যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে একটি মেডিক্যাল হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে একজন পাইলট এবং দুইজন হাসপাতালের কর্মী নিহত হয়েছেন। হেলিকপ্টারটি রোগী পরিবহন শেষে কলম্বাসে ফিরছিল।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে মঙ্গলবার (১১ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে ম্যাডিসন কাউন্টিতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

আরো পড়ুন:

ইউক্রেনের চেয়ে রাশিয়াকে সামলানো সহজ: ট্রাম্প

ইরানের সঙ্গে চুক্তি করতে চান ট্রাম্প

মিসিসিপি মেডিক্যাল সেন্টারের স্বাস্থ্য বিষয়ক উপাচার্য ড.

 লুঅ্যান উডওয়ার্ড এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, হেলিকপ্টারটির আরোহীরা সকলেই নিহত হয়েছেন। হেলিকপ্টারটিতে আরোহীদের মধ্যে মিসিসিপি মেডিকেল সেন্টারের দুইজন ক্রু সদস্য এবং অন্যজন পাইলট ছিলেন।

উডওয়ার্ড বলেন, “এ ঘটনায় পুরো মেডিক্যাল সেন্টার পরিবার মর্মাহত।”

দুর্ঘটনার কারণ জানতে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এবং অন্যান্য কর্তৃপক্ষ তদন্ত করছে।

মিসিসিপির গভর্নর টেট রিভস ফেসবুকে একটি পোস্টে বলেছেন, ‘এটি মিসিসিপির প্রথম প্রতিক্রিয়াশীলরা আমাদের নিরাপদ রাখার জন্য প্রতিদিন যে ঝুঁকি নেয় তার একটি মর্মান্তিক স্মারক। আমাদের রাজ্য এই বীরদের আত্মত্যাগ কখনো ভুলবে না।”

ঢাকা/ফিরোজ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশের ব্যাটিং কোচ আশরাফুল, টিম ডিরেক্টর রাজ্জাক

এ মাসেই বাংলাদেশের আসছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। সেই সিরিজে বাংলাদেশের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল। এই সিরিজে টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় দলের আরেক সাবেক ক্রিকেটার বিসিবি পরিচালক ও নারী বিভাগের প্রধান আবদুর রাজ্জাক। আজ বিসিবির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে সংবাদ সম্মেলন এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।

মোহাম্মদ আশরাফুল জাতীয় দলের সাবেক অধিনায়ক। এই মৌসুমেই প্রথমবারের মতো বরিশাল বিভাগের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন তিনি। এর আগে রংপুর রাইডার্সের ব্যাটিং কোচ ছিলেন ২০০১ সালে কলম্বোয় বিশ্ব কাঁপিয়ে টেস্ট অভিষিক্ত হওয়া এই ব্যাটসম্যান।

আশরাফুল যুক্ত হলেও আগের কোচিং স্টাফের সদস্যরা দলের সঙ্গেই থাকছেন। এত দিন বাংলাদেশ দলে কোনো বিশেষজ্ঞ ব্যাটিং কোচ ছিলেন না। সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দীন এই দায়িত্ব পালন করছিলেন।


বাংলাদেশ সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে আয়ারল্যান্ড। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১১ নভেম্বর, ভেন্যু সিলেট। মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৯ নভেম্বর। টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচ চট্টগ্রামে ২৭ ও ২৯ নভেম্বর। ২ ডিসেম্বর মিরপুরে শেষ ম্যাচ।

সম্পর্কিত নিবন্ধ