প্রতিবছর সারা দুনিয়ায় নানা ধরনের সিনেমা হয়। তবে সবচেয়ে ব্যবসাসফল সিনেমার তালিকা ঘাঁটতে বসলে সেরা দশে ফ্যান্টাসি আর সুপারহিরো সিনেমার প্রাধান্য। এর মধ্যে একজন নির্মাতাকে চাইলে আপনি জাদুকরও বলতে পারেন। কারণ, সবচেয়ে বেশি ব্যবসাসফল ১০ সিনেমার তালিকার তাঁর পরিচালিত সিনেমাই তিনটি! দেখে নেওয়া যাক সবচেয়ে বেশি ব্যবসা করা ১০ সিনেমা কোনগুলো।

‘দ্য লায়ন কিং’

২০১৯ সালে মুক্তি পাওয়া অ্যানিমেশন সিনেমাটি আছে তালিকার দশে। জন ফ্যাভেরু পরিচালিত এ সিনেমাটি ১৯৯৪ সালে মুক্তি পাওয়া একই নামের সিনেমার রিমেক। ২০১৬ সালে ডিজনির আরেকটি রিমেক ‘দ্য জঙ্গল বুক’ বিপুল ব্যবসা করে, সে সাফল্যের হাত ধরেই তৈরি হয় এ সিনেমা। তবে মুক্তির আগে কম মানুষই অনুমান করেছিলেন সিনেমাটি এতটা ব্যবসা করবে। ২৫০ মিলিয়ন ডলার বাজেটের সিনেমাটি বক্স অফিসে ১ দশমিক ৬৫৭ বিলিয়ন ডলার আয় করে! গ্র্যাফিকস, আবহ সংগীত, গল্পে আবেগের ছোঁয়া মিলিয়ে সিনেমাটি চলচ্চিত্রপ্রেমীদের মনে জায়গা করে নেয়।

২৫০ মিলিয়ন ডলার বাজেটের সিনেমাটি বক্স অফিসে ১ দশমিক ৬৫৭ বিলিয়ন ডলার আয় করে!.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবস সবচ য়

এছাড়াও পড়ুন:

তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।

উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।

ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।

এএএম//

সম্পর্কিত নিবন্ধ