নটিংহামের কাছে হেরে শীর্ষ চার থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় সিটি
Published: 8th, March 2025 GMT
নটিংহাম ফরেস্ট ১ : ০ ম্যানচেস্টার সিটি
প্রিমিয়ার লিগ পয়েন্ট তালিকার তিন ও চারের লড়াই। এই ম্যাচ জিতলে নটিংহাম ফরেস্টকে পেছনে ফেলে তিনে ওঠে আসার সুযোগ ম্যানচেস্টার সিটির। কিন্তু সেই সুযোগটা কাজেই লাগাতে পারল না তারা।
উল্টো নটিংহামের মাঠে সিটি হেরেছে ১-০ গোলে। ম্যাচের একমাত্র গোলটি করেছেন নটিংহাম মিডফিল্ডার ক্যালাম হাডসন–ওডোয়। এই হারে মৌসুমটা যেন আরেকটু দুর্বিষহ হলো পেপ গার্দিওলার জন্য।
নটিংহামের মাঠে হারার পর ২৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে চারেই থাকল সিটি। কিন্তু আগামীকাল লেস্টারের বিপক্ষে চেলসি জিতলে চার থেকে পাঁচে নেমে যাবে সিটি এবং চারে উঠে আসবে চেলসি।
আরও পড়ুনসিটির সৌভাগ্যের প্রতীক রদ্রি কবে দলে ফিরবেন০৯ ফেব্রুয়ারি ২০২৫চেলসি এমনকি ড্র করলেও গোল ব্যবধানে পেছনে ফেলবে সিটিকে। নিউক্যাসলের সুযোগ আছে পয়েন্টে সিটিকে ধরে ফেলার। ফলে সব মিলিয়ে এই মুহূর্তে ব্যাপকভাবে চাপের মুখে পড়লেন গার্দিওলা।
ক্যালাম হাডসন–ওডোয়ের গোল উদ্যাপন.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
অপ্রাপ্তবয়স্কের যৌন হয়রানির ভিডিও ছড়ানোর অভিযোগে রিয়াল ডিফেন্ডারের আড়াই বছরের কারাদণ্ড দাবি
এক অপ্রাপ্তবয়স্ক মেয়েকে জড়িয়ে তৈরি করা যৌন হয়রানির ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার রাউল আসেনসিওর বিরুদ্ধে আড়াই বছর কারাদণ্ডের আবেদন জানিয়েছে স্পেনের সরকারি কৌঁসুলি দপ্তর।
খেলাধুলাভিত্তিক সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিকের প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াল যুব দলের সাবেক দুই খেলোয়াড় এক অপ্রাপ্তবয়স্ক ও আরেক তরুণীর সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হন এবং তাঁদের অজান্তে সেই দৃশ্য গোপনে ভিডিও করেন। আসেনসিও ওই ঘটনার অংশ ছিলেন না, তবে তিনি ভিডিওটি চেয়ে নিয়ে দেখেন এবং পরে তা আরেক বন্ধুকেও দেখান।
স্পেনের ফৌজদারি দণ্ডবিধির ৭৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, এটি গোপনীয়তা লঙ্ঘনের দুটি অপরাধ। অভিযোগপত্রে আরও বলা হয়, ঘটনাটির পর ওই অপ্রাপ্তবয়স্ক মেয়ে ও তরুণী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং পোস্টট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডারে আক্রান্ত হন। তাঁদের প্রত্যেককে ক্ষতিপূরণ হিসেবে ৫ হাজার ইউরো করে দেওয়ার জন্যও আবেদন জানানো হয়েছে। একই মামলায় আরও তিনজনের বিরুদ্ধেও কারাদণ্ড চাওয়া হয়েছে।
আরও পড়ুননিষেধাজ্ঞা মেসির পিছু ছাড়ছে না, এবার নিষিদ্ধ হলেন তাঁর দেহরক্ষী৪ ঘণ্টা আগেগত মে মাসেই এক প্রতিবেদনে দ্য অ্যাথলেটিক জানায়, এক অপ্রাপ্তবয়স্ক মেয়েকে নিয়ে তৈরি করা যৌন হয়রানির ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে ফৌজদারি মামলার মুখোমুখি হতে পারেন রিয়ালের মূল দলের সদস্য আসেনসিও। ঘটনাটি ঘটেছে ২০২৩ সালে স্পেনের গ্রান ক্যানারিয়ার দক্ষিণাঞ্চলের এক বিচ ক্লাবে।
রাউল আসেনসিকে গত মৌসুমে নিয়মিত মাঠে দেখা গেছে