৩ লাশ উদ্ধারের পর নেত্রকোনায় ধনু নদের তীরে কান্নার রোল
Published: 10th, March 2025 GMT
নেত্রকোনার খালিয়াজুরিতে ধনু নদের তীরে কান্নার রোল পড়েছে। শখের বশে মাছ ধরতে গিয়ে গ্রামবাসীদের ধাওয়া খেয়ে ডুবে মারা যাওয়া তিন মাছশিকারির মরদেহ উদ্ধারের পর স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। এ সময় তাঁদের পাশে থাকা লোকজনের মধ্যেও শোকের ছায়া নেমে আসে। আজ সোমবার বিকেলে নদের নাউটানা ও পেটনা এলাকা থেকে লাশ তিনটি উদ্ধারের পর এ দৃশ্য দেখা যায়।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন আটপাড়া উপজেলার রূপচন্দ্রপুর গ্রামের শহিদ মিয়া (৪৯), মদন উপজেলার বাগজান গ্রামের আবদুল রুকন মিয়া (৪৮) ও কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি গ্রামের হৃদয় মিয়া (৩২)।
শহিদ মিয়ার লাশ উদ্ধারের খবর পেয়ে তাঁর বড় ভাইয়ের ছেলে মো.                
      
				
সেখানে উপস্থিত থাকা শহিদ মিয়ার বড় মেয়ে ঝুমা আক্তার (২২) বলছিলেন, ‘আমার আব্বার এইভাবে মৃত্যু হইব আমরা কোনো দিনই ভাবছি না। কেউ আমার আব্বারে বাঁচাইল না। আমার আব্বা পানিতে ডুবে খুব কষ্ট কইরা মরছে। অহন কারে আব্বা ডাকবাম?’ তিনি জানান, শনিবার ভোরে শহিদ মিয়াসহ গ্রামের ২৫ জনের মতো হাওরে মাছ শিকার করতে বাড়ি থেকে রওনা দেন। এরপর ওই দিন দুপুর থেকে তাঁরা নিখোঁজের খবর পান।
লাশ উদ্ধার হওয়া তিনজনের একজন হলেন আটপাড়া উপজেলার রূপচন্দ্রপুর গ্রামের শহীদ মিয়া। তাঁর মৃত্যুর খবরে বাড়িতে স্বজনদের কান্নার রোল পড়ে যায়উৎস: Prothomalo
কীওয়ার্ড: উপজ ল র
এছাড়াও পড়ুন:
ফতুল্লায় দুই ট্রাকের মাঝে পড়ে যুবকের মৃত্যু
নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়ক দুর্ঘটনায় জুয়েল মিয়া (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরিফ (২০) নামের আরও একজন।
শনিবার (১ নভেম্বর ) রাত সাড়ে ১১টার দিকে ফতুল্লার পঞ্চবটি মেথর খোলার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের জুয়েল মিয়া (৪০) গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভগবানপুর গ্রামের মো. শাহ আলমের ছেলে।
তিনি পেশায় একজন দর্জি ছিলেন। নিহত জুয়েল বর্তমানে ফতুল্লার মুসলিম নগরে সালাম আহমেদের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন। 
  
 প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে রাস্তা পারাপারের সময় ময়দা ও আটা বোঝাই দুটি ট্রাকের মাঝখানে পড়ে দুজন আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে শহরের  খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুয়েল মিয়াকে মৃত ঘোষণা করেন। পরে আহত আরিফুরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
সংবাদ পেয়ে ফতুল্লা থানার উপ-পরিদর্শক আবু রায়হান নুর সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দুটি ট্রাক থানায় নিয়ে যান।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত)আনোয়ার হোসেন জানান,দূর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে দুটি ট্রাক থানায় নিয়ে এসেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।