Samakal:
2025-11-03@16:16:25 GMT

জয় নয়, বাটলারের ভাবনায় উন্নতি

Published: 3rd, March 2025 GMT

জয় নয়, বাটলারের ভাবনায় উন্নতি

বিদ্রোহী ১৮ ফুটবলার ছাড়া সংযুক্ত আরব আমিরাত সফর যে সহজ হবে না বাংলাদেশের মেয়েদের, তা অনুমেয়ই ছিল। প্রথম ম্যাচের মতো রোববার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও আমিরাতের কাছে ৩-১ গোলে হেরেছে আফেইদা খন্দকার-শাহেদা আক্তার রিপারা। দুই ম্যাচে হারলেও ম্যাচের ফলের দিকে তাকাতে চান না বাংলাদেশ কোচ পিটার বাটলার। 

বরং তরুণ এই দল নিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখছেন ব্রিটিশ এ কোচ, ‘এই সফর নিয়ে যদি বলি, এই সপ্তাহ নিয়ে আমি খুবই গর্বিত। ফুটবলের সঙ্গে আমি দীর্ঘদিন আছি। জিততে হবে, জিততে হবে– আমি এই মানসিকতার নই। আমার ভাবনায় উন্নতি। এই সপ্তাহে আমরা সেটা পেয়েছি, সেই মানসিকতা দেখেছি (মেয়েদের মধ্যে)। যখন আমরা এই মানসিকতার সঙ্গে মানিয়ে নিতে পারব– আসুন ধৈর্য ধরি, উন্নতি করি, নতুন ভবিষ্যৎ সাজাই; তখন বাংলাদেশের (নারী) ফুটবল এই মেয়েদের হাত ধরে বেড়ে উঠবে।’ 

আমিরাত সফর শেষ করে ঢাকায় ফেরা মেয়েরা গতকাল বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে দেখা করেছেন। আপাতত ঈদ পর্যন্ত বন্ধ বাফুফে ক্যাম্প।

গত বছরের অক্টোবরে নেপালে সাফের শিরোপা জেতা দলের বড় সব তারকা ছিলেন না আমিরাত সফরে। দুই ম্যাচে ৬ গোল হজম করা বাংলাদেশ প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে মাত্র দু’বার। আক্রমণভাগে সাবিনা খাতুন-তহুরা খাতুনদের শূন্যস্থান পূরণ করতে পারেননি রিপা, আইরিন খাতুন, সুরভী আকন্দ প্রীতিরা। এদের কেউই জালের দেখা পাননি। দুই ম্যাচে দুটি গোল করেছেন আফেইদা। 

ফরোয়ার্ডরা জ্বলে উঠতে না পারলেও এই নতুনদের মধ্যে সম্ভাবনা দেখছেন বাটলার, ‘আজকের (রোববার) ম্যাচে আমি অনেক পরিবর্তন করেছি। মেয়েদের খেলার সুযোগ দিয়েছি এবং এই তরুণীরা ভীষণ ইতিবাচক এবং দারুণ ফুটবল খেলেছে। তারা দারুণ মানসিকতা দেখিয়েছে। দেখুন, আমরা সেই দলের সঙ্গে (এখনই) প্রতিদ্বন্দ্বিতা করতে পারব না, যাদের ২৩ জনের মধ্যে ১০-১২ জনই বিদেশি খেলোয়াড়, আমরা তাদের সুযোগ-সুবিধার সঙ্গে লড়তে পারব না, আমরা তাদের সঙ্গে লড়তে পারি উদ্দীপনা ও সাহস দিয়ে। সেখানে এই মেয়েদের নিয়ে আমি গর্বিত।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আম র ত ফ টবল

এছাড়াও পড়ুন:

আমির হামজা লড়বেন বিএনপির যেই প্রার্থীর সঙ্গে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। এই আসনে জামায়াত মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা।

সোমবার (৩ নভেম্বর) ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরো পড়ুন:

নিতাই রায় ও গয়েশ্বর রায়: বিএনপির আস্থায় দুই বেয়াই

ফুটবলার থেকে রাজনীতিক: বিএনপির মনোনয়ন পেলেন আমিনুল হক

জেলার অন্য আসনে ধানের শীষ পাওয়া প্রার্থীরা হলেন- কুষ্টিয়া-১ আসনে দৌলতপুর উপজেলা বিএনপি সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লা, কুষ্টিয়া-২ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী এবং কুষ্টিয়া-৪ আসনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মেহেদী আহমেদ রুমী।

ঢাকা/কাঞ্চন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ