চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয়ের পরপরই রোহিত শর্মার অবসর নিয়ে শুরু হয়েছিল নানা জল্পনা। তবে সংবাদ সম্মেলনে সে সব গুঞ্জনে নিজেই পানি ঢেলেছেন ভারতীয় অধিনায়ক। সাফ জানিয়ে দিয়েছেন, ওয়ানডে ফরম্যাট থেকে এখনই সরে দাঁড়ানোর কোনো পরিকল্পনা নেই তার।

রোববার (৯ মার্চ) চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে দলের জয় নিশ্চিত করেন রোহিত। ম্যাচে ৮৩ বলে ৭৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে জয়ের পথে নিয়ে যান তিনি। তার অসাধারণ নেতৃত্বে ৪ উইকেটে জয় পায় ভারত। ম্যাচসেরাও নির্বাচিত হন রোহিত।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক তার ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে রোহিত বলেন, ‘আমি ওয়ানডে থেকে অবসর নিচ্ছি না। যেন কেউ ভুল না বোঝে বা গুজব না ছড়ায়, তাই পরিষ্কারভাবে বলছি—এমন কোনো সিদ্ধান্ত নেই।’

৩৭ বছর বয়সী এই ক্রিকেটারের আগামী ওয়ানডে বিশ্বকাপে বয়স হবে ৩৯। এমন বাস্তবতায় তার ফিটনেস ও দলীয় ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু হয়েছিল। অনেকেই ধরে নিয়েছিলেন, ট্রফি জেতার পর হয়তো অবসর নেবেন রোহিত। কিন্তু অধিনায়ক নিজেই তা নাকচ করে দিলেন।

এই জয়ের মাধ্যমে রোহিত গড়েছেন অনন্য এক কীর্তি। তিনি একমাত্র অধিনায়ক, যিনি আইসিসির চারটি বড় টুর্নামেন্টে দলকে ফাইনালে তুলেছেন। এর মধ্যে দুটি ট্রফি জয়ও করেছেন—২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি। রোহিত বলেন, ‘এই দলের নেতৃত্ব দিতে পেরে আমি গর্বিত। টানা চারটি বড় আসরে ফাইনাল খেলা আমাদের ধারাবাহিকতা ও সামর্থ্যের প্রমাণ।’

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

সেজনি: অবসর ভেঙে ফিরে বার্সার হয়ে ইতিহাস লিখছেন যিনি

২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর রাতের কথা। ভিয়ারিয়ালের মাঠে ভিয়ারিয়ালকে ৫-১ গোলে উড়িয়ে লিগে টানা ষষ্ঠ জয় আদায় করে নেয় বার্সেলোনা। কিন্তু জিতেও যেন স্বস্তি ছিল না বার্সা শিবিরে। হাঁটুতে মারাত্মক চোট পেয়ে যে স্ট্রেচারের করে মাঠ ছাড়তে হয়েছে গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন। প্রথমার্ধের যোগ করা সময়ে শূন্যে লাফিয়ে বল ধরার পর পড়ে গিয়ে ডান হাঁটুতে এই চোট পান জার্মান গোলরক্ষক।

সে সময়েই বোঝা যাচ্ছিল, খারাপ কোনো খবর পেতে যাচ্ছে বার্সেলোনা। হয়েছেও তাই। জানা যায়, গুরুতর এই চোটে মৌসুম শেষ হয়ে গেছে টের স্টেগেনের। দলের প্রধান গোলরক্ষককে হারিয়ে বার্সার তখন পাগলপ্রায় দশা।

ইনিয়াকি পেনিয়া দ্বিতীয় গোলরক্ষক হিসেবে থাকলেও মৌসুমজুড়ে তাঁর ওপর আস্থা রাখা কঠিনই ছিল। আর কোনো কারণে যদি তাঁকেও হারাতে হয়, তখন কী হবে! সব মিলিয়ে বার্সার আরেকজন গোলরক্ষককে দলে টানা জরুরি হয়ে দাঁড়ায়।

কিন্তু লা লিগার দলবদলের দুয়ার তখন বন্ধ হওয়ায় বিকল্প পথের সন্ধান করতে হয় বার্সাকে। এর মধ্যে একটা পথ পেয়েও যায় তারা। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) বিশেষ শর্ত মেনে গোলরক্ষক ভেড়ানোর সুযোগ পায় কাতালান ক্লাবটি। শর্তটি হচ্ছে চোটাক্রান্ত খেলোয়াড়টিকে চার মাসের বেশি সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে যেতে হবে।

আরও পড়ুনআলিসন ও সেজনি: মানব থেকে অতিমানব০৬ মার্চ ২০২৫

পাশাপাশি যে খেলোয়াড়টি তারা নেবে, তাঁকে ফ্রি এজেন্ট হতে হবে এবং দলবদল শেষ হওয়ার আগেই আগের ক্লাবের সঙ্গে চুক্তি শেষ করতে হবে। এ ছাড়া নতুন যে গোলরক্ষককে তারা কিনবে, তাঁকে আহত গোলরক্ষকের ৮০ শতাংশ পর্যন্ত বেতন দেওয়ার অনুমতি পাবে ক্লাবটি। যেমন বার্সায় টের স্টেগেন বেতন পান বছরে ৯০ লাখ ইউরো। এখন নতুন গোলরক্ষকের বেতন হতে পারবে বছরে সর্বোচ্চ ৭০ লাখ ইউরো।

এত শর্ত মেনে খেলোয়াড় খুঁজে বের করা সহজ ব্যাপার ছিল না। কিন্তু এই কঠিন শর্তই বার্সাকে পৌঁছে দেয় ভয়চেক সেজনির কাছে। যিনি এক মাস আগে অর্থাৎ ২০২৪ সালের ১৪ আগস্ট জুভেন্টাসের সঙ্গে সমঝোতার ভিত্তিতে চুক্তি ছিন্ন করে হয়ে যান ফ্রি এজেন্ট।  

দলের সঙ্গে ট্রফি হাতে সেজনির উদ্‌যাপন

সম্পর্কিত নিবন্ধ

  • ৩ কর্মকর্তার অবসর ও বরখাস্তের আদেশ আদালতে বহাল
  • ২১ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করলো বিএসইসি
  • বাবার মরদেহ দুই বছর লুকিয়ে রাখেন সন্তান
  • সেজনি: অবসর ভেঙে ফিরে বার্সার হয়ে ইতিহাস লিখছেন যিনি