আজ সৌদিতে যাওয়ার ফ্লাইট ছিল আলামিনের, এর আগেই দুর্ঘটনায় নিহত
Published: 7th, March 2025 GMT
আলামিন শেখের (৩২) সৌদি আরবে যাওয়ার কথা ছিল; ফ্লাইট আজ শুক্রবার বিকেলে। এ জন্য গতকাল বৃহস্পতিবার রাতে তিনি পরিপাটি হতে সেলুনে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘনায় তিনি নিহত হয়েছেন।
নড়াইলের কালিয়া উপজেলার যোগানিয়া এলাকার যোগানিয়া-গোপালগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নছিমনের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের চালক আলামিন শেখ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
নিহত আলামিন কালিয়া উপজেলার নড়াগাতী থানার দক্ষিণ যোগানিয়া গ্রামের মসলে উদ্দিনের ছেলে। দুর্ঘটনার সময় তিনি মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলের আরোহী দুলু শেখ (২৫), নয়ন শেখ (২০) এবং এক পথচারী নারী গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে আলামিন শেখ চুল-দাড়ি কাটানোর জন্য প্রতিবেশী নয়ন ও দুলুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে স্থানীয় যোগানিয়া বাজারে যান। সেখান থেকে ফেরার পথে যোগানিয়া তুষারের মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি নছিমনের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী ও এক পথচারী নারী আহত হন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে গোপালগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলামিনকে মৃত ঘোষণা করেন। আহত অন্য তিনজন সেখানে চিকিৎসাধীন।
আলামিনের বাবা মসলে উদ্দিন আজ শুক্রবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আজ বিকেলে আমার ছেলের সৌদি আরব যাওয়ার কথা ছিল। তা আর হলো না। গতকাল রাতে সে বাজারে গিয়ে লাশ হয়ে বাড়িতে ফিরল।’
মসলে উদ্দিন জানান, গতকাল গভীর রাতে পুলিশের কাছ থেকে ছেলের মরদেহ হাতে পেয়েছেন। আজ জুমার নামাজের পর তাঁকে তাঁকে দাফন করা হবে।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জাতীয় নারী ক্রিকেট দলের বেতন বাড়াল বিসিবি
জাতীয় দলের নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ মিরপুরে বিসিবি পরিচালকদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এত দিন ‘এ’ ক্যাটাগরিতে থাকা মেয়েরা ১ লাখ ২০ হাজার টাকা মাসিক বেতন পেতেন। তাঁদের বেতন ৪০ হাজার টাকা বাড়ানো হচ্ছে। ‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পেতেন ১ লাখ টাকা করে বেতন। তাঁরা এখন থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা বেতন পাবেন।
‘সি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৯৫ হাজার টাকা করা হয়েছে আর ‘ডি’ ক্যাটাগরিতে ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা।
এ ছাড়া জাতীয় দলের অধিনায়কদের জন্য ৩০ হাজার ও সহ-অধিনায়কদের জন্য ২০ হাজার টাকা অতিরিক্ত দেওয়ার সিদ্ধান্তও হয়েছে।
১ জুলাই থেকে কার্যকর হওয়া নারী ক্রিকেটারদের নতুন চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে আছেন তিন ক্রিকেটার—নিগার সুলতানা, নাহিদা আক্তার ও শারমিন আক্তার। ‘বি’ ক্যাটাগরিতে আছেন ফারাজনা হক, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি। ‘সি’ ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন স্বর্ণা আক্তার।
‘ডি’ ক্যাটাগরিতে আছেন সুমাইয়া আক্তারর, ফারিহা ইসলাম, রুবাইয়া হায়দার, সানজিদা আক্তার, নিশিতা আক্তার। এই চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের কেউ জাতীয় দলে এলে মাসে ৬০ হাজার টাকা বেতন পাবেন।