নটিংহামের কাছে হেরে শীর্ষ চার থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় সিটি
Published: 8th, March 2025 GMT
নটিংহাম ফরেস্ট ১ : ০ ম্যানচেস্টার সিটি
প্রিমিয়ার লিগ পয়েন্ট তালিকার তিন ও চারের লড়াই। এই ম্যাচ জিতলে নটিংহাম ফরেস্টকে পেছনে ফেলে তিনে ওঠে আসার সুযোগ ম্যানচেস্টার সিটির। কিন্তু সেই সুযোগটা কাজেই লাগাতে পারল না তারা।
উল্টো নটিংহামের মাঠে সিটি হেরেছে ১-০ গোলে। ম্যাচের একমাত্র গোলটি করেছেন নটিংহাম মিডফিল্ডার ক্যালাম হাডসন–ওডোয়। এই হারে মৌসুমটা যেন আরেকটু দুর্বিষহ হলো পেপ গার্দিওলার জন্য।
নটিংহামের মাঠে হারার পর ২৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে চারেই থাকল সিটি। কিন্তু আগামীকাল লেস্টারের বিপক্ষে চেলসি জিতলে চার থেকে পাঁচে নেমে যাবে সিটি এবং চারে উঠে আসবে চেলসি।
আরও পড়ুনসিটির সৌভাগ্যের প্রতীক রদ্রি কবে দলে ফিরবেন০৯ ফেব্রুয়ারি ২০২৫চেলসি এমনকি ড্র করলেও গোল ব্যবধানে পেছনে ফেলবে সিটিকে। নিউক্যাসলের সুযোগ আছে পয়েন্টে সিটিকে ধরে ফেলার। ফলে সব মিলিয়ে এই মুহূর্তে ব্যাপকভাবে চাপের মুখে পড়লেন গার্দিওলা।
ক্যালাম হাডসন–ওডোয়ের গোল উদ্যাপন.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জাতীয় নারী ক্রিকেট দলের বেতন বাড়াল বিসিবি
জাতীয় দলের নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ মিরপুরে বিসিবি পরিচালকদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এত দিন ‘এ’ ক্যাটাগরিতে থাকা মেয়েরা ১ লাখ ২০ হাজার টাকা মাসিক বেতন পেতেন। তাঁদের বেতন ৪০ হাজার টাকা বাড়ানো হচ্ছে। ‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পেতেন ১ লাখ টাকা করে বেতন। তাঁরা এখন থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা বেতন পাবেন।
‘সি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৯৫ হাজার টাকা করা হয়েছে আর ‘ডি’ ক্যাটাগরিতে ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা।
এ ছাড়া জাতীয় দলের অধিনায়কদের জন্য ৩০ হাজার ও সহ-অধিনায়কদের জন্য ২০ হাজার টাকা অতিরিক্ত দেওয়ার সিদ্ধান্তও হয়েছে।
১ জুলাই থেকে কার্যকর হওয়া নারী ক্রিকেটারদের নতুন চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে আছেন তিন ক্রিকেটার—নিগার সুলতানা, নাহিদা আক্তার ও শারমিন আক্তার। ‘বি’ ক্যাটাগরিতে আছেন ফারাজনা হক, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি। ‘সি’ ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন স্বর্ণা আক্তার।
‘ডি’ ক্যাটাগরিতে আছেন সুমাইয়া আক্তারর, ফারিহা ইসলাম, রুবাইয়া হায়দার, সানজিদা আক্তার, নিশিতা আক্তার। এই চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের কেউ জাতীয় দলে এলে মাসে ৬০ হাজার টাকা বেতন পাবেন।