চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয়ের পরপরই রোহিত শর্মার অবসর নিয়ে শুরু হয়েছিল নানা জল্পনা। তবে সংবাদ সম্মেলনে সে সব গুঞ্জনে নিজেই পানি ঢেলেছেন ভারতীয় অধিনায়ক। সাফ জানিয়ে দিয়েছেন, ওয়ানডে ফরম্যাট থেকে এখনই সরে দাঁড়ানোর কোনো পরিকল্পনা নেই তার।

রোববার (৯ মার্চ) চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে দলের জয় নিশ্চিত করেন রোহিত। ম্যাচে ৮৩ বলে ৭৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে জয়ের পথে নিয়ে যান তিনি। তার অসাধারণ নেতৃত্বে ৪ উইকেটে জয় পায় ভারত। ম্যাচসেরাও নির্বাচিত হন রোহিত।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক তার ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে রোহিত বলেন, ‘আমি ওয়ানডে থেকে অবসর নিচ্ছি না। যেন কেউ ভুল না বোঝে বা গুজব না ছড়ায়, তাই পরিষ্কারভাবে বলছি—এমন কোনো সিদ্ধান্ত নেই।’

৩৭ বছর বয়সী এই ক্রিকেটারের আগামী ওয়ানডে বিশ্বকাপে বয়স হবে ৩৯। এমন বাস্তবতায় তার ফিটনেস ও দলীয় ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু হয়েছিল। অনেকেই ধরে নিয়েছিলেন, ট্রফি জেতার পর হয়তো অবসর নেবেন রোহিত। কিন্তু অধিনায়ক নিজেই তা নাকচ করে দিলেন।

এই জয়ের মাধ্যমে রোহিত গড়েছেন অনন্য এক কীর্তি। তিনি একমাত্র অধিনায়ক, যিনি আইসিসির চারটি বড় টুর্নামেন্টে দলকে ফাইনালে তুলেছেন। এর মধ্যে দুটি ট্রফি জয়ও করেছেন—২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি। রোহিত বলেন, ‘এই দলের নেতৃত্ব দিতে পেরে আমি গর্বিত। টানা চারটি বড় আসরে ফাইনাল খেলা আমাদের ধারাবাহিকতা ও সামর্থ্যের প্রমাণ।’

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ইতিহাসের দ্রুততম মানবের এখন সিঁড়ি ভাঙতে দম ফুরিয়ে আসে

হঠাৎ মনে হতে পারে, কথাবার্তায় লোকটা এখন তো বেশ সাদামাটা। তা-ই কি?

মোটেও না। চেনা সেই ক্যারিশমা যে চলে যায়নি, সেটা বোঝা গেল ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফের সঙ্গে সাক্ষাৎকারে উসাইন বোল্ট যখন সোজা বলে দিলেন, কেন তাঁর রেকর্ড আজও কেউ ভাঙতে পারেননি। মনে হবে, এই তো সেই বোল্ট। আবার একটু ধাক্কাও লাগবে পরের কথাগুলো শুনলে। একসময়ের সুপারম্যান এখন তাহলে এমন আটপৌরে জীবন কাটাচ্ছেন! যে জীবনে নাকি সিঁড়ি ভেঙে ওঠার সময় তাঁর দম ফুরিয়ে আসে! অথচ এই লোকটাই একসময় ১০০ মিটার দৌড়েছেন ৯.৫৮ সেকেন্ডে।

আরও পড়ুনআকাশছোঁয়ার অভিযানে ডুপ্লান্টিসের আবারও বিশ্ব রেকর্ড১৫ সেপ্টেম্বর ২০২৫

টেলিগ্রাফের সঙ্গে সাক্ষাৎকারটা বোল্ট দিয়েছেন টোকিওতে। বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ দেখতে গেছেন সেখানে। অবিশ্বাস্য হলেও সত্যি, ২০১৭ সালে অবসরের পর এই প্রথম অ্যাথলেটিকসের কোনো বড় আসর দেখতে গেলেন আটবারের এই অলিম্পিক চ্যাম্পিয়ন। জাপানি দর্শকেরা অবশ্য তাঁকে দেখে ঠিকই উল্লাসে ফেটে পড়েছে। তবে বোল্ট এখন বদলে গেছেন অনেকটাই। জ্যামাইকায় এখন তাঁর ঘরোয়া জীবনটা আলোয় থাকার সময়ের সেই জীবনের সঙ্গে একেবারেই মেলে না।

অবসর নেওয়ার পর এই প্রথম অ্যাথলেটিকসের কোনো বড় আসরে এলেন বোল্ট। টোকিওতে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে

সম্পর্কিত নিবন্ধ

  • এই সরকারও আমলাতন্ত্রের চাপে!
  • পুলিশের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
  • ইতিহাসের দ্রুততম মানবের এখন সিঁড়ি ভাঙতে দম ফুরিয়ে আসে