নটিংহামের কাছে হেরে শীর্ষ চার থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় সিটি
Published: 8th, March 2025 GMT
নটিংহাম ফরেস্ট ১ : ০ ম্যানচেস্টার সিটি
প্রিমিয়ার লিগ পয়েন্ট তালিকার তিন ও চারের লড়াই। এই ম্যাচ জিতলে নটিংহাম ফরেস্টকে পেছনে ফেলে তিনে ওঠে আসার সুযোগ ম্যানচেস্টার সিটির। কিন্তু সেই সুযোগটা কাজেই লাগাতে পারল না তারা।
উল্টো নটিংহামের মাঠে সিটি হেরেছে ১-০ গোলে। ম্যাচের একমাত্র গোলটি করেছেন নটিংহাম মিডফিল্ডার ক্যালাম হাডসন–ওডোয়। এই হারে মৌসুমটা যেন আরেকটু দুর্বিষহ হলো পেপ গার্দিওলার জন্য।
নটিংহামের মাঠে হারার পর ২৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে চারেই থাকল সিটি। কিন্তু আগামীকাল লেস্টারের বিপক্ষে চেলসি জিতলে চার থেকে পাঁচে নেমে যাবে সিটি এবং চারে উঠে আসবে চেলসি।
আরও পড়ুনসিটির সৌভাগ্যের প্রতীক রদ্রি কবে দলে ফিরবেন০৯ ফেব্রুয়ারি ২০২৫চেলসি এমনকি ড্র করলেও গোল ব্যবধানে পেছনে ফেলবে সিটিকে। নিউক্যাসলের সুযোগ আছে পয়েন্টে সিটিকে ধরে ফেলার। ফলে সব মিলিয়ে এই মুহূর্তে ব্যাপকভাবে চাপের মুখে পড়লেন গার্দিওলা।
ক্যালাম হাডসন–ওডোয়ের গোল উদ্যাপন.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
চট্টগ্রামে আজ থেকে শুরু সপ্তাহব্যাপী ‘ডিজিট্যাক্ট’
ছবি: চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির সৌজন্যে