মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমদানি করা কাঠের ওপর নতুন শুল্ক আরোপের লক্ষ্যে একটি বাণিজ্যিক তদন্তের নির্দেশ দিয়েছেন। এটি সাম্প্রতিক সময়ে তাঁর তৃতীয় নতুন শুল্ক তদন্ত, যা কানাডার সফটউড লাম্বারের বিদ্যমান শুল্কের সঙ্গে যুক্ত হতে পারে। যদিও এর আগেই আগামী সপ্তাহে কানাডা ও মেক্সিকোর সব পণ্যের ওপর বিদ্যমান শুল্কের সঙ্গে আরও ২৫ শতাংশ হারে অতিরিক্ত শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

ট্রাম্পের নির্দেশনায়, ১৯৬২ সালের ট্রেড এক্সপ্যানশন অ্যাক্টের সেকশন ২৩২ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক জাতীয় নিরাপত্তার ওপর কাঠ আমদানির প্রভাব তদন্ত করবেন। এর আগে একই আইনের আওতায় ট্রাম্প বিশ্বব্যাপী ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক আরোপ করেছিলেন। বাণিজ্য বিভাগকে আগামী ২৭০ দিনের মধ্যে এ তদন্তের প্রতিবেদন প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক নির্মাণকাজে কাঠের ব্যাপক ব্যবহার রয়েছে।

ট্রাম্পের এই নতুন শুল্ক ব্যবস্থা যুক্তরাষ্ট্রের গৃহনির্মাণ খাতে কাঠের মূল্যবৃদ্ধি ঘটাতে পারে এবং কানাডার সঙ্গে দীর্ঘদিনের বাণিজ্যবিরোধকে আরও তীব্র করে তুলতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর স্বাস্থ্যবিষয়ক সংস্থার প্রধান লেফটেন্যান্ট জেনারেল টেলিটা ক্রসল্যান্ডকে শুক্রবার বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। টেলিটা মার্কিন সেনাবাহিনীর অন্যতম জ্যেষ্ঠ কৃষ্ণাঙ্গ নারী কর্মকর্তা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ও অন্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরখাস্ত করার মাত্র এক সপ্তাহের মাথায় ক্রসল্যান্ডকে অবসরে পাঠানো হলো।

অন্যদিকে, দেশটির সরকারি কর্মীদের দ্বিতীয় দফা ই-মেইল পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। আগের মতো এই মেইলেও এক সপ্তাহের কাজ ও অর্জনের সারসংক্ষেপ জানিয়ে উত্তর দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্র সরকারের মানবসম্পদ বিভাগ, ইউএস অফিস অব পার্সোনেল ম্যানেজমেন্টের (ওপিএম) পক্ষ থেকে বিভিন্ন সংস্থায় পাঠানো এসব মেইলে গত এক সপ্তাহের পাঁচটি অর্জন উল্লেখ করতে বলা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইলন মাস্ক লিখেছেন, এই মেইলের জবাব দেওয়া নির্বাহী বিভাগে কর্মরত সবার জন্য বাধ্যতামূলক। খবর রয়টার্সের।


 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: তদন ত র ওপর

এছাড়াও পড়ুন:

ইতিহাসের দ্রুততম মানবের এখন সিঁড়ি ভাঙতে দম ফুরিয়ে আসে

হঠাৎ মনে হতে পারে, কথাবার্তায় লোকটা এখন তো বেশ সাদামাটা। তা-ই কি?

মোটেও না। চেনা সেই ক্যারিশমা যে চলে যায়নি, সেটা বোঝা গেল ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফের সঙ্গে সাক্ষাৎকারে উসাইন বোল্ট যখন সোজা বলে দিলেন, কেন তাঁর রেকর্ড আজও কেউ ভাঙতে পারেননি। মনে হবে, এই তো সেই বোল্ট। আবার একটু ধাক্কাও লাগবে পরের কথাগুলো শুনলে। একসময়ের সুপারম্যান এখন তাহলে এমন আটপৌরে জীবন কাটাচ্ছেন! যে জীবনে নাকি সিঁড়ি ভেঙে ওঠার সময় তাঁর দম ফুরিয়ে আসে! অথচ এই লোকটাই একসময় ১০০ মিটার দৌড়েছেন ৯.৫৮ সেকেন্ডে।

আরও পড়ুনআকাশছোঁয়ার অভিযানে ডুপ্লান্টিসের আবারও বিশ্ব রেকর্ড১৫ সেপ্টেম্বর ২০২৫

টেলিগ্রাফের সঙ্গে সাক্ষাৎকারটা বোল্ট দিয়েছেন টোকিওতে। বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ দেখতে গেছেন সেখানে। অবিশ্বাস্য হলেও সত্যি, ২০১৭ সালে অবসরের পর এই প্রথম অ্যাথলেটিকসের কোনো বড় আসর দেখতে গেলেন আটবারের এই অলিম্পিক চ্যাম্পিয়ন। জাপানি দর্শকেরা অবশ্য তাঁকে দেখে ঠিকই উল্লাসে ফেটে পড়েছে। তবে বোল্ট এখন বদলে গেছেন অনেকটাই। জ্যামাইকায় এখন তাঁর ঘরোয়া জীবনটা আলোয় থাকার সময়ের সেই জীবনের সঙ্গে একেবারেই মেলে না।

অবসর নেওয়ার পর এই প্রথম অ্যাথলেটিকসের কোনো বড় আসরে এলেন বোল্ট। টোকিওতে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে

সম্পর্কিত নিবন্ধ

  • এই সরকারও আমলাতন্ত্রের চাপে!
  • পুলিশের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
  • ইতিহাসের দ্রুততম মানবের এখন সিঁড়ি ভাঙতে দম ফুরিয়ে আসে