জনপ্রিয় ফ্যাশন ব্রান্ড ‘সেলাই’তে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। ব্রান্ডটি নারীদের মাঝে ব্যাপক জনপ্রিয় এবং প্রতিষ্ঠানটিতে উল্লেখযোগ্য সংখ্যক নারী কর্মী কর্মরত। 

প্রতিবছরের মতো এবারও সেলাই বিশেষ আয়োজনের মাধ্যমে শনিবার নারী দিবস উদযাপন করে। অনুষ্ঠানে নারী কর্মীদের সম্মাননা এবং তাদের অনুপ্রেরণার গল্প শোনা হয়।

সেলাইর প্রতিষ্ঠাতা রুবাবা আকতার বলেন, নারীরা কেবল ক্রেতা নয়, আমাদের সাফল্যের অন্যতম প্রধান স্তম্ভ। সেলাইয়ে আমরা সবসময় নারীদের ক্ষমতায়নে বিশ্বাসী এবং তাদের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ। নারী দিবস আমাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশের একটি উপলক্ষ, যেখানে আমরা আমাদের নারী কর্মীদের অবদানকে শ্রদ্ধা জানাই এবং তাদের সঙ্গে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করি।

অনুষ্ঠানে নারী কর্মীদের জন্য বিশেষ সেশনের আয়োজন করা হয়। সেশনে তাদের দক্ষতা উন্নয়ন ও নেতৃত্ব গুণাবলির ওপর আলোকপাত করা হয়। সেলাইর এই উদ্যোগটি কর্মীদের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে এবং নারী ক্ষমতায়নের পথে এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন সবাই। সংবাদ বিজ্ঞপ্তি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: কর ম দ র

এছাড়াও পড়ুন:

শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিলো ফেডারেল ইন্স্যুরেন্স

পুঁজিবাজারের বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ফেডারেল ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের প্রেরণ করা হয়েছে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ বিতরণ করেছে কোম্পানিটি।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।

কোম্পানির ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১ টাকা নগদ লভ্যাংশ পায়েছেন শেয়ারহোল্ডারা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে তা অনুমোদন করা হয়।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ