রিয়াল-অ্যাথলেটিকো মুখোমুখি, লিভারপুলকে পেল পিএসজি
Published: 21st, February 2025 GMT
প্লে অফ খেলে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় আসা তিন বড় দল রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ ও পিএসজির সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছিল। শেষ ষোলোর ড্র’য় কঠিন প্রতিপক্ষ পাওয়ার শঙ্কায় ছিল তারা। শঙ্কা অনুযায়ী, রিয়াল মাদ্রিদ নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদকে পেয়েছে। বায়ার্ন মিউনিখ মুখোমুখি হবে লিগ প্রতিদ্বন্দ্বী লেভারবায়ারকুসেনের।
গ্রুপ পর্বে কোন রকম পার পেয়ে প্লে অফে দুর্দান্ত খেলা পিএসজি মুখোমুখি হবে চ্যাম্পিয়ন্স লিগের টেবিলে শীর্ষে থেকে সরাসরি শেষ ষোলো নিশ্চিত করা লিভারপুলের। ওই তুলনায় বার্সেলোনা সহজ প্রতিপক্ষ পেয়েছে। তারা বেনফিকার বিপক্ষে কোয়ার্টারের লড়াইয়ে নামবে।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগ ৪ ও ৫ মার্চ এবং ১১ ও ১২ মার্চ দ্বিতীয় লেগের ম্যাচ মাঠে গড়াবে। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ হবে ৮ ও ৯ এপ্রিল এবং দ্বিতীয় লেগ মাঠে গড়াবে ১৫ ও ১৬ এপ্রিল। ২৯ ও ৩০ এপ্রিল সেমিফাইনালের প্রথম লেগ এবং ৬ ও ৭ মে হবে দ্বিতীয় লেগ। বায়ার্নের ঘরের মাঠ আলিয়েঞ্জ অ্যারেনায় ৩১ মে হবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
চট্টগ্রামে বাসায় ঢুকে ব্যবসায়ীকে গুলি
চট্টগ্রাম নগরের উত্তর মোহরা এলাকায় এক ব্যবসায়ীকে বাসায় ঢুকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটেছে। ওই ব্যবসায়ীর নাম মো. ইউনুস। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
পুলিশ জানিয়েছে, মো. ইউনুস নদী থেকে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার বা খননযন্ত্রের ব্যবসা করেন। রাতে নিজের বাসাতেই ছিলেন তিনি। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত বাসায় ঢুকে তাঁকে চার থেকে পাঁচটি গুলি করে। তাঁর মুখে, হাঁটুতে ও হাতে গুলি লেগেছে। পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
উত্তর মোহরা এলাকাটি নগরের চান্দগাঁও থানার আওতাধীন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন প্রথম আলোকে বলেন, ওই ব্যবসায়ীকে রাতেই উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জড়িত ব্যক্তিদের আটক করতে অভিযান চলছে।