পবিত্র রমজান মাসে শিক্ষার্থীদের ভোগান্তির লাঘবে অনলাইনে ক্লাস চালু করা ও নিয়মিত রুটের গাড়ি চলমান রাখার পরিকল্পনা গ্রহণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিমের সভাপতিত্বে এ সিদ্ধান্ত হয়। সম্মেলনকক্ষে সভার এ সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক শেখ মো.

গিয়াসউদ্দিন স্বাক্ষরিত দুটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলনকক্ষে কোষাধ্যক্ষ, সব অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টর ও পরিচালক (ছাত্র কল্যাণ)-এর সমন্বয়ে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আগামী ৯ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত সব ইনস্টিটিউট ও বিভাগে ক্লাস রুটিন অনুযায়ী অনলাইনে ক্লাস অনুষ্ঠিত হবে।’

আরও পড়ুনবিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, আছে দৈনিক ২০০ টাকা ভাতা০৩ মার্চ ২০২৫

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ‘প্রত্যেক ইনস্টিটিউট ও বিভাগের পরীক্ষার রুটিন অনুযায়ী সশরীর সেমিস্টার ফাইনাল ও মিডটার্ম পরীক্ষা অনুষ্ঠিত হবে।’

অন্য একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইন ক্লাস চলাকালীন সময়ে সেমিস্টার ফাইনাল পরীক্ষা ও মিডটার্ম পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ সময় শিক্ষার্থীদের নিয়মিত রুটে যাতায়াতের জন্য গাড়ির চাহিদা, আগামী ৬ মার্চ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের নিকট পরীক্ষার রুটিনসহ জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়।

আরও পড়ুনবাংলাদেশিদের জন্য ভারতের আইসিসিআর দিচ্ছে ৫০০ বৃত্তি, জেনে নিন বিস্তারিত০৪ মার্চ ২০২৫

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার্থীদের বিষয়টি বিবেচনায় রেখে সভায় অনলাইন ক্লাসের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত রুটের গাড়ি চলবে, তবে শিফট অনুযায়ী চক্রাকার বাসগুলো বন্ধ থাকবে।’

আরও পড়ুনজাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল মাস্টার্স, আবেদন শেষ ৬ মার্চ১ ঘণ্টা আগে

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অন ষ ঠ ত পর ক ষ

এছাড়াও পড়ুন:

জাতীয় নারী ক্রিকেট দলের বেতন বাড়াল বিসিবি

জাতীয় দলের নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ মিরপুরে বিসিবি পরিচালকদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এত দিন ‘এ’ ক্যাটাগরিতে থাকা মেয়েরা ১ লাখ ২০ হাজার টাকা মাসিক বেতন পেতেন। তাঁদের বেতন ৪০ হাজার টাকা বাড়ানো হচ্ছে। ‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পেতেন ১ লাখ টাকা করে বেতন। তাঁরা এখন থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা বেতন পাবেন।

‘সি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৯৫ হাজার টাকা করা হয়েছে আর ‘ডি’ ক্যাটাগরিতে ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা।
এ ছাড়া জাতীয় দলের অধিনায়কদের জন্য ৩০ হাজার ও সহ-অধিনায়কদের জন্য ২০ হাজার টাকা অতিরিক্ত দেওয়ার সিদ্ধান্তও হয়েছে।
১ জুলাই থেকে কার্যকর হওয়া নারী ক্রিকেটারদের নতুন চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে আছেন তিন ক্রিকেটার—নিগার সুলতানা, নাহিদা আক্তার ও শারমিন আক্তার। ‘বি’ ক্যাটাগরিতে আছেন ফারাজনা হক, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি। ‘সি’ ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন স্বর্ণা আক্তার।

আরও পড়ুনবিশ্বকাপে কোনো ম্যাচ না জিতলেও ৩ কোটি টাকা পাবেন নিগাররা৩০ সেপ্টেম্বর ২০২৫

‘ডি’ ক্যাটাগরিতে আছেন সুমাইয়া আক্তারর, ফারিহা ইসলাম, রুবাইয়া হায়দার, সানজিদা আক্তার, নিশিতা আক্তার। এই চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের কেউ জাতীয় দলে এলে মাসে ৬০ হাজার টাকা বেতন পাবেন।

সম্পর্কিত নিবন্ধ