আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ মানেই বিশ্বজুড়ে উত্তেজনা। দুনিয়ার আনাচকানাচ দুই দলের কোটি কোটি ভক্তের স্নায়ুচাপে ভোগা। কিন্তু বাংলাদেশ সময় কাল রাতে মোটামুটি নীরবেই একটি ম্যাচ খেলে ফেলল আর্জেন্টিনা ও ব্রাজিল। সেটিও বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ। আর যে ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়েছে ব্রাজিল।

‘আর্জেন্টিনা-ব্রাজিল “ক্লাসিকো” তো এ মাসের শেষ দিকে হওয়ার কথা’—এমনটা যাঁরা জানেন, তাঁরা ভুল জানেন না! তবে কাল আর্জেন্টিনার বুয়েনস এইরেসে আর্জেন্টিনা-ব্রাজিল ঠিকই মুখোমুখি হয়েছিল। সেটিও বিশ্বকাপের বাছাইপর্বেই। তবে ম্যাচটা ছিল ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাছাইপর্বের। আর যে ম্যাচে ২৫ রানে জিতেছে ব্রাজিল।

স্বাগতিক আর্জেন্টিনা, ব্রাজিল, কানাডা ও যুক্তরাষ্ট্রকে নিয়ে ডাবল লিগ পদ্ধতি টুর্নামেন্টের শীর্ষ দলটি যাবে বাছাইপর্বের গ্লোবাল রাউন্ডে। আর্জেন্টিনাকে হারিয়ে সেই পথের দিকে প্রথম পদক্ষেপ দিয়ে রাখল ব্রাজিলের নারী ক্রিকেট দল।

ব্রাজিলের মিডিয়াম পেসার নিকোল মন্তেইরো ৭ রানে ৫ উইকেট নিয়েছেন.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আর জ ন ট ন ব ছ ইপর ব

এছাড়াও পড়ুন:

মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল কিশোরী, সাপের কামড়ে মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সাপের কামড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, রাতে ঘুমন্ত অবস্থায় ওই কিশোরীকে একটি বিষধর সাপ ছোবল দেয়। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় তার।

নিহত কিশোরীর নাম নাঈমা আকতার (১৩)। সে আনোয়ারার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামের বক্সি মিয়াজিবাড়ির মোহাম্মদ হাসানের মেয়ে। স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিল সে।

পরিবারের সদস্যরা জানান, রাতে খাওয়াদাওয়া সেরে মা ও ছোট বোনের সঙ্গে ঘুমিয়ে ছিল নাঈমা। রাত তিনটার দিকে সাপের ছোবলে তার ঘুম ভাঙে। বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তাকে উদ্ধার করে রাতেই আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাঈমাকে মৃত ঘোষণা করেন। জানতে চাইলে নাঈমার চাচা কফিল উদ্দিন প্রথম আলোকে বলেন বলেন, ‘সাপে কামড় দিয়েছে জানার পর আমরা নাঈমাকে হাসপাতালে নিয়েছিলাম। কিন্তু তাকে বাঁচানো যায়নি।’

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, সাপে কামড় দেওয়া এক কিশোরীকে হাসপাতালে আনা হয়ছিল। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ