মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে একদিন আগেই যেখানে ৪২২ রানের রেকর্ড গড়েছিল প্রাইম ব্যাংক, পরদিন সেই একই উইকেটে রীতিমতো ধস নেমেছে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের ব্যাটিংয়ে। মাত্র ৬৯ রানে গুটিয়ে যাওয়ার লজ্জার রেকর্ড গড়ে দলটি হেরে যায় ১০ উইকেটে। জয় তুলে নেয় লিজেন্ডস অব রুপগঞ্জ।

টস হেরে ব্যাটিংয়ে নামা শাইনপুকুরের ব্যাটাররা শুরু থেকেই হতাশ করেন। একের পর এক উইকেট হারিয়ে ২৫.

৫ ওভারে থেমে যায় মাত্র ৬৯ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ১৮ রান আসে ওপেনার মইনুল ইসলাম তন্ময়ের ব্যাটে। দুই অঙ্কে পৌঁছাতে পারেন আরও মাত্র তিনজন ব্যাটার। রুপগঞ্জের পেসার রেজাউর রহমান রাজা ও স্পিনার তানভীর ইসলাম তিনটি করে উইকেট নিয়ে শাইনপুকুরের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন।

পরে লক্ষ্য তাড়ায় নামা রুপগঞ্জ জয় তুলে নেয় মাত্র ৯.৩ ওভারে, কোনো উইকেট না হারিয়ে। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান দারুণ ব্যাটিং করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। সাইফ হাসান ৩৯ রান নিয়ে অপরাজিত থাকেন, আর তামিম ২০ বলের ঝড়ো ইনিংসে ৪ চার ও ১ ছক্কায় করেন ৩৫ রান।

উৎস: Samakal

কীওয়ার্ড: ড প এল শ ইনপ ক র র পগঞ জ উইক ট

এছাড়াও পড়ুন:

‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল

শিল্পীর সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ