রাজধানীর ধোলাইখাল এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ৩৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শহীদুল হক শহীদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

নোটিশে জবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তার ও তার দলের কিছু নেতাকর্মীর সম্পৃক্ততার অভিযোগ উঠায় ব্যাখ্যা চেয়ে তাকে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, সোমবার (৩ মার্চ) দিবাগত রাতে ঢাকার ধোলাইখাল এলাকায় যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ ওঠে। শিক্ষার্থীদের একটি দল ওই এলাকায় গেলে সেখানে কথাকাটাকাটির জেরে উত্তেজনা সৃষ্টি হয়। পরে তারা হামলার শিকার হন। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

এর সঙ্গে বিএনপি নেতা শহীদুল হক শহীদ ও তার সহযোগীদের সম্পৃক্ততার অভিযোগ উঠায় বিষয়টি তদন্ত করে তাদের অবস্থান স্পষ্ট করতে দলীয়ভাবে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। অন্যথায় প্রয়োজনীয় সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

ঢাকা/লিমন/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ

এছাড়াও পড়ুন:

চট্টগ্রামে বাসায় ঢুকে ব্যবসায়ীকে গুলি

চট্টগ্রাম নগরের উত্তর মোহরা এলাকায় এক ব্যবসায়ীকে বাসায় ঢুকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটেছে। ওই ব্যবসায়ীর নাম মো. ইউনুস। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পুলিশ জানিয়েছে, মো. ইউনুস নদী থেকে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার বা খননযন্ত্রের ব্যবসা করেন। রাতে নিজের বাসাতেই ছিলেন তিনি। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত বাসায় ঢুকে তাঁকে চার থেকে পাঁচটি গুলি করে। তাঁর মুখে, হাঁটুতে ও হাতে গুলি লেগেছে। পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

উত্তর মোহরা এলাকাটি নগরের চান্দগাঁও থানার আওতাধীন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন প্রথম আলোকে বলেন, ওই ব্যবসায়ীকে রাতেই উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জড়িত ব্যক্তিদের আটক করতে অভিযান চলছে।

সম্পর্কিত নিবন্ধ