প্রতিবছর সারা দুনিয়ায় নানা ধরনের সিনেমা হয়। তবে সবচেয়ে ব্যবসাসফল সিনেমার তালিকা ঘাঁটতে বসলে সেরা দশে ফ্যান্টাসি আর সুপারহিরো সিনেমার প্রাধান্য। এর মধ্যে একজন নির্মাতাকে চাইলে আপনি জাদুকরও বলতে পারেন। কারণ, সবচেয়ে বেশি ব্যবসাসফল ১০ সিনেমার তালিকার তাঁর পরিচালিত সিনেমাই তিনটি! দেখে নেওয়া যাক সবচেয়ে বেশি ব্যবসা করা ১০ সিনেমা কোনগুলো।

‘দ্য লায়ন কিং’

২০১৯ সালে মুক্তি পাওয়া অ্যানিমেশন সিনেমাটি আছে তালিকার দশে। জন ফ্যাভেরু পরিচালিত এ সিনেমাটি ১৯৯৪ সালে মুক্তি পাওয়া একই নামের সিনেমার রিমেক। ২০১৬ সালে ডিজনির আরেকটি রিমেক ‘দ্য জঙ্গল বুক’ বিপুল ব্যবসা করে, সে সাফল্যের হাত ধরেই তৈরি হয় এ সিনেমা। তবে মুক্তির আগে কম মানুষই অনুমান করেছিলেন সিনেমাটি এতটা ব্যবসা করবে। ২৫০ মিলিয়ন ডলার বাজেটের সিনেমাটি বক্স অফিসে ১ দশমিক ৬৫৭ বিলিয়ন ডলার আয় করে! গ্র্যাফিকস, আবহ সংগীত, গল্পে আবেগের ছোঁয়া মিলিয়ে সিনেমাটি চলচ্চিত্রপ্রেমীদের মনে জায়গা করে নেয়।

২৫০ মিলিয়ন ডলার বাজেটের সিনেমাটি বক্স অফিসে ১ দশমিক ৬৫৭ বিলিয়ন ডলার আয় করে!.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবস সবচ য়

এছাড়াও পড়ুন:

রাজধানীর শাহজাহানপুরে মিনিবাসচাপায় নারী নিহত, চালক আটক

রাজধানীর শাহজাহানপুরে মিনিবাসের চাপায় এক পথচারী নারী নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে আটটার দিকে শাহজাহানপুর কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটি জব্দ করেছে পুলিশ। চালককেও আটক করা হয়েছে।

নিহত ওই নারীর পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৫৫ বছর। পরনে ছিল প্রিন্টের শাড়ি।

স্থানীয় লোকজন আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে প্রথমে ইসলামিয়া হাসপাতালে নেন। পরে রাত পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

উদ্ধারকারী আদনান অনিক বলেন, আমান গ্রাফিকস অ্যান্ড ডিজাইন লিমিটেডের একটি স্টাফ বাস হেমায়েতপুর থেকে বৌদ্ধমন্দিরের দিকে যাচ্ছিল। শাহজাহানপুর কবরস্থানের সামনে রাস্তা পার হওয়ার সময় ওই নারীকে ধাক্কা দেয় বাসটি। এতে তিনি ছিটকে পড়ে মাথায় আঘাত পান এবং বাসের নিচে চাপা পড়েন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক প্রথম আলোকে বলেন, নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ