খুলনায় দুর্বৃত্তের গুলিতে জুয়েল মোল্লা (২৫) নামের এক তরুণ গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ফুলতলা উপজেলার জমিরা বাজার মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত জুয়েল বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর বাড়ি জামিরা পূর্বপাড়া এলাকায়।

পুলিশ ও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, সন্ধ্যার দিকে জুয়েল জামিরা বাজারে যান। কাজ শেষে করে তিনি রাত সাড়ে ৮টার দিকে বাড়ির উদ্দেশ্যে বাজার থেকে রওনা হন। জামিরা কলেজসংলগ্ন মধ্যপাড়া এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করে গুলি করে। এর মধ্যে একটি গুলি তাঁর কোমরে লাগে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

মনিরুজ্জামান বলেন, ঘটনার পরপর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান চালানো হচ্ছে। আহত জুয়েলের বিরুদ্ধে ফুলতলা থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এল ক য়

এছাড়াও পড়ুন:

গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: হাসনাত আবদুল্লাহ

গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

হাসনাত বলেন, আজ শুক্রবার বিকেল ৩টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে অনুষ্ঠিতব্য বিক্ষোভ সমাবেশে যোগ দিন।

উল্লেখ্য, আওয়ামী লীগকে নিষিদ্ধ ও এর রাজনৈতিক কার্যক্রম বন্ধের দাবিতে রাজপথে নামছে এনসিপি।

সম্পর্কিত নিবন্ধ