এখন বিদেশে শিক্ষার্থীদের অন্যতম একটি গন্তব্য হয়ে উঠেছে নিউজিল্যান্ড। উচ্চশিক্ষার নানা সুযোগ এবং বসবাসের উপযোগী হওয়ায় শিক্ষার্থীদের আগ্রহ দিনকে দিন বাড়ছে। দেশটিতে কেউ কেউ বৃত্তি নিয়ে, কেউবা নিজ খরচে পড়তে যান। দেশটিতে পড়ার জন্য একটি বৃত্তি হলো মানাকি বৃত্তি। নিউজিল্যান্ড সরকারের মানাকি বৃত্তির আবেদন চলছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। দেশটির পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় এ বৃত্তির অর্থায়ন করে। নির্বাচিত শিক্ষার্থীরা বৃত্তির আওতায় দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।

আরও পড়ুনমাধ্যমিকের সংশোধিত ছুটির তালিকা, এসএসসির প্রাক-নির্বাচনি ও নির্বাচনি পরীক্ষার নতুন তারিখ১৮ ফেব্রুয়ারি ২০২৫সুযোগ-সুবিধা—

মানাকি বৃত্তিটি সম্পূর্ণ অর্থায়িত।

উপবৃত্তি হিসেবে শিক্ষার্থীরা প্রতি সপ্তাহে ৫৩১ নিউজিল্যান্ড ডলার পাবেন।

আবাসন, পাঠ্যপুস্তক বা অধ্যয়ন উপকরণ কিনতে ভাতা ৩০০০ নিউজিল্যান্ড ডলার।

স্বাস্থ্যবিমা ও ভ্রমণ ভাতা।

বিমানে নিজ দেশে যাতায়াতের খরচ।

যেসব বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা—

অকল্যান্ড প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, লিংকন বিশ্ববিদ্যালয়, ম্যাসি বিশ্ববিদ্যালয়, অকল্যান্ড বিশ্ববিদ্যালয়, ক্যান্টারবেরি বিশ্ববিদ্যালয়, ওটাগো বিশ্ববিদ্যালয়, ওয়াইকাটো বিশ্ববিদ্যালয়, ওয়েলিংটনের ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়, সাউদার্ন ইনস্টিটিউট অব টেকনোলজি, ইউনিটেক ইনস্টিটিউট অব টেকনোলজি।

ছবি: বৃত্তির ওয়েবসাইট থেকে নেওয়া.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বন্ধুদের নিয়ে ‘উড়াল’

আট বছর আগে জোবায়দুর রহমানকে গল্পটা শুনিয়েছিলেন সম্রাট প্রামানিক। জোবায়দুর তখন সহকারী পরিচালক, স্বপ্ন চলচ্চিত্র নির্মাতা হওয়া। কয়েক বছর পর সত্যি সত্যিই যখন সিনেমা নির্মাণের কথা ভাবলেন, শুরুতেই তাঁর সেই গল্পের কথা মনে পড়ল। সম্রাটকে ফোন করলেন জোবায়দুর, চায়ের দোকানে বসে আবারও গল্পটা শুনলেন। ঠিক করলেন, এ গল্প থেকেই ছবি বানাবেন তিনি।

পেশাদার কোনো প্রযোজকের কাছে যাননি জোবায়দুর, নিজেরাই স্বাধীনভাবে ছবিটি নির্মাণ করেছেন; পাশে ছিলেন ভাই-বন্ধুরা। নির্মাতা বললেন, ‘এটাই আমার প্রথম নির্মাণ, আগে কোনো কাজ করিনি। কী করা যায়? আশপাশের ভাই–বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম। শরীফ সিরাজ, সম্রাট প্রামানিক, জহিরুল ইসলামসহ তিন-চারজন মিলে কাজটা শুরু করি।’ তাঁরা কেন বিনিয়োগ করলেন? এমন প্রশ্নের জবাবে নির্মাতা জোবায়দুর বলেন, ‘গল্পের কারণে আগ্রহী হয়েছেন তাঁরা।’

শুটিংয়র ফাঁকে তোলা ছবি

সম্পর্কিত নিবন্ধ