নতুন নকশার নোট বাজারে আসবে এপ্রিল-মে মাসে। বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নতুন নকশার নোট মুদ্রণের কার্যক্রম চলমান রয়েছে। আগামী এপ্রিল-মে মাসের মধ্যেই বাজারে নতুন নকশার নোট আসবে। তার আগপর্যন্ত বাজারে নগদ অর্থের চলমান চাহিদা মেটাতে বিদ্যমান নকশার নোট বাজারে দিতে হচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজারে পরিচ্ছন্ন নোট নিশ্চিতে ছেঁড়াফাটা নোট উত্তোলন করে যথানিয়মে ধ্বংস করে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে নতুন নোট প্রতিস্থাপন করা হয়।

বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, টাকার নকশা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি বাদ দেওয়া হচ্ছে। এর পরিবর্তে জুলাই বিপ্লবের গ্রাফিতি নতুন নোটের নকশায় রাখা হচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ধর্মীয় উৎসবের আগে জনসাধারণের মধ্যে ব্যাপক চাহিদা থাকায় তফসিলি ব্যাংকের শাখার মাধ্যমে কম মূল্যমানের নতুন নোট বিনিময় করে বাংলাদেশ ব্যাংক। সেই ধারাবাহিকতায় ১৯ থেকে ২৫ মার্চ ঢাকা বিভাগের বিভিন্ন তফসিলি ব্যাংকের ৮০ শাখার মাধ্যমে বিভিন্ন মূল্যমানের নতুন নোট বিনিময় করা হবে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বিএনপি ৭ হাজারের বেশি সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে: তারেক রহমান

ছবি: তারেক রহমানের ফেসবুক পোস্ট থেকে

সম্পর্কিত নিবন্ধ