দুই যুগের সংগীতজীবনে আসিফ আকবর তুমুল জনপ্রিয় একটি নাম। ২০০১ সালে প্রথম অ্যালবাম ‘ও প্রিয়া তুমি কোথায়’ প্রকাশের পর তাঁকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। দিন দিন আসিফের জনপ্রিয়তা যেন আরও বেড়েছে। সামর্থ্যবান পরিবারের সন্তান হয়েও শুধু গানের প্রতি ভালোবাসার কারণে আসিফকে ঢাকা শহরে অনেক কষ্টের মধ্যে দিন যাপন করতে হয়েছে। অর্থাভাবেও দিন পার করেছেন। তবে এসব কথা পরিবারের কাউকে জানতে দিতেন না। আর তাই তো প্রথম অ্যালবাম প্রকাশের পর ঢাকা শহরের ফুটপাতে ফেরি করে বিক্রি করেছেন। কয়েক মাসের মধ্যে পান ফলাফল। গান সুপারহিট হওয়ায় অ্যালবামের চাহিদা বাড়তে থাকে। একটা সময় তো ‘ও প্রিয়া তুমি কোথায়’ অ্যালবাম রেকর্ড পরিমাণ বিক্রি হয়। আজ সেই অ্যালবাম এবং আসিফের ক্যারিয়ারের প্রথম দিকের সংগ্রামের গল্প শুনব।

আসিফ আকবর ও ইথুন বাবু.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

গিয়াস কাদের চৌধুরী ও গোলাম আকবর খোন্দকারকে শোকজ

বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারকে শোকজ করা হয়েছে। আজ বুধবার দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ তাদের এ নোটিশ পাঠানো হয়েছে বলে বিএনপির দপ্তর সূত্র নিশ্চিত করেছে।

গত বছরের নভেম্বরে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরীকে একবার শোকজ করা হয়েছিল। তখন তিনি শোকজের জবাব দিয়েছিলেন। তবে অসন্তোষ প্রকাশ করে গিয়াস কাদেরকে সতর্ক করেছিল বিএনপি।

গিয়াস কাদের চৌধুরী ফজলুল কাদের চৌধুরীর ছেলে ও প্রয়াত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাই। আর চট্টগ্রাম উত্তর জেলার রাজনীতিতে গিয়াসের সঙ্গে গোলাম আকবরের প্রকাশ্য দ্বন্দ্ব দীর্ঘদিনের।

সম্পর্কিত নিবন্ধ

  • বসুন্ধরার চেয়ারম্যানসহ পরিবারের ২২ কোম্পানির শেয়ার ও ৭০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
  • দল থেকে কারণ দর্শানোর নোটিশ পেলেন গিয়াস কাদের ও গোলাম আকবর
  • গিয়াস কাদের চৌধুরী ও গোলাম আকবর খোন্দকারকে শোকজ