আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ মানেই বিশ্বজুড়ে উত্তেজনা। দুনিয়ার আনাচকানাচ দুই দলের কোটি কোটি ভক্তের স্নায়ুচাপে ভোগা। কিন্তু বাংলাদেশ সময় কাল রাতে মোটামুটি নীরবেই একটি ম্যাচ খেলে ফেলল আর্জেন্টিনা ও ব্রাজিল। সেটিও বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ। আর যে ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়েছে ব্রাজিল।

‘আর্জেন্টিনা-ব্রাজিল “ক্লাসিকো” তো এ মাসের শেষ দিকে হওয়ার কথা’—এমনটা যাঁরা জানেন, তাঁরা ভুল জানেন না! তবে কাল আর্জেন্টিনার বুয়েনস এইরেসে আর্জেন্টিনা-ব্রাজিল ঠিকই মুখোমুখি হয়েছিল। সেটিও বিশ্বকাপের বাছাইপর্বেই। তবে ম্যাচটা ছিল ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাছাইপর্বের। আর যে ম্যাচে ২৫ রানে জিতেছে ব্রাজিল।

স্বাগতিক আর্জেন্টিনা, ব্রাজিল, কানাডা ও যুক্তরাষ্ট্রকে নিয়ে ডাবল লিগ পদ্ধতি টুর্নামেন্টের শীর্ষ দলটি যাবে বাছাইপর্বের গ্লোবাল রাউন্ডে। আর্জেন্টিনাকে হারিয়ে সেই পথের দিকে প্রথম পদক্ষেপ দিয়ে রাখল ব্রাজিলের নারী ক্রিকেট দল।

ব্রাজিলের মিডিয়াম পেসার নিকোল মন্তেইরো ৭ রানে ৫ উইকেট নিয়েছেন.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আর জ ন ট ন ব ছ ইপর ব

এছাড়াও পড়ুন:

পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করল ভারত, হামলার শঙ্কায় সতর্ক ইসলামাবাদ

কাশ্মীর হামলা ঘিরে ভারত–পাকিস্তানের মধ্যে উত্তেজনা অব্যাহতভাবে বাড়ছে। মঙ্গলবার দিবাগত রাতে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার (এলওসি) কাছাকাছি এলাকা থেকে ভারতের চারটি রাফাল যুদ্ধবিমানকে পিছু হটিয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান। ইসলামাবাদের আশঙ্কা, ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাতে পারে ভারত। তাই পরিস্থিতি মোকাবিলায় নিজেদের আকাশসীমার নিরাপত্তা ও বিমানবন্দরগুলোয় সতর্কতা জারি করেছে দেশটি। এরই মধ্যে বুধবার পাকিস্তানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে ভারত।

ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বুধবার ইসলামাবাদে এক যৌথ সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তিনি বলেছেন, ‘পাকিস্তান আগবাড়িয়ে উসকানিমূলক কোনো পদক্ষেপ নেবে না। তবে উসকানি দেওয়া হলে কঠোর জবাব দেওয়া হবে।’ মঙ্গলবার দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটেও তিনি একই ধরনের কথা বলেছিলেন।

ভারতের অমৃতসরে ভারত-পাকিস্তান সীমান্তের আতারি-ওয়াঘা ক্রসিংয়ে দাঁড়িয়ে আছেন ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনীর (বিএসএফ) এক সদস্য। ২৫ এপ্রিল ২০২৫

সম্পর্কিত নিবন্ধ