বাংলাদেশের উচ্চশিক্ষার পরিসরে লিবারেল আর্টস শিক্ষা ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। একবিংশ শতাব্দীর দ্রুত পরিবর্তনশীল বিশ্বে শিক্ষার্থীদের শুধু পেশাদার দক্ষতাই নয়, বরং সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা এবং বহুমুখী দক্ষতা অর্জন করা প্রয়োজন। এই চাহিদাগুলো পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। যেখানে গবেষণা, উদ্ভাবন ও সমাজসেবার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

একাডেমিক উৎকর্ষ ও বহুমুখী শিক্ষার পথিকৃৎ

২০০৪ সালে প্রতিষ্ঠিত ইউল্যাব বাংলাদেশের অন্যতম শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃত। শিক্ষার্থীদের শুধু তথ্য ও জ্ঞান প্রদানই নয়, বরং তাঁদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করাই এর লক্ষ্য। বিশ্ববিদ্যালয়টির পাঠ্যক্রম ‘লিবারেল আর্টস’ শিক্ষার ওপর ভিত্তি করে তৈরি, যা শিক্ষার্থীদের একাধিক বিষয়ে দক্ষতা অর্জনের সুযোগ দেয়। এখানে শিক্ষার্থীরা দুটি পৃথক বিষয়ে ‘মেজর’ ও ‘মাইনর’ করার সুবিধা পান, যা তাঁদের বহুমাত্রিক চিন্তাধারা গঠনে সহায়তা করে।

ইউল্যাবের স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামসমূহ

উচ্চশিক্ষায় আগ্রহীদের জন্য উপযোগী সাতটি প্রোগ্রাম রয়েছে ইউল্যাবে। সেগুলো হলো—

• ব্যবসায় শিক্ষা অনুষদ (বিবিএ, এমবিএ, ইএমবিএ)
• গণমাধ্যম ও সাংবাদিকতা (এমএসজে)
• কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল (সিএসই)
• ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই)
• বাংলা ভাষা ও সাহিত্য (বিএলএল)
• ইংরেজি ও মানবিক শিক্ষা (ডিইএইচ)
• যোগাযোগ ও সাংবাদিকতায় (স্নাতকোত্তর)

মননশীলতাকে মুক্ত, সৃজনশীল জ্ঞান অন্বেষণের মাধ্যমে বিকশিত করতে প্রতিশ্রুতিবদ্ধ ইউল্যাব.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

জাতীয় নারী ক্রিকেট দলের বেতন বাড়াল বিসিবি

জাতীয় দলের নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ মিরপুরে বিসিবি পরিচালকদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এত দিন ‘এ’ ক্যাটাগরিতে থাকা মেয়েরা ১ লাখ ২০ হাজার টাকা মাসিক বেতন পেতেন। তাঁদের বেতন ৪০ হাজার টাকা বাড়ানো হচ্ছে। ‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পেতেন ১ লাখ টাকা করে বেতন। তাঁরা এখন থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা বেতন পাবেন।

‘সি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৯৫ হাজার টাকা করা হয়েছে আর ‘ডি’ ক্যাটাগরিতে ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা।
এ ছাড়া জাতীয় দলের অধিনায়কদের জন্য ৩০ হাজার ও সহ-অধিনায়কদের জন্য ২০ হাজার টাকা অতিরিক্ত দেওয়ার সিদ্ধান্তও হয়েছে।
১ জুলাই থেকে কার্যকর হওয়া নারী ক্রিকেটারদের নতুন চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে আছেন তিন ক্রিকেটার—নিগার সুলতানা, নাহিদা আক্তার ও শারমিন আক্তার। ‘বি’ ক্যাটাগরিতে আছেন ফারাজনা হক, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি। ‘সি’ ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন স্বর্ণা আক্তার।

আরও পড়ুনবিশ্বকাপে কোনো ম্যাচ না জিতলেও ৩ কোটি টাকা পাবেন নিগাররা৩০ সেপ্টেম্বর ২০২৫

‘ডি’ ক্যাটাগরিতে আছেন সুমাইয়া আক্তারর, ফারিহা ইসলাম, রুবাইয়া হায়দার, সানজিদা আক্তার, নিশিতা আক্তার। এই চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের কেউ জাতীয় দলে এলে মাসে ৬০ হাজার টাকা বেতন পাবেন।

সম্পর্কিত নিবন্ধ