ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ: উদ্ভাবন ও শিক্ষার উজ্জ্বল বাতিঘর
Published: 27th, February 2025 GMT
বাংলাদেশের উচ্চশিক্ষার পরিসরে লিবারেল আর্টস শিক্ষা ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। একবিংশ শতাব্দীর দ্রুত পরিবর্তনশীল বিশ্বে শিক্ষার্থীদের শুধু পেশাদার দক্ষতাই নয়, বরং সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা এবং বহুমুখী দক্ষতা অর্জন করা প্রয়োজন। এই চাহিদাগুলো পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। যেখানে গবেষণা, উদ্ভাবন ও সমাজসেবার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
একাডেমিক উৎকর্ষ ও বহুমুখী শিক্ষার পথিকৃৎ
২০০৪ সালে প্রতিষ্ঠিত ইউল্যাব বাংলাদেশের অন্যতম শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃত। শিক্ষার্থীদের শুধু তথ্য ও জ্ঞান প্রদানই নয়, বরং তাঁদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করাই এর লক্ষ্য। বিশ্ববিদ্যালয়টির পাঠ্যক্রম ‘লিবারেল আর্টস’ শিক্ষার ওপর ভিত্তি করে তৈরি, যা শিক্ষার্থীদের একাধিক বিষয়ে দক্ষতা অর্জনের সুযোগ দেয়। এখানে শিক্ষার্থীরা দুটি পৃথক বিষয়ে ‘মেজর’ ও ‘মাইনর’ করার সুবিধা পান, যা তাঁদের বহুমাত্রিক চিন্তাধারা গঠনে সহায়তা করে।
ইউল্যাবের স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামসমূহউচ্চশিক্ষায় আগ্রহীদের জন্য উপযোগী সাতটি প্রোগ্রাম রয়েছে ইউল্যাবে। সেগুলো হলো—
• ব্যবসায় শিক্ষা অনুষদ (বিবিএ, এমবিএ, ইএমবিএ)
• গণমাধ্যম ও সাংবাদিকতা (এমএসজে)
• কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল (সিএসই)
• ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই)
• বাংলা ভাষা ও সাহিত্য (বিএলএল)
• ইংরেজি ও মানবিক শিক্ষা (ডিইএইচ)
• যোগাযোগ ও সাংবাদিকতায় (স্নাতকোত্তর)
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত