চ্যাম্পিয়ন্স ট্রফির ২৭ বছরের ইতিহাসে যা আগে কখনো দেখা যায়নি, সেটাই করে দেখালেন ইংল্যান্ডের ব্যাটার বেন ডাকেট। করাচিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত ব্যাটিংয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড গড়েছেন তিনি। দেড়শ রানের মাইলফলক পেরিয়ে মার্নাস লাবুশেনের বলে ১৬৫ রান করে আউট হন তিনি। তার অসাধারণ ইনিংসের কল্যাণে ৮ উইকেটে ৩৫১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে ইংল্যান্ড।

ডাকেটের আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের রেকর্ড ছিল ন্যাথান অ্যাস্টল ও অ্যান্ডি ফ্লাওয়ারের দখলে। ২০০৪ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১৪৫* রানের ইনিংস খেলেছিলেন অ্যাস্টল, আর ২০০০ সালে ভারতের বিপক্ষে সমান ১৪৫ রান করেছিলেন ফ্লাওয়ার। আজ সেই রেকর্ড অনায়াসেই ছাড়িয়ে গেলেন ডাকেট।

বিস্তারিত আসছে.

..

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

জায়েদ ভাই মেয়েদের ফেভারিট: নুসরাত ফারিয়া

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া মানেই গ্ল্যামার, মেধা আর মজার মিশ্রণ। দুই বাংলায় সমানতালে কাজের পাশাপাশি গানেও বাজিমাত করেছেন। এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে ভিন্ন কারণে। চিত্রনায়ক জায়েদ খানের টক শোতে অতিথি হয়েছেন এই অভিনেত্রী। 

সম্প্রতি কানাডায় অনুষ্ঠিত ৩৯তম ফোবানা সম্মেলনে অংশ নেন ফারিয়া। গালা নাইটে নিজের ঝলমলে পারফরম্যান্সে মাতিয়ে তোলেন সবাইকে। সেই সফরের মজার অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে সহকর্মী জায়েদ খানের গোপন তথ্য ফাঁস করেন এই অভিনেত্রী।  

আরো পড়ুন:

গ্রেপ্তারের পর প্রথম মুখ খুললেন নুসরাত ফারিয়া

বিয়ে ভাঙার পর হতাশা কাটাতে ওষুধ খেতেন নুসরাত ফারিয়া

ফারিয়া বলেন, “জায়েদ ভাই মিষ্টি মনের মানুষ। দিন দিন তো অনেক হ্যান্ডসাম হয়ে যাচ্ছেন! এত ওয়ার্কআউট করছেন যে, এখন বাংলাদেশের অর্ধেক মেয়েরই ফেভারিট উনি!” 

জায়েদ খানের প্রশংসা করে ফারিয়া বলেন, “আগে তো ছিলেনই, এখন অনেক ফিট হয়ে গেছেন। ওনার সাথে কাজ করা মানে সারাক্ষণ হাসিখুশি থাকা। কারো মন খারাপ থাকলেও উনার সাথে কথা বললেই ভালো হয়ে যায়।” 

কানাডা সফরের আরেক টুকরো গল্পও জানান ফারিয়া। তার ভাষায়, “একদিন উনি বললেন, ‘চলো মন্ট্রিয়ালে হাঁটতে হাঁটতে শুটটা করে ফেলি।’ আমি ভাবলাম মজা করছেন, কিন্তু উনি সত্যিই শুট শুরু করলেন। ওই ফান পার্টগুলো কিন্তু আপনাদের দেখানো হয়নি, এডিটেই কেটে দিয়েছে!”

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত নিবন্ধ