পবিত্র মাহে রমজান উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে ফতুল্লার পাগলা বাজার কাজী খোরশেদ প্লাজার সামনে গরিব ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে সর্বজনীন ঐক্য ফোরাম।

সংগঠনের সভাপতি এম. সোহাগ হোসাইন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ সাজ্জাদ হোসেন শাওন এর উপস্থাপনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সর্বজনীন ঐক্য ফোরামের উপদেষ্টাবৃন্দ আলহাজ্ব আনোয়ার হোসেন, শামসুল আলম, বাবলু মিয়া, রিজভীসহ অনেকে উপস্থিত ছিলেন। এছাড়াও, সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম, ইউসুফ মিয়া ও অন্যান্য দায়িত্বশীলরা ইফতার সামগ্রী বিতরণে অংশ নেন।

অর্ধশতাধিক অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় নেতৃবৃন্দ বলেন, রমজানের শিক্ষা হলো মানবতার সেবা ও সমাজের সর্বস্তরে কল্যাণ প্রতিষ্ঠা করা।

সংগঠনটি জানায়, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য তাদের এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: রমজ ন ন র য়ণগঞ জ ইফত র ব তরণ ইফত র

এছাড়াও পড়ুন:

দুই মাস ফ্রিজে রাখার পর মামুনের মাথায় খুলি পুনঃস্থাপন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী মামুন মিয়ার মাথায় খুলি প্রায় দুই মাস ফ্রিজে সংরক্ষণ করার পর সফলভাবে পুনঃস্থাপন করা হয়েছে। 

শনিবার (১ নভেম্বর) চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে অপারেশনের মাধ্যমে খুলি পুনঃস্থাপন করেন চিকিৎসকরা। 

চিকিৎসকরা জানিয়েছেন, মামুন মিয়ার মাথায় সফলভাবে অপারেশন করা হয়েছে। তিনি এখন সুস্থ আছেন।

গত ৩০ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের রক্তক্ষয়ী সংঘর্ষে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়েছিলেন মামুন মিয়া।

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশের পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিম জানিয়েছেন, চবিতে সংঘর্ষের দিন গুরুতর আহত অবস্থায় মামুন মিয়াকে পার্কভিউ হাসপাতালে আনা হয়েছিল। সেই থেকে তিনি এখানে চিকিৎসাধীন আছেন। অপারেশনের সময় তার মাখার খুলি খুলে ফ্রিজে সংরক্ষণ করা হয়েছিল। দীর্ঘ প্রায় দুই মাস পর সফল অপারেশনের মাধ্যমে শনিবার মামুনের মাথার খুলি প্রতিস্থাপন করা হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন।

গত ৩০ আগস্ট তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়। এতে মামুনসহ চবির অন্তত ৫০০ শিক্ষার্থী আহত হন। মাথায় মারাত্মক আঘাতের কারণে মামুনের মাথার খুলি খুলে রেখে দেওয়া হয়েছিল।

ঢাকা/রেজাউল/রফিক

সম্পর্কিত নিবন্ধ