ইংল্যান্ডের ক্রিকেটার হ্যারি ব্রুক এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার কথা ছিল। তবে তিনি আসর শুরুর ১২ দিন আগে নিজের নাম সরিয়ে নিলেন। ফলে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হতে পারে এই ইংলিশ ক্রিকেটারকে।

আইপিএল ২০২৫ এর মেগা নিলাম হয়েছিল সৌদির জেদ্দায়। সেই নিলাম থেকে দিল্লি ক্যাপিটালস ব্রুককে ৬.২৫ কোটি রুপিতে কিনেছিল। এর আগে ২০২৪ আইপিএলেও একই ফ্র্যাঞ্চাইজি ৪ কোটি রুপিতে কিনে নিয়েছিল এই ইংলিশ ব্যাটসম্যানকে। সেবার দাদির মৃত্যুর কারণে নিজেকে সরিয়ে নেন ২৬ বছর বয়সী ক্রিকেটার। আইপিল থেকে নিজেকে দ্বিতীয়বার সরিয়ে নেওয়ার কারণ হিসেবে ব্রুক জাতীয় দলকে সময় দেওয়ার কথা উল্লেখ করেন।

যেহেতু বিদেশী খেলোয়াড়রা শেষ মুহূর্তে সরে দাঁড়ান আইপিএল থেকে, তাই এবার প্রশাসন একটি কঠোর নিয়ম প্রবর্তন করেছে। যদি কোনো খেলোয়াড়কে কোনো দল নিলাম থেকে কেনে, তারপর সিরিজ শুরুর আগে সে যদি সরে দাঁড়ান, তবে তাকে পরবর্তী দুই আইপিএল মৌসুমের জন্য নিষিদ্ধ করা হবে। তিনি ২০২৭ সাল পর্যন্ত আর এই টি-তোয়েন্ট আসরে অংশগ্রহণ করতে পারবেন না।

আরো পড়ুন:

চ‌্যাম্পিয়নস ট্রফি জয়: মাঠে বিরাট-আনুশকার আনন্দঘন মুহূর্ত

রোহিত ম্যাচসেরা, রাচিন সিরিজ সেরা

ব্রুক রবিবার (৯ মার্চ, ২০২৫) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে জানান, ‘পুনরায় শক্তি সঞ্চয়’ করতে এবং আন্তর্জাতিক ক্রিকেটে মনোযোগ দিতে চান। ব্রুক লিখেন, “আমি খুব কঠিন সিদ্ধান্ত নিয়েছি আসন্ন আইপিএল থেকে সরে দাঁড়ানোর। দিল্লি ক্যাপিটালস এবং তাদের সমর্থকদের প্রতি আমি আন্তরিকভাবে দুঃখিত।”

ব্রুক আরও যোগ করেন, “আমি ক্রিকেট ভালোবাসি। ছোটবেলা থেকেই আমি আমার দেশের জন্য খেলার স্বপ্ন দেখতাম এবং আমি খুবই কৃতজ্ঞ যে আমি যে খেলা ভালোবাসি তা এই পর্যায়ে খেলতে পারছি।”

এ বছরের গ্রীষ্মে ইংল্যান্ড ৫টি টেস্ট ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে। এরপর নভেম্বরে অস্ট্রেলিয়ায় অ্যাশেজ ট্যুর শুরু হবে। ভারত টেস্টের আগে, ইংল্যান্ড স্বাগতিক হিসেবে সাদা বলের সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা এবং আয়ারল্যান্ডের বিপক্ষে। পাশাপাশি মে মাসে একটি একক টেস্ট ম্যাচ খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে।

সে দিকে ইঙ্গিত করে ব্রুক বলেন, “এটি ইংল্যান্ড ক্রিকেটের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ সময় এবং আমি আসন্ন সিরিজগুলির জন্য পুরোপুরি প্রস্তুতি নিতে চাই। যা করতে হলে, পুনরায় শক্তি সঞ্চয় করার জন্য কিছু সময় দরকার।”

হ্যারি ব্রুককে ইংল্যান্ডের ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে নিয়োগ করার সম্ভাবনা রয়েছে। ধারণা করা হচ্ছে এ কারণে তিনি দেশের হয়ে খেলাটা আরও গুরুত্বের সাথে দেখছেন।

২০২৫ সালের আইপিএল ২২ মার্চ শুরু হবে, যেখানে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা ইডেন গার্ডেনসে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলবে।

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র জন য

এছাড়াও পড়ুন:

আইসিসিআর বৃত্তিপ্রাপ্ত ৫৫০ শিক্ষার্থী পেলেন বিদায় সংবর্ধনা

ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) বৃত্তি ২০২৫-এর জন্য নির্বাচিত শিক্ষার্থীদের বিদায় জানাতে সংবর্ধনার আয়োজন করেছিল ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। আজ মঙ্গলবার (২৯ জুলাই) ভারতীয় হাইকমিশনের এক বার্তায় জানানো হয়, এ বছর সারা বাংলাদেশ থেকে ৫৫০ জন শিক্ষার্থী এই মর্যাদাপূর্ণ বৃত্তির জন্য নির্বাচিত হয়েছেন।

হাইকমিশন প্রাঙ্গণে বিদায় অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এই বৃত্তি শিক্ষার্থীদের শুধু ব্যক্তিগত পেশাগত উন্নয়নই নয়, ভারত-বাংলাদেশ বন্ধুত্বকে আরও দৃঢ় করার ক্ষেত্রেও ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক কেবল কূটনৈতিক নয়, এটি গড়ে উঠেছে আমাদের অভিন্ন ইতিহাস, সংস্কৃতি এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে যৌথ ত্যাগের ভিত্তিতে। এই বৃত্তি কর্মসূচির মাধ্যমে সেই বন্ধন আরও সুদৃঢ় হবে।

আরও পড়ুনসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৪০০০ শূন্য পদ পূরণে উদ্যোগ৪ ঘণ্টা আগে

আইসিসিআর বৃত্তি হলো ভারত সরকারের একটি ফ্ল্যাগশিপ কর্মসূচি, যার মাধ্যমে মেধাবী বাংলাদেশি শিক্ষার্থীরা ভারতের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি কোর্সে অধ্যয়নের সুযোগ পেয়ে থাকেন।

আরও পড়ুনজার্মানির ডাড স্কলারশিপে স্নাতকোত্তর, মাসে ৯৯২ ইউরোর সঙ্গে বিমান টিকিট-বাড়িভাড়াসহ নানা সুবিধা২৮ জুলাই ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • আজ টিভিতে যা দেখবেন (১ আগস্ট ২০২৫)
  • সংকোচনমূলক মুদ্রানীতি বাণিজ্য-বিনিয়োগের প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করবে: ঢাকা চেম্বার
  • এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিশেষ সুবিধা নিয়ে নির্দেশনা মাউশির, কে কত টাকা পাবেন
  • বাটা সু’র মুনাফা কমেছে ২৬.৮৪ শতাংশ
  • বাংলাদেশের কাছে আবারো ইলিশের জন্য অনুরোধ করেছে ভারত
  • ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল করতে চান উমামা
  • আজ টিভিতে যা দেখবেন (৩১ জুলাই ২০২৫)
  • ঢাকা সিটি কলেজে একাদশে ভর্তি, জেনে নিন বিস্তারিত তথ্য
  • আজ টিভিতে যা দেখবেন (৩০ জুলাই ২০২৫)
  • আইসিসিআর বৃত্তিপ্রাপ্ত ৫৫০ শিক্ষার্থী পেলেন বিদায় সংবর্ধনা