পিরোজপুরের ইন্দুরকানীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হেলাল খান নামে এক আওয়ামী লীগ নেতা ও নাশকতা মামলার আসামিকে ছিনিয়ে নিয়েছে তার সমর্থক ও স্বজনরা। সোমবার দুপুরে উপজেলার ঢেপসাবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে। ছিনিয়ে নেওয়া আসামি হেলাল খান উপজেলার বালিপাড়া ইউনিয়নের একটি ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 

এ ঘটনায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মজনু নায়েব ও ইদ্রিস নায়েব নামে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা উপজেলার বালিপাড়া ইউনিয়নের ঢেপসাবুনিয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে একটি জিয়াফত অনুষ্ঠানে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হেলাল খানের উপস্থিতির খবর পেয়ে ইন্দুরকানী থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। এ সময় হেলাল খানের সহযোগী আওয়ামী সমর্থক ও স্বজনরা তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়। আসামি ছিনিয়ে নেওয়ার সময় তারা পুলিশের সঙ্গে হাতাহাতিতে লিপ্ত হয়। পরে পুলিশ দু’জনকে ঘটনাস্থল থেকে আটক করে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

জানা যায়, গত ৫ আগস্টের পর ঘোষেরহাট বাজারে বিএনপির মিছিলে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি হেলাল খান। বাদীপক্ষের অভিযোগ, হেলাল  খান এলাকায় প্রকাশ্যে ঘুরলেও পুলিশ তাকে আটক করছে না।

ইন্দুরকানী থানার ওসি মো.

মারুফ হোসেন বলেন, হেলাল খান নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি। পুলিশ তাকে গ্রেপ্তার করলে স্থানীয়দের সহায়তায় পুলিশের ওপর হামলা করে সে পালিয়ে যায়। এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। পুলিশের ওপর হামলার ঘটনায় আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উৎস: Samakal

কীওয়ার্ড: এ ঘটন ঘটন য় আওয় ম

এছাড়াও পড়ুন:

শ্রমিক দিবস উপলক্ষে সিদ্ধিরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের র‌্যালি

সিদ্ধিরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র‌্যালি আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ১০টায় নীট কনসার্নের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে নবীগঞ্জ ঘাটে গিয়ে শেষ হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মো. আমিনুল ইসলাম শিপলু।

এতে আরও উপস্থিত ছিলেন থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রোমান, মো. সজিব, মো. তুষার, মাহবুবুর রহমান মিলনসহ স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতাকর্মীরা।

র‌্যালি শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে মো. আমিনুল ইসলাম শিপলু বলেন, ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আবুল কাউসার আশার নির্দেশনায় ও সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এই আয়োজনটি করা হয়েছে। 


আমার শ্রমিক ভাইদের দাবি আদায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় কাজ করে যাবে। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে আমরা কখনও পিছপা হবো না।’
 

সম্পর্কিত নিবন্ধ