ফ্যাশন ব্র্যান্ড ‘সেলাই’তে নারী দিবস পালন
Published: 8th, March 2025 GMT
জনপ্রিয় ফ্যাশন ব্রান্ড ‘সেলাই’তে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। ব্রান্ডটি নারীদের মাঝে ব্যাপক জনপ্রিয় এবং প্রতিষ্ঠানটিতে উল্লেখযোগ্য সংখ্যক নারী কর্মী কর্মরত।
প্রতিবছরের মতো এবারও সেলাই বিশেষ আয়োজনের মাধ্যমে শনিবার নারী দিবস উদযাপন করে। অনুষ্ঠানে নারী কর্মীদের সম্মাননা এবং তাদের অনুপ্রেরণার গল্প শোনা হয়।
সেলাইর প্রতিষ্ঠাতা রুবাবা আকতার বলেন, নারীরা কেবল ক্রেতা নয়, আমাদের সাফল্যের অন্যতম প্রধান স্তম্ভ। সেলাইয়ে আমরা সবসময় নারীদের ক্ষমতায়নে বিশ্বাসী এবং তাদের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ। নারী দিবস আমাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশের একটি উপলক্ষ, যেখানে আমরা আমাদের নারী কর্মীদের অবদানকে শ্রদ্ধা জানাই এবং তাদের সঙ্গে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করি।
অনুষ্ঠানে নারী কর্মীদের জন্য বিশেষ সেশনের আয়োজন করা হয়। সেশনে তাদের দক্ষতা উন্নয়ন ও নেতৃত্ব গুণাবলির ওপর আলোকপাত করা হয়। সেলাইর এই উদ্যোগটি কর্মীদের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে এবং নারী ক্ষমতায়নের পথে এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন সবাই। সংবাদ বিজ্ঞপ্তি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: কর ম দ র
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জে টেক্সটাইল কারখানায় গ্যাসের মিটার বিস্ফোরণে চারজন দগ্ধ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি টেক্সটাইল কারখানায় গ্যাসের মিটার বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডে চার নিরাপত্তা প্রহরী দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের শ্বাসনালি পুড়ে গেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার রূপসী কাজীপাড়া এলাকার জৈনপুরী আশরাফিয়া টেক্সটাইল কারখানায় (মঞ্জু টেক্সটাইল) এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মে দিবসের কারণে কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ। এ জন্য লাইনে গ্যাসের উচ্চ চাপ সৃষ্টি হয়ে মিটারে বিস্ফোরণ হয়। সেখান থেকে আগুন ধরে চারজন নিরাপত্তা প্রহরী দগ্ধ হয়েছেন। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই কারখানার লোকজন ও স্থানীয় লোকজন মিলে আগুন নিভিয়ে ফেলেন।
এ ঘটনায় দগ্ধ আবদুল হান্নান (৫০), কবির হোসেন (৪৫) ও সাইফুল ইসলামকে (২৫) রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধ অন্যজনের নাম জানা যায়নি। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
হাসপাতালের আবাসিক সার্জন শাওন বিন রহমান প্রথম আলোকে বলেন, বিস্ফোরণের ঘটনায় দগ্ধ চারজনকে হাসপাতালে আনা হয়। আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি তিনজনের শরীরের ৩৪ থেকে ৫৩ শতাংশ পুড়ে গেছে। তাঁদের শ্বাসনালি পুড়ে যাওয়ায় অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, রাতের ডিউটি (দায়িত্ব) শেষে সকাল আটটার দিকে শ্রমিকেরা কারখানা ছেড়ে চলে যান। এর কিছুক্ষণ পর তিতাস গ্যাস সংযোগের আরএমএস কক্ষে বিকট শব্দে একটি দেয়াল ধসে পড়ে এবং আগুন ধরে যায়। তখনই চারজন দগ্ধ হন। পরে কারখানার লোকজন ও স্থানীয় লোকজন মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘটনাটি ‘অনাকাঙ্ক্ষিত’ দাবি করে কারখানার মালিক মঞ্জুরুল হক ভূঁইয়া বলেন, ঘটনার পর আপাতত কারখানা বন্ধ রাখা হয়েছে। শ্রমিকদের সব চিকিৎসার ব্যয় কারখানা থেকে বহন করা হবে। তাঁদের প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেওয়া হবে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।