রূপার বাবা-মায়ের মৃত্যুর পর তার ছোট ফুপু মালা ও তাকে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করে তার আপন চাচা। সে তাদের না জানিয়ে সব জমি একাই ভোগ করতে থাকে। এরমধ্যে কিছু জমি মোটা অঙ্কের টাকার বিনিময়ে বন্ধকও দেয়। এদিকে রূপা সজল নামে গ্রামের একটি ছেলেকে ভালোবাসে। এটি তার চাচা মেনে নিতে চায় না। রূপা ও সজলের সম্পর্কের বিষয়টি গ্রামের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। এতে ইন্ধন দেয় তার চাচা।

অন্যদিকে রূপা, মালা ও সজল মিলে পরিকল্পনা করে কীভাবে তারা বাবার ভিটার অধিকার ফিরে পাবে। রূপা তার বাবার রেখে যাওয়া পুরোনো ডায়েরির লেখা থেকে অনুমান করে তাদের বাগানে মাটির নিচে লুকানো সিন্ধুকে বাড়ির পুরোনো দলিল রাখা আছে। সেই সিন্ধুকে কি আসলেই ভিটার দলিল খুঁজে পাবে? সম্পত্তির অধিকার, পারিবারিক দ্বন্দ্ব ও প্রেমে বিরোধ– এসব নিয়েই নির্মিত হয়েছে বাংলাদেশ টেলিভিশনের [বিটিভি] নাটক ‘বাবার ভিটা’।

মাহফুজুর রহমানের রচনায় এটি প্রযোজনা করেছেন আব্দুল্লাহ আল মামুন। অভিনয় করেছেন শুভাশিস ভৌমিক, সাবিহা জামান, তানজিলা হক মাইশা, রেজওয়ান পারভেজ, বিমল ব্যানার্জী, রোকাইয়া জান্নাত, হামজা আনোয়ার, ওহাব মিয়া, রাকিব ও ইউসুফ আলী খান।

এটি প্রচার হবে আজ ৮ মার্চ শনিবার রাত ৯টায়। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে শুভাশিস ভৌমিক বলেন, ‘নাটকের গল্প অসাধারণ। এতে সমাজের চেনাজানা মানুষের ছায়া খুঁজে পাওয়া যাবে। নাটকটি দর্শকের ভালো লাগবে বলে আশা করছি।’ 
 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

জাতীয় নারী ক্রিকেট দলের বেতন বাড়াল বিসিবি

জাতীয় দলের নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ মিরপুরে বিসিবি পরিচালকদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এত দিন ‘এ’ ক্যাটাগরিতে থাকা মেয়েরা ১ লাখ ২০ হাজার টাকা মাসিক বেতন পেতেন। তাঁদের বেতন ৪০ হাজার টাকা বাড়ানো হচ্ছে। ‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পেতেন ১ লাখ টাকা করে বেতন। তাঁরা এখন থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা বেতন পাবেন।

‘সি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৯৫ হাজার টাকা করা হয়েছে আর ‘ডি’ ক্যাটাগরিতে ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা।
এ ছাড়া জাতীয় দলের অধিনায়কদের জন্য ৩০ হাজার ও সহ-অধিনায়কদের জন্য ২০ হাজার টাকা অতিরিক্ত দেওয়ার সিদ্ধান্তও হয়েছে।
১ জুলাই থেকে কার্যকর হওয়া নারী ক্রিকেটারদের নতুন চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে আছেন তিন ক্রিকেটার—নিগার সুলতানা, নাহিদা আক্তার ও শারমিন আক্তার। ‘বি’ ক্যাটাগরিতে আছেন ফারাজনা হক, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি। ‘সি’ ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন স্বর্ণা আক্তার।

আরও পড়ুনবিশ্বকাপে কোনো ম্যাচ না জিতলেও ৩ কোটি টাকা পাবেন নিগাররা৩০ সেপ্টেম্বর ২০২৫

‘ডি’ ক্যাটাগরিতে আছেন সুমাইয়া আক্তারর, ফারিহা ইসলাম, রুবাইয়া হায়দার, সানজিদা আক্তার, নিশিতা আক্তার। এই চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের কেউ জাতীয় দলে এলে মাসে ৬০ হাজার টাকা বেতন পাবেন।

সম্পর্কিত নিবন্ধ