পুতিন পাঁচ বছরের মধ্যে পশ্চিমের সঙ্গে যুদ্ধ শুরু করবেন
Published: 27th, February 2025 GMT
আমার একজন আমেরিকান লেখক বন্ধু আছেন, যিনি যুদ্ধ নিয়ে লেখালেখি করেন। গত কয়েক দশকে তিনি সংঘাতকবলিত দক্ষিণ সুদান, রুয়ান্ডা, কঙ্গো, আফগানিস্তান, ইরাক, গাজা এবং অন্য জায়গায় গিয়েছেন। ইউক্রেনের ক্ষেত্রে তাঁর অবস্থান হলো: এখানে কে আগ্রাসনকারী আর কে ভুক্তভোগী, সেটা নিশ্চিত ছিল। বসনিয়া ও রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরোধ যুদ্ধ হলো দুটি ন্যায়সংগত যুদ্ধ।
পুতিনের আগ্রাসনের বিরুদ্ধে তিন বছরের একটি ন্যায় যুদ্ধের পর, আমরা এখন ডোনাল্ড ট্রাম্পের একটি অন্যায্য শান্তি পরিকল্পনা মোকাবিলা করছি। ইউক্রেন তার ভূমি হারাবে, এই ক্ষতির জন্য কোনো ক্ষতিপূরণ পাবে না। যুদ্ধাপরাধীদের কোনো শাস্তি হবে না। রাশিয়ার ভবিষ্যৎ আক্রমণ থেকে রক্ষা করার জন্য ইউক্রেনীয়দের কোনো নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া হবে না।
এটাই এখন বাস্তব চিত্র। ২০০৮ সালের রাশিয়া-জর্জিয়া যুদ্ধের কথা আমাদের মনে করিয়ে দিচ্ছে। রাশিয়া তার প্রতিবেশী জর্জিয়ায় আক্রমণ করেছিল। সে সময় ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন নিকোলা সারকোজি। ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্টও তিনি। রাশিয়াকে সন্তুষ্ট করার জন্য জর্জিয়ার ওপর জোর একটি অপমানজনক শান্তিচুক্তি চাপিয়ে দিয়েছিলেন।
রাশিয়ার সেই জর্জিয়া যুদ্ধের পরবর্তী ফলাফল নিয়ে খুব কমই আলোচনা হয়েছে। সেই যুদ্ধে বিজয়ের পর, ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের পরিকল্পনা আঁটেন। জর্জিয়া যুদ্ধ নিয়ে পশ্চিমাদের যে লঘু প্রতিক্রিয়া, তাতে করে পুতিনের মধ্যে এই বিশ্বাস প্রবল হয় যে তিনি ইউক্রেনে হামলা করলেও তার প্রতিক্রিয়া খুব একটা হবে না।
পুতিন জর্জিয়াতে যে যুদ্ধ করেছিলেন, সেটা ছিল অনেকাংশে ২০০৩ সালের পশ্চিমাপন্থী বিপ্লবের প্রতিক্রিয়া। ইউক্রেনকে তিনি ‘শাস্তি’ দিয়েছেন ২০০৪ সালের কমলা–বিপ্লবের প্রতিক্রিয়ায়। সেই বিপ্লবে রাশিয়ার কক্ষ থেকে ইউক্রেন বেরিয়ে যাওয়ার হুমকি তৈরি হয়েছিল।
পুতিনের এই পরিকল্পনা ফাঁস হয়েছিল এবং ২০০৯ সালে এর বিশদ বিবরণ ইউক্রেনের সংবাদপত্রে দুজন ইউক্রেনীয় শীর্ষ নিরাপত্তা বিশ্লেষক একটি নিবন্ধে তুলে ধরেছিলেন। কিন্তু সে সময় এটাকে কাল্পনিক কাহিনি বলে বিবেচনা করা হয়েছিল এবং খুব কমসংখ্যক মানুষই তাতে বিশ্বাস করেছিলেন।
২০০৮ সালে পশ্চিমের অনেকে যেমন পুতিনের উচ্চাকাঙ্ক্ষাকে উপেক্ষা করেছিলেন, পশ্চিমের অনেকে এখনো তাঁর দীর্ঘমেয়াদি উচ্চাকাঙ্ক্ষাকে উপেক্ষা করছে। কিন্তু ইতিহাস থেকে যদি আমাদের কিছু শেখার থাকে, তবে তার একটি শিক্ষা হলো: আপনি একজন আগ্রাসীকে সন্তুষ্ট করতে পারবেন না। ইউক্রেনের মানুষ কঠিন এক বাস্তবতার মধ্য দিয়ে এটা শিখেছেন।যা–ই হোক না কেন, ২০১০ সালে রুশপন্থী ভিকতর ইয়ানুকোভিচ ক্ষমতায় এলে পুতিন ইউক্রেনকে রেহাই দিয়েছিলেন। ২০১৩ সালে সবাইকে বিস্মিত করে ইয়ানুকোভিচ ইউক্রেনকে ইউরোপের সঙ্গে একত্রকরণের প্রচেষ্টা শুরু করেন। কিন্তু হঠাৎ করেই ভোল পাল্টান এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একত্রকরণের ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরের আগে তিনি সেই প্রচেষ্টা থেকে সরে আসেন।
এখানে একটি জল্পনা আছে যে পুতিন ইয়ানুকোভিচকে হুমকি দিয়েছিলেন যে ইউক্রেন যদি পশ্চিমা শিবিরে যুক্ত হয়, তাহলে তিনি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবেন। ইউরোপীয় ইউনিয়ন থেকে একতরফাভাবে সরে আসার ঘটনায় ২০১৩ সালে কিয়েভে আন্দোলন শুরু হয়েছিল, একসময় সেটাই ইউরো-ময়দান বিপ্লব বলে পরিচিত পায়।
রাজনৈতিক অচলাবস্থা কয়েক মাস স্থায়ী হয়। ২০১৪ সালের প্রথম দিকে এটা স্পষ্ট হয়ে যায় যে রাশিয়ার আগ্রাসন সময়ের ব্যাপার মাত্র।
এটি আমি বলছি আমার নিজের অভিজ্ঞতা থেকে। ইউরো–ময়দান বিপ্লবের সময় আমি একটি অ্যাডহকভিত্তিক থিঙ্কট্যাংকে কাজ করতাম, পুতিনের পরিকল্পনা সম্পর্কে আমরা জেনেছিলাম। আমরা জেনেছিলাম, সোচিতে অনুষ্ঠেয় শীতকালীন অলিম্পিক শেষ হওয়া পর্যন্ত পুতিন অপেক্ষা করছিলেন। অলিম্পিক শেষ হলেই ক্রিমিয়া দখলের প্রক্রিয়া শুরু হবে। ক্রেমলিন ভেবেছিল, তারা রাশিয়ান বসন্ত সংঘটিত করবে। ইউক্রেনের রুশভাষীরা কিয়েভের বিরুদ্ধে অভ্যুত্থান করবে। এটা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে। সংখ্যাগরিষ্ঠ সংখ্যক ইউক্রেনীয়, তাঁরা যে ভাষাতেই কথা বলুক না কেন, তাঁদের জন্মভূমিতে যুদ্ধ হতে দেননি।
ইউক্রেনে একটা গৃহযুদ্ধের বদলে পুতিন দনবাস অঞ্চলে কম তীব্রতার যুদ্ধ পান, যে যুদ্ধে তিনি কখনোই জিততে পারেননি। কিন্তু পুতিন জানেন কীভাবে অপেক্ষা করতে হয়। পুতিনকে যাঁরা ভালো করে জানেন, তাঁরা বলেন যে পুতিন জুডো খেলার দর্শন মেনে চলেন। পুতিন তাঁর তরুণ বয়স থেকে জুডো খেলার অনুশীলন করেছেন। জুডো খেলায় জেতার নিয়ম হলো, প্রতিদ্বন্দ্বীর সঙ্গে ততক্ষণ পর্যন্ত লেগে থাকো, যতক্ষণ পর্যন্ত না তিনি হাল ছেড়ে দিচ্ছেন। ২০১৪ সালে ব্যর্থ হলেও পুতিন তাঁর আকাঙ্ক্ষা ছেড়ে দেননি। ২০২২ সালে ইউক্রেনের বিরুদ্ধে সর্বাত্মক অভিযানই সেটা প্রমাণ করেছে।
পুতিন ও তাঁর সঙ্গীরা বলেছেন যে ইউক্রেনের সঙ্গে তাঁরা যুদ্ধ করছেন না, বরং ইউক্রেনে পশ্চিমের বিরুদ্ধে যুদ্ধ করছেন। পুতিন মনে করেন, ইউক্রেন একটি কৃত্রিম রাষ্ট্র। রাশিয়ার ক্ষমতাকে প্রতিহত করতেই পশ্চিমারা এই রাষ্ট্রকে তৈরি করেছে। স্বাধীন ইউক্রেন পুতিনের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি। রোম ও কার্থেজের মধ্যে যুদ্ধে যেমন শান্তি প্রতিষ্ঠা করা যায়নি, ঠিক একইভাবে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ অস্ত্রবিরতি সম্ভব নয়।
যাহোক, যুদ্ধবিরতি খুব সামান্য কিছুরই সমাধান করতে পারবে। ইউক্রেনের জন্য সেটা আরও বড় ঝুঁকি তৈরি করবে। যুদ্ধের শুরু থেকেই ইউক্রেনীয়রা ন্যায্যতা ও দীর্ঘমেয়াদি শান্তি চাইছে। এখন তার বদলে তারা পাচ্ছে নড়বড়ে ও অন্যায্য একটি যুদ্ধবিরতি।
২০২২ সালের ফেব্রুয়ারি মাসে পুতিন ইউক্রেন আক্রমণ করেছিলেন। তাঁর উদ্দেশ্য ছিল তিন দিনে কিয়েভ দখলে নেওয়ার। পুতিন তাতে ব্যর্থ হয়েছিলেন।
এখন আগামী তিন বছরের মধ্যে কিংবা তার চেয়ে কম সময়ের মধ্যে পুতিনের লক্ষ্য অর্জনে ট্রাম্প তাঁকে সহায়তা করতে পারেন। এরপর পুতিনের সামনে থাকবে গোটা বিশ্ব। বিশেষজ্ঞরা বলছেন, আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে পুতিন পশ্চিমাদের আক্রমণ করবেন।
২০০৮ সালে পশ্চিমের অনেকে যেমন পুতিনের উচ্চাকাঙ্ক্ষাকে উপেক্ষা করেছিলেন, পশ্চিমের অনেকে এখনো তাঁর দীর্ঘমেয়াদি উচ্চাকাঙ্ক্ষাকে উপেক্ষা করছে। কিন্তু ইতিহাস থেকে যদি আমাদের কিছু শেখার থাকে, তবে তার একটি শিক্ষা হলো: আপনি একজন আগ্রাসীকে সন্তুষ্ট করতে পারবেন না। ইউক্রেনের মানুষ কঠিন এক বাস্তবতার মধ্য দিয়ে এটা শিখেছেন।
ভুল প্রমাণিত হলে আমি খুশি হতাম, কিন্তু আমার ঐতিহাসিক শিক্ষা বলছে, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে বিশ্বযুদ্ধের এক দশকে প্রবেশ করেছে।
ইয়ারোস্লাভ রিস্টাক একজন ইতিহাসবিদ এবং লিভিভের ইউক্রেনীয় ক্যাথলিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইউক র ন য় ন ইউক র ন ইউক র ন র কর ছ ল ন র জন য উপ ক ষ হয় ছ ল বছর র ইউর প র একট
এছাড়াও পড়ুন:
প্রথম আলোর সাংবাদিককে বৈষম্যবিরোধী নেতার হুমকি, থানায় জিডি
প্রথম আলোর চাঁপাইনবাবগঞ্জ জেলার নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেনকে ফেসবুকে হুমকি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চাঁপাইনবাবগঞ্জ জেলার মুখ্য সংগঠক মোত্তাসিন বিশ্বাস। গতকাল মঙ্গলবার দুপুরে এক ফেসবুক পোস্টে এ হুমকি দেন তিনি।
এ ঘটনায় গতকাল রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আনোয়ার হোসেন।
ফেসবুক পোস্টে জ্যেষ্ঠ সাংবাদিক আনোয়ার হোসেনের দুটি ছবি লাল দাগ দিয়ে ক্রস চিহ্ন দেন মোত্তাসিন। ক্যাপশনে তিনি আনোয়ার হোসেনের উদ্দেশে লিখেছেন, ‘....সত্য লিখুন, না হলে আপনিও ছাড় পাবেন না। ইনকিলাব জিন্দাবাদ।’
মোত্তাসিন বিশ্বাসের পোস্টের পর মন্তব্যের ঘরে আনোয়ার হোসেনকে একাধিক আইডি থেকে মারধরের হুমকি দেওয়া হয়েছে। তবে আজ বুধবার বেলা ৩টা ১৬ মিনিটে মোত্তাসিনের আইডি থেকে পোস্টটি সরিয়ে নেওয়া হয়। ঘণ্টাখানেক পর পোস্টটি তাঁর ওয়ালে আবার দেখা যায়। এ হুমকির প্রতিবাদ জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলার সাংবাদিকদের সংগঠনগুলোর সম্মিলিত প্ল্যাটফর্ম ‘চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক সমাজ’।
ফেসবুক পোস্টের বিষয়ে জানতে চাইলে মোত্তাসিন বিশ্বাস আজ বেলা সাড়ে তিনটার দিকে প্রথম আলোকে বলেন, ফেসবুক পোস্টে হলুদ কথাটা লেখা ঠিক হয়নি। এটি গত শনিবার চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের শহীদ সাটু অডিটরিয়ামে জেলা পুলিশ আয়োজিত সুধী সমাবেশে একজন বীর মুক্তিযোদ্ধাকে বক্তব্য দেওয়ার সময় বাধা দিয়ে থামিয়ে দেন জামায়াতে ইসলামীর একজন নেতা ও সাবেক সংসদ সদস্য। এ নিয়ে প্রথম আলোয় ‘পুলিশের সুধীসমাবেশে বীর মুক্তিযোদ্ধার বক্তব্যে জামায়াত নেতার বাধা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এ খবরের বিষয়ে আপত্তি জানিয়েই এমন পোস্ট করেছেন বলে জানিয়েছেন মোত্তাসিন।
তাৎক্ষণিকভাবে লিখে ফেলেছিলেন, পরে মুছে দিয়েছেন। আনোয়ার হোসেনের করা কোন সংবাদটির বিষয়ে পোস্ট করেছেন, জানতে চাইলে তিনি মুক্তিযোদ্ধাকে বাধা দেওয়ার সংবাদটির কথা জানান।
মোত্তাসিন বিশ্বাস আরও বলেন, প্রথম আলোর চাঁপাইনবাবগঞ্জের নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন চব্বিশের আন্দোলনে তাঁদের সঙ্গেই ছিলেন। কিন্তু সংবাদটি এভাবে কেন লিখেছেন, তা জানার জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু তিনি তাঁদের এড়িয়ে গেছেন। সে জন্যই তিনি ফেসবুকে লিখেছেন।
আনোয়ার হোসেন জিডিতে উল্লেখ করেছেন, স্ট্যাটাসে তাঁর দুটি ছবি ক্রস চিহ্ন দিয়ে ব্যবহার করা হয়েছে। ওই পোস্টে মোত্তাসিনের অনুসারীসহ আরও অনেকে খারাপ মন্তব্য করে তাঁকে হুমকি দিয়েছেন। জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হওয়ায় জিডি করার কথা জানান তিনি।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল রাতে এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করেছেন সাংবাদিক আনোয়ার হোসেন। এটি একজন পুলিশ কর্মকর্তাকে তদন্ত করতে দিয়েছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চাঁপাইনবাবগঞ্জ জেলার আহ্বায়ক আবদুর রাহিম বলেন, এই পোস্ট দেওয়ার পর রাতে তাঁরা এটি নিয়ে সভা করেছেন। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়, পোস্টটি ডিলিট করা হবে।
আরও পড়ুনপুলিশের সুধীসমাবেশে বীর মুক্তিযোদ্ধার বক্তব্যে জামায়াত নেতার বাধা২৭ এপ্রিল ২০২৫সাংবাদিক সমাজের নিন্দা-প্রতিবাদআনোয়ার হোসেনকে হুমকি দেওয়ার ঘটনায় জরুরি সভা করে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক সমাজ। বিষয়টি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের লিখিতভাবে অবহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে গতকাল মঙ্গলবারের সভায়। অবহিত করার পরবর্তী তিন দিনের মধ্যে এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ না নিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যাবতীয় সংবাদ বর্জন করা হবে বলেও সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (সিটিজেএ) সভাপতি রফিকুল আলম। উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাব, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাব, সিটি প্রেসক্লাব, চাঁপাইনবাবগঞ্জ ও সিটিজেএর নেতা ও সদস্যরা।
সভার পর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পরিবর্তিত বাংলাদেশে একজন পেশাদার সাংবাদিককে নিয়ে আপত্তিজনক ও হুমকিস্বরূপ বক্তব্য কোনোভাবেই কাম্য নয়। যেসব অধিকারের আকাঙ্ক্ষা নিয়ে চব্বিশের গণ-অভ্যুত্থান হয়, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে বাক্স্বাধীনতার অধিকার। একজন পেশাদার সাংবাদিককে নিয়ে ফেসবুকে এমন পোস্ট সেই আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক। এটা স্বাধীন সাংবাদিকতার ওপর হস্তক্ষেপ, যা আমাদের উদ্বিগ্ন ও উৎকণ্ঠিত করেছে।’ অবিলম্বে মোত্তাসিন বিশ্বাস তাঁর দেওয়া পোস্টটি প্রত্যাহার করে দুঃখ প্রকাশ না করলে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক সমাজ সম্মিলিতভাবে কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিবৃতিতে।