সফল উদ্যোক্তাদের পুরস্কার দেবে বিডা
Published: 7th, March 2025 GMT
ভবিষ্যতে বাংলাদেশের আকর্ষণীয় খাতে আরও দেশি–বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সফল বিনিয়োগকারীদের পুরস্কার দেওয়ার উদ্যোগ নিয়েছে বংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডা। এ জন্য আবেদন সংগ্রহ শুরু করেছে সংস্থাটি।
আগামী ৭ এপ্রিল তিন দিনব্যাপী বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন–২০২৫ শুরু হবে। সেই সম্মেলনে সেরা বিনিয়োগকারীদের পুরস্কৃত করবে বিডা। ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড–২০২৫’ শীর্ষক বিনিয়োগ পুরস্কার দেশি ও বিদেশি বিনিয়োগ এবং টেকসই ও দায়িত্বশীল ব্যবসায়িক চর্চার জন্য পরিবেশগত, সামাজিক ও সুশাসন (ইএসজি)—এই তিন শ্রেণিতে পুরস্কার দেবে সংস্থাটি।
বিনিয়োগ পুরস্কারের জন্য মনোনয়ন চেয়ে বিডার নোটিশ.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রাশিয়া-বেলারুশের সামরিক মহড়া চলছিল, ‘অবাক করে দিয়ে’ হাজির মার্কিন কর্মকর্তারা
রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়া চলছে। এই মহড়া দেখতে বেলারুশে হাজির হয়েছেন যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা। মার্কিনদের উপস্থিতিকে ‘অবাক করে দেওয়ার মতো’ বলে উল্লেখ করেছে বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই কর্মকর্তারা নিজেদের ‘আগ্রহের যেকোনো বিষয়’ দেখতে পারেন বলে জানিয়েছেন বেলারুশের প্রতিরক্ষামন্ত্রী ভিক্টর খ্রেনিন।
রাশিয়া ও বেলারুশের যৌথ এই মহড়ার নাম দেওয়া হয়েছে ‘জাপাদ–২০২৫’। গত শুক্রবার থেকে নিজেদের সীমানার মধ্যে মহড়াটি শুরু করেছে দুই দেশ। এমন সময় এ মহড়া শুরু করা হলো, যখন দুই দিন আগেই পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করা রাশিয়ার ড্রোন ভূপাতিত করা হয়েছে। এ নিয়ে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর দেশগুলোতে উত্তেজনা বেড়েছে।
বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুযায়ী, সোমবার যুক্তরাষ্ট্রসহ ২৩টি দেশের প্রতিনিধিরা মহড়া দেখতে বেলারুশে উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন ন্যাটোর দুই সদস্যদেশ—তুরস্ক ও হাঙ্গেরির প্রতিনিধিরাও। বিবৃতিতে বলা হয়েছে, ‘জাপাদ–২০২৫ মহড়ার আরেকটি সকাল এভাবে শুরু হবে, তা কে–ই বা ভেবেছিল?’
বিদেশি কর্মকর্তাদের মহড়ায় উপস্থিত থাকার একটি ভিডিও প্রকাশ করেছে বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাতে যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তাকে ভিক্টর খ্রেনিনের সঙ্গে হাত মেলাতে দেখা যায়। বেলারুশে আমন্ত্রণের জন্য ধন্যবাদও জানান তাঁরা। এ সময় মার্কিন কর্মকর্তাদের খ্রেনিন বলেন, ‘আপনাদের আগ্রহের সবকিছু দেখাব আমরা। আপনারা যা চান।’
মহড়ায় মার্কিন সামরিক বাহিনীর দুই কর্মকর্তা