সফল উদ্যোক্তাদের পুরস্কার দেবে বিডা
Published: 7th, March 2025 GMT
ভবিষ্যতে বাংলাদেশের আকর্ষণীয় খাতে আরও দেশি–বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সফল বিনিয়োগকারীদের পুরস্কার দেওয়ার উদ্যোগ নিয়েছে বংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডা। এ জন্য আবেদন সংগ্রহ শুরু করেছে সংস্থাটি।
আগামী ৭ এপ্রিল তিন দিনব্যাপী বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন–২০২৫ শুরু হবে। সেই সম্মেলনে সেরা বিনিয়োগকারীদের পুরস্কৃত করবে বিডা। ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড–২০২৫’ শীর্ষক বিনিয়োগ পুরস্কার দেশি ও বিদেশি বিনিয়োগ এবং টেকসই ও দায়িত্বশীল ব্যবসায়িক চর্চার জন্য পরিবেশগত, সামাজিক ও সুশাসন (ইএসজি)—এই তিন শ্রেণিতে পুরস্কার দেবে সংস্থাটি।
বিনিয়োগ পুরস্কারের জন্য মনোনয়ন চেয়ে বিডার নোটিশ.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘ওয়ার্ল্ড ক্যান্সার ডে রান ২০২৫’ অনুষ্ঠিত
ক্যানসার অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ‘ওয়ার্ল্ড ক্যান্সার ডে রান ২০২৫ পাওয়ার্ড বাই রেনাটা পিএলসি। ক্যান্সার সচেতনতা বৃদ্ধি এবং দরিদ্র ক্যান্সার রোগীদের সহায়তার উদ্দেশ্যে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানের রেজিস্ট্রেশন ফি থেকে প্রাপ্ত অর্থের একটা অংশ বাংলাদেশে ক্যান্সার চিকিৎসার অন্যতম সেবাধর্মী প্রতিষ্ঠান আহছানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের সুবিধাবঞ্চিত রোগী এবং বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের দরিদ্র, অসহায় ক্যান্সার আক্রান্ত শিশুদের চিকিৎসা সেবায় দেওয়া হয়েছে।
অনুদান হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন- আহছানিয়া মিশনের প্রেসিডেন্ট প্রফেসর ড. গোলাম রাহমান, ঢাকা আহছানিয়া মিশনের ট্রেজারার মোহাম্মদ এম এ জলিল, বিশেষজ্ঞ ক্যান্সার চিকিৎসক অধ্যাপক ডা. আবুল আহসান দিদার, ডা. ফারহানা ফেরদৌসি, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের শিশু ক্যান্সার ও রক্তরোগ বিভাগের প্রধান প্রফেসর ডা. মো. বেলায়েত হোসাইন, ক্যান্সার অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের ফাউন্ডার ডা. মোহাম্মদ মাসুমুল হক, ও রেনাটা পিএলসির হেড অব মার্কেটিং (অনকোলজি ও হেমাটোলজি) আমীর আবদুল্লাহসহ অন্যান্যরা। সংবাদ বিজ্ঞপ্তি।