বাংলাদেশের বাজারে নতুন মডেলের গাড়ি এনেছে চীনের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ‘বিওয়াইডি সিলায়ন ৬’ মডেলের গাড়িটি এক চার্জে ১ হাজার ৯২ কিলোমিটার পথ চলতে পারে। সুপার প্লাগ-ইন হাইব্রিড ইভি প্রযুক্তির গাড়িটি জ্বালানি সাশ্রয়ের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে জানিয়েছে বিওয়াইডি। প্রথম ২০০ ক্রেতার জন্য গাড়িটির দাম ধরা হয়েছে ৬৩ লাখ ৯০ হাজার টাকা। গাড়িটি কেনার আগে টেস্ট ড্রাইভের সুযোগও মিলবে। আজ রোববার তেজগাঁওয়ের বিওয়াইডির বিক্রয়কেন্দ্রে এক অনুষ্ঠানে গাড়িটি উন্মুক্ত করা হয়।

অনুষ্ঠানে বিওয়াইডি গ্লোবালের কর্মকর্তা চার্লস রেন জানান, বিওয়াইডি প্রথম দিকে শুধু ব্যাটারি তৈরি করত। ধীরে ধীরে বিশ্বজুড়ে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা হিসেবে নিজেদের জায়গা করে নিয়েছে। এরই মধ্যে প্রায় শতাধিক দেশে গাড়ি বাজারজাত করছে বিওয়াইডি। কার্বন নিঃসরণ কমানোর মাধ্যমে পরিবেশ উন্নত করতে বাংলাদেশেও পরিবেশবান্ধব বৈদ্যুতিক গাড়ি বাজারজাত করছে বিওয়াইডি।

আরও পড়ুনবৈদ্যুতিক গাড়ি আনল রোলস রয়েস, দাম কত০৮ নভেম্বর ২০২৪

বিওয়াইডির বাংলাদেশের পরিবেশক সিজি রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান বলেন, ‘বাংলাদেশে ধীরে ধীরে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ছে। বিষয়টিকে মাথায় রেখে আমরা বাংলাদেশে গাড়িপ্রেমীদের জন্য সিলায়ন ৬ গাড়িটি এনেছি। এটি বাংলাদেশের প্রথম সুপার প্লাগ-ইন হাইব্রিড ইভি। যাঁরা পরিবেশবান্ধব ও জ্বালানি দক্ষতার বিষয়কে গুরুত্ব দেন, তাঁদের জন্য এটি একটি দারুণ গাড়ি।’

অনুষ্ঠানে জানানো হয়, ১.

৫ লিটার টার্বো ইঞ্জিন থাকায় সিলায়ন ৬ মডেলের গাড়িটি মাত্র ৮ দশমিক ৫ সেকেন্ডে ১০০ কিলোমিটার/ঘণ্টা গতি তুলতে পারে। বাংলাদেশের চালক ও পথচারীদের কথা বিবেচনা করে গাড়িটিতে নিরাপত্তার জন্য এডিএএস, ৩৬০°এইচডি ক্যামেরা ও ছয়টি এয়ারব্যাগ রয়েছে। আর নান্দনিকতার ছোঁয়া দিতে ভেতরে রয়েছে ১৫ দশমিক ৬ ইঞ্চির স্মার্ট রোটেটিং টাচস্ক্রিন, ১০ স্পিকারের ইনফিনিটি প্রিমিয়াম অডিও সিস্টেম, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট ও প্যানারমিক সানরুফ সুবিধা। হারবার গ্রে, আর্কটিক হোয়াইট, ডিলান ব্ল্যাক ও স্টোন গ্রে—চারটি রঙে বাজারে আসা গাড়িটির ব্যাটারিতে আট বছর বা ১ লাখ ৬০ হাজার কিলোমিটার (যেটা আগে আসে) বিক্রয়োত্তর সেবা পাওয়া যাবে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ব শ র জন য

এছাড়াও পড়ুন:

জাতীয় নারী ক্রিকেট দলের বেতন বাড়াল বিসিবি

জাতীয় দলের নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ মিরপুরে বিসিবি পরিচালকদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এত দিন ‘এ’ ক্যাটাগরিতে থাকা মেয়েরা ১ লাখ ২০ হাজার টাকা মাসিক বেতন পেতেন। তাঁদের বেতন ৪০ হাজার টাকা বাড়ানো হচ্ছে। ‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পেতেন ১ লাখ টাকা করে বেতন। তাঁরা এখন থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা বেতন পাবেন।

‘সি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৯৫ হাজার টাকা করা হয়েছে আর ‘ডি’ ক্যাটাগরিতে ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা।
এ ছাড়া জাতীয় দলের অধিনায়কদের জন্য ৩০ হাজার ও সহ-অধিনায়কদের জন্য ২০ হাজার টাকা অতিরিক্ত দেওয়ার সিদ্ধান্তও হয়েছে।
১ জুলাই থেকে কার্যকর হওয়া নারী ক্রিকেটারদের নতুন চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে আছেন তিন ক্রিকেটার—নিগার সুলতানা, নাহিদা আক্তার ও শারমিন আক্তার। ‘বি’ ক্যাটাগরিতে আছেন ফারাজনা হক, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি। ‘সি’ ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন স্বর্ণা আক্তার।

আরও পড়ুনবিশ্বকাপে কোনো ম্যাচ না জিতলেও ৩ কোটি টাকা পাবেন নিগাররা৩০ সেপ্টেম্বর ২০২৫

‘ডি’ ক্যাটাগরিতে আছেন সুমাইয়া আক্তারর, ফারিহা ইসলাম, রুবাইয়া হায়দার, সানজিদা আক্তার, নিশিতা আক্তার। এই চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের কেউ জাতীয় দলে এলে মাসে ৬০ হাজার টাকা বেতন পাবেন।

সম্পর্কিত নিবন্ধ