি। সিনেমার চেজিং দৃশ্যের শুটিং চলছিল। নায়িকার উপস্থিতি টের পেয়ে গেটের বাইরে ততক্ষণে জমে গেছে হালকা ভিড়। কেউবা ফোনে ছবি তুলছেন, আবার কেউ করছেন ভিডিও। নিরাপত্তারক্ষীদের কাছেও কেউ রাখছেন আবদার। দৃশ্যের বিরতিতে হাসিমুখে সেলফির আবদারও রাখছেন নায়িকা।

গেট দিয়ে ঢুকতেই বিএফডিসির কর্মচঞ্চলতা চোখে পড়েছে। নিরাপত্তারক্ষীদের অন্য সময় গেটে অলস সময় কাটাতে দেখলেও গতকাল দেখা গেছে বেশ ব্যস্ত। নতুন এন্ট্রি গেটে নতুন পোশাকে ডিউটিতে দেখা গেছে তাঁদের। ‘বউ’ সিনেমার সেট পার হওয়ার পরই প্রশাসনিক ভবনের সামনে বিশাল কর্মযজ্ঞ চোখে পড়েছে, সেখানে বিজ্ঞাপনের সেট বানানোর কাজ করতে দেখা গেছে বেশ কয়েকজন কর্মীকে। আরেক দিকে চলছে রঙের কাজ।

পাশেই ৭ নম্বর ফ্লোর, সেখানে চলছে মিউজিক ভিডিওর শুটিং। ব্যাকগ্রাউন্ডে সবুজ গাছের সঙ্গে সাদা ফেনা আর গোলাপের আবহে সাজানো হয়েছে সেট। শুনলাম ১০০ গানের দৃশ্যধারণ হচ্ছে এখানে। নির্মাতার চেয়ারে ডি জে রাহাত। একসঙ্গে ছয়টা ক্যামেরায় চলছে শুটিং। শিল্পীদের সঙ্গে কলাকুশলীদের বড় বহর, সবার পরনে কালো পোশাক। নির্মাতা জানান, ১০০টি গানের দৃশ্যধারণ হবে এখানে। ভোর থেকে চলছে শুটিং, চলবে মাঝরাত পর্যন্ত। গানগুলোয় পিন্টু ঘোষ, পারভেজ সাজ্জাদ, লুইপা, শান সায়েকসহ জনপ্রিয় আরও অনেক শিল্পী কণ্ঠ দিয়েছেন। চলতি বছরই গানগুলো প্রকাশ পাবে।

শুটিংয়ে ববি। নাজমুল হক.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সায়েমের অলরাউন্ড পারফরম‌্যান্সে পাকিস্তানের জয়ে শুরু

জয়ের ধারাবাহিকতায় পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে ঢাকায় শেষ টি-টোয়েন্টি জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম‌্যাচ সিরিজের প্রথমটিতেও জয় পেয়েছে তারা।

অলরাউন্ড পারফরম‌্যান্সে পাকিস্তানের জয়ের নায়ক সায়েম আইয়ুব। তার ৩৮ বলে ৫৭ রানের ইনিংসে ভর করে পাকিস্তান লাডারহিলে ৬ উইকেটে ১৭৮ রান করে। জবাব দিতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে ১৬৪ রানের বেশি করতে পারেননি। দারুণ ব‌্যাটিংয়ের পর বোলিংয়ে সায়েম ২০ রানে ২ উইকেট নেন। ১৪ রানের জয়ে সিরিজে ১-০ ব‌্যবধানে এগিয়ে পাকিস্তান।

টস হেরে ব‌্যাটিংয়ে নেমে পাকিস্তান শুরুতে শাহিবজাদা ফারহানের উইকেট হারায়। ১২ বলে ১৪ রান করে আউট হন ডানহাতি ব‌্যাটসম‌্যান। তিনে নেমে ফখর সায়েমকে সঙ্গ দেন। দুজন ৮১ রানের জুটি গড়েন। এ সময়ে ফখর ২ চার ও ১ ছক্কায় ২৪ বলে ২৮ রান করেন। বাকি রান আসে সায়েমের ব‌্যাটে।  এ সময়ে তিনি তুলে নেন ক‌্যারিয়ারের দ্বিতীয় ফিফটি। হোল্ডারের বলে এলবিডব্লিউ হলে থেমে যায় তার ইনিংস।

এরপর হাসান নওয়াজের ১৮ বলে ২৪, সালমান আগার ১০ বলে ১১, ফাহিম আশরাফের ৯ বলে ১৫ রানে পাকিস্তান লড়াকু পুঁজি পায়। শেষ দিকে ১ বল খেলার সুযোগ পান হারিস। ছক্কায় উড়িয়ে পাকিস্তানের শেষটা ভালো করেন তিনি।
বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সেরা ছিলেন শামার জোসেফ। ৩০ রানে নেন ৩ উইকেট।

লক্ষ‌্য তাড়ায় উদ্বোধনী জুটিতে ৭২ রান পায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর হঠ‌্যাৎ ছন্দপতন। ৫ রান পেতেই ৩ উইকেট হারায় স্বাগতিকরা। ওই ধাক্কার পর তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি। জনসন চার্লস ও জুয়েল অ‌্যান্ড্রু ৩৫ রানের দুটি ইনিংস খেলেন। শেই হোপ (২),  গুদাকেশ মোটি (০), শেফরন রাদারফোর্ড (১১) ও রস্টন চেজ (৫) দ্রুত আউট হন। শেষ দিকে পরাজয়ের ব‌্যবধান কমান হোল্ডার ও জোসেফ। হোল্ডার ১২ বলে ৪ ছক্কায় ৩০ রান করেন। ১২ বলে ১ চার ও ২ ছক্কায় ২১ রান করেন জোসেফ ।

পাকিস্তানের বোলারদের মধ‌্যে সেরা ছিলেন হাসান নওয়াজ। ২৩ রানে ৩ উইকেট নেন বাঁহাতি স্পিনার। সায়েমের ২ উইকেট বাদে ১টি করে উইকেট পেয়েছেন শাহীন শাহ আফ্রিদি ও সুফিয়ান মুকিম।
আগামীকাল একই মাঠে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ