ফতুল্লায় সর্বজনীন ঐক্য ফোরামের ইফতার বিতরণ
Published: 27th, February 2025 GMT
পবিত্র মাহে রমজান উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে ফতুল্লার পাগলা বাজার কাজী খোরশেদ প্লাজার সামনে গরিব ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে সর্বজনীন ঐক্য ফোরাম।
সংগঠনের সভাপতি এম. সোহাগ হোসাইন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ সাজ্জাদ হোসেন শাওন এর উপস্থাপনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সর্বজনীন ঐক্য ফোরামের উপদেষ্টাবৃন্দ আলহাজ্ব আনোয়ার হোসেন, শামসুল আলম, বাবলু মিয়া, রিজভীসহ অনেকে উপস্থিত ছিলেন। এছাড়াও, সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম, ইউসুফ মিয়া ও অন্যান্য দায়িত্বশীলরা ইফতার সামগ্রী বিতরণে অংশ নেন।
অর্ধশতাধিক অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় নেতৃবৃন্দ বলেন, রমজানের শিক্ষা হলো মানবতার সেবা ও সমাজের সর্বস্তরে কল্যাণ প্রতিষ্ঠা করা।
সংগঠনটি জানায়, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য তাদের এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: রমজ ন ন র য়ণগঞ জ ইফত র ব তরণ ইফত র
এছাড়াও পড়ুন:
জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী আগামী ৩১ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।
বুধবার (৩০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপাচার্যের কাউন্সিল কক্ষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান তফসিল ঘোষণা করেন।
নির্বাচনি তফসিল অনুযায়ী, আগামী ১২ মে খসড়া ভোটার তালিকা ও খসড়া আচরণবিধি প্রকাশ করা হবে। ২১ মে বিকেল ৫টা পর্যন্ত ভোটার তালিকা সম্পর্কে আপত্তি ও মতামত গ্রহণ করা হবে। ৩০ জুন চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা ও চূড়ান্ত আচরণবিধি প্রকাশ করা হবে।
নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীগণ ১ থেকে ৩ জুলাই বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। ১ থেকে ৭ জুলাই বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীগণ। মনোনয়নপত্র যাচাই-বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৯ জুলাই।
মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে এবং বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ করা হবে ১১ জুলাই বিকেল ৫টা পর্যন্ত। আপিলের শুনানি গ্রহণ ও রায় ঘোষণা করা হবে ১৩ জুলাই বিকেল ৫টা পর্যন্ত।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৪ জুলাই বিকেল ৫টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১৫ জুলাই। ১৬ থেকে ২৮ জুলাই রাত ১২টা পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১৬ জুলাই।
১৯৯২ সালে সর্বশেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ ৩২ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের জাকসু নির্বাচন।
ঢাকা/আহসান/রাজীব