‘ডন-থ্রি’ সিনেমা থেকে কিয়ারা সরে দাঁড়ানোর পর নায়িকা নির্বাচন নিয়ে দুশ্চিন্তায় ছিলেন এ নির্মাতারা। অবশেষে তাদের নজর পড়েছে ‘বান্টি অউর বাবলি-টু’ সিনেমার অভিনেত্রী শর্বরী ওয়াঘ। তরুণ এ অভিনেত্রীকে নতুন করে ভাবা শুরু করেছেন পরিচালক ফারহান আখতার। 

‘ডন-থ্রি’ সিনেমায় শর্বরী থাকবেন, এমনই ইঙ্গিত পাওয়া গেছে পরিচালকের কাছে। তারপরও কানাঘুষা চলছে অভিনেত্রী কৃতি শ্যাননকে নিয়ে। ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির প্রথম দুই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। কিন্তু ‘ডন-থ্রি’তে শাহরুখের বদলে রণবীর সিংকে নেওয়ার বিষয়টি অনেকে মেনে নিতে পারনেনি।

 তবে প্রিয়াঙ্কার বদলে কিয়ারাকে অভিনেত্রী হিসেবে নির্বাচন করা নিয়ে খুব একটা শোরগোল করেননি নেটিজেনরা। কিন্তু অন্তঃসত্ত্বা হওয়ার কারণে সিনেমা থেকে কিয়ারার সরে দাঁড়ানোয় নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। কিয়ারার বদলে কে হবেন ‘ডন-থ্রি’ সিনেমার নায়িকা? এই প্রশ্নই এখন অনেকের মুখে। প্রযোজনাসূত্র আভাস দিয়েছে, নায়িকা হিসেবে কৃতি শ্যাননের কথা ভাবা হচ্ছে। কারণ শুরুতে ‘ডন-থ্রি’ সিনেমায় প্রিয়াঙ্কার চরিত্রটির জন্য কৃতিকেই ভাবা হয়েছিল। কিন্তু শেষমেষ তাকে বাদ দিয়ে কিয়ারাকে সিনেমায় চুক্তিবদ্ধ করা হয়। 

তাই কিয়ারা যখন অভিনয় করছেন না, তখন কৃতি সেই সুযোগটা পেতে পারেন। কিন্তু প্রযোজনাসূত্র এমন আভাস দিলেও পরিচালক নজর শর্বরীর দিকেই। কারণ, ফারহান তাঁর গল্পের চরিত্রগুলো যেভাবে উপস্থাপন করতে চান, তার জন্য শর্বরীই পারফেক্ট বলে মনে করেন তিনি।  
 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি

অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।

গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।

লিভারপুলের অনুশীলনে ভার্জিল ফন ডাইক ও মোহাম্মদ সালাহ

সম্পর্কিত নিবন্ধ