নারায়ণগঞ্জের আড়াইহাজারে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। এ ঘটনায় মঙ্গলবারও উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাও দেওয়ানপাড়া এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

সেখানকায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশের নজরধারী বাড়ানো হয়েছে। এর আগে সোমবার রাত ৯ টার দিকে পাঁচগাও দেওয়ানপাড়া এলাকায় দুপ্তারা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহন মিয়া ও একই ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জুম্মন খানের অনুসারীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া শেষে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে জড়িত উভয় পক্ষই কেন্দ্রীয় বিএনপির নেতা নজরুল ইসলাম আজাদের অনুসারী বলে এলাকাবাসি জানিয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পাঁচগাও গ্রামটির আড়াইহাজার উপজেলার অন্যান্য গ্রামের চেয়ে বিশাল এলাকা নিয়ে গঠিত। এই গ্রামের মোল্লাপাড়া এলাকায় ছাত্রদল নেতা মোহন মিয়া ও দেওয়ানপাড়া এলাকায় যুবদল নেতা জুম্মন খান নিয়ন্ত্রন করে
থাকে।

পাঁচগাও গোলাপবাগ বাজারটি বড় একটি ব্যবসাকেন্দ্র হওয়ায় বাজারের নিয়ন্ত্রন নিয়ে উভয় নেতার অনুসারীদের মধ্যে বিরোধ লেগেই আছে। এছাড়াও এলাকায় চাঁদাবাজি, মাদক কারবার ও জুয়ার আসর থেকেও বিপুল পরিমান অর্থনৈতিক লেনদেন
হয়ে থাকে।

এ এলাকার ব্যবসা বানিজ্য ও আধিপত্য নিয়ে এর আগে বেশ কয়েকবার ছাত্রদল নেতা মোহন মিয়া ও যুবদল নেতা জুম্মন খানের অনুসারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়াসহ সংঘর্ষ হয়েছে। সোমবার রাতে মাদক ও জুয়ার আসর জমানোকে
কেন্দ্র করে ছাত্রদল নেতা মোহন মিয়া ও যুবদল নেতা জুম্মন খানের অনুসারীদের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে উভয় পক্ষের অনুসারীরা দেশিয় ধারালো অস্ত্রসজ্জে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

এতে মোহন মিয়া (২০), তারা মিয়া (৫৫), খাইরুল ইসলাম (৩৫), জুম্মন খান (৩৫), মুন্না মিয়া (২৬), জামান মিয়া (৪০), ফালান মিয়া (৩৫), ইয়াকুব মিয়া (৩৭), ইয়াছিন ভূইয়া (৪০), আবুল কাসেম ভ’ইয়া (৪২), সোলেমান মিয়াসহ (৩৮), পারভেজ মিয়া (২৪) সহ অন্তত ১৫ জন আহত হয়।

এদের মধ্যে আবুল কাসেম, খাইরুল ইসলাম ও মোহন মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফর করা হয়েছে। বাকিদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ ব্যাপারে দুপ্তারা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহন মিয়া জানান, দেওয়ানপাড়া এলাকার জুম্মন খানের নেতৃত্বে একটি গ্রুপ গত বছরের ৫ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের লোকজনের সাথে মিলে মিশে এলাকায় বেশ দাপটের সঙ্গে চলাফেরা
করে।

শেখ হাসিনার পতনের পর তারা রাতারাতি বোল্ট পাল্টে য্বুদলের যুগ্ম সাধারণ সম্পাদক বনে গিয়ে এলাকায় তাণ্ডব শুরু করে। দেওয়াপাড়া এলাকার তাদের প্রতিপক্ষের বেশকয়েকটি বাড়িঘররে চাঁদার জন্য ভাংচুর করে লুটপাত চালায়। স্থানীয় ক্ষুদ্র কারবারিদের কাছ থেকে চাঁদা দাবী করে। চাঁদা না দিলে তাদের মামলা হামলা ও নানা হুমকী দমকী দিতে থাকে। শুরু করে পুরনো ব্যবসা মাদক কারবার ও জুয়ার আসর।  

স্থানীয়রা সেনাক্যাম্পে জুম্মন খানের বিরুদ্ধে একাধিক অভিযোগ করলে গত ২০ অক্টোবর সেনাবাহিনীর তাকে আটক করে। সেখার থেকে এসে সে তার লোকজনকে নিয়ে এলাকায় মাদক কারবারের বিস্তার করতে থাকে। সাথে টাকার বিনিময়ে জুয়ার আসর জমায়। এতে স্থানীয় লোকজনের সাথে তিনিও এর প্রতিবাদ করলে জুম্মন খানের নেতৃত্বে ধারালো অস্ত্রসজ্জে সজ্জিত হয়ে তাদের উপর হামলা চালায় এতে তাদের লোকজন মারাত্মক জখম হয়।

এদিকে দুপ্তারা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জুম্মন খান মাদক, চাঁদাবাজি ও জুয়ার আসর বসানো জন্য ছাত্রদল নেতা মোহন মিয়ার বিরুদ্ধে পাল্টা অভিযোগ তোলেন।

 তিনি বলেন, তিনি ও তার অনুসারীরা এসব অপকর্ম বাঁধা দিলে মোহন মিয়ার নেতৃত্বে তার লোকজন আগ্নেয়াস্ত্র, ককটেল, ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে রক্তাক্ত জখম করে। সেনাবাহিনী তাকে আটকের ঘটনাটি স্বীকার করলেও মিথ্যা অভিযোগের কারণে এ আটকের ঘটনা ঘটেছে বলে তিনি দাবী করেন। তিনি এলাকায় কোন ধরনের মাদকের কারবারের সাথে জড়িত নন। জুয়ার আসর বন্ধে তিনি সবসময় সোচ্চার থাকেন।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ ফোর্স প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এখনও কোন পক্ষ মামলা করেনি।

এলাকা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই সংঘর্ষের ঘটনা বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থল ও এর আশপাশে পুলিশি টহল জোরদার করা হয়েছে। মামলা দায়ের করা হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: য বদল ন র য়ণগঞ জ জ ম মন খ ন র ও জ য় র আসর ছ ত রদল ন ত ম হন ম য় র ল কজন স ঘর ষ এল ক য় দ র কর ক রব র ব যবস র ঘটন য বদল

এছাড়াও পড়ুন:

মামদানির উত্থান থেকে শিক্ষা নিচ্ছেন ইউরোপের বামপন্থীরা

নিউইয়র্কের মেয়র নির্বাচনে জোহরান মামদানির উত্থান ইউরোপের বামপন্থী রাজনীতিকদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। ফ্রান্স, জার্মানিসহ ইউরোপের কয়েকটি দেশে আগামী বছর স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগেই মঙ্গলবার ৪ নভেম্বর নিউইয়র্কের মেয়র নির্বাচনকে কেন্দ্র করে ইউরোপের নেতারা চোখ রাখছেন মামদানির ওপর।

মামদানির নির্বাচনী প্রচার দেখতে ইউরোপের বিভিন্ন দেশের দলীয় কৌশলবিদেরা আগেই আটলান্টিক পাড়ি দিয়ে নিউইয়র্কে এসেছেন। তাঁদের লক্ষ্য, মামদানিকে কাছ থেকে দেখে তাঁর রাজনীতির কৌশল শেখা। কারণ, মামদানি একেবারে সাধারণ অবস্থান থেকে উঠে এসে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ শহরের নেতৃত্বের দৌড়ে শীর্ষে পৌঁছেছেন। ইউরোপের রাজনীতিকেরা শিখতে চান, মামদানির তৃণমূলভিত্তিক প্রচারণা নিউইয়র্কে যেমন সফল হয়েছে, সেটি তাঁদের অঞ্চলেও কার্যকর হবে কি না।

ইউরোপীয় পার্লামেন্টে বামপন্থীদের জোট দ্য লেফট গ্রুপের ফরাসি সহসভাপতি মানোঁ ওব্রি গত সপ্তাহে নিউইয়র্কে মামদানির প্রচারে অংশ নেন। ওব্রি ও তাঁর দল ফ্রান্স আনবাউড মামদানিকে পরিবর্তনের প্রতীক হিসেবে দেখছেন। তাঁরা মামদানির মডেল অনুসরণ করে ফ্রান্সজুড়ে ২০২৬ সালের পৌরসভা নির্বাচনে বড় প্রভাব ফেলতে চান।

জার্মানির পুঁজিবাদবিরোধী দল দ্য লেফট নিউইয়র্কে চার কর্মকর্তাকে পাঠিয়েছে। তাঁরা মামদানির প্রচারকৌশলের প্রধান মরিস ক্যাটজসহ বিভিন্ন কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন। দলটির সংসদীয় কার্যালয়ের ব্যবস্থাপক লিজা ফ্লাউম বলেন, মামদানির মতো কৌশল অনুসরণ করে অতীতে তাঁদের দল ভালো করেছে। জীবনযাত্রার ব্যয় কমানোর বিষয়টি তাঁদের কাছে বেশি গুরুত্ব পেয়েছিল। এর পাশাপাশি স্বেচ্ছাসেবকদের মাধ্যমে দরজায় দরজায় গিয়ে প্রচারের কৌশল নিয়েছিল তাঁদের দল। ফ্লাউম আশা করেন, বার্লিনে আগামী সেপ্টেম্বরের আইনসভা নির্বাচনে দ্য লেফট মামদানির বর্তমান প্রচারণাকে মডেল হিসেবে ব্যবহার করবে।

এদিকে মেয়র নির্বাচন নিয়ে ব্যস্ত থাকা মামদানি বিদেশে তাঁর প্রচারকৌশল নিয়ে মাতামাতির বিষয়টিকে এখন গুরুত্ব দিচ্ছেন না। এ প্রসঙ্গে মামদানি বলেন, আপাতত তাঁর মনোযোগ পুরোপুরি স্থানীয় রাজনীতিতে।

ফ্রান্স ও জার্মানির মতোই যুক্তরাজ্যের রাজনীতিকেরা মামদানির প্রচারকৌশল দেখে মুগ্ধ। মামদানির ছোট ছোট ভিডিওতে ব্যক্তিত্ব ও আকর্ষণকে কাজে লাগিয়ে জীবনযাত্রার খরচের বিষয়টি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। আবার তাঁকে একই সঙ্গে আপনজন হিসেবেও উপস্থাপন করা হয়েছে।

আরও পড়ুননিউইয়র্কে মেয়র নির্বাচন: সর্বশেষ চার জরিপেও এগিয়ে জোহরান মামদানি৭ ঘণ্টা আগে

ফ্রান্স আনবাউডের সংসদ সদস্য দানিয়েল ওবোনো বলেন, ‘মামদানির দলীয় নির্বাচনে জয়টাই একটা বড় রাজনৈতিক ঘটনা। শুধু তিনি কী নিয়ে লড়েছেন, তা–ই নয়, বরং কীভাবে লড়েছেন, সেটাও গুরুত্বপূর্ণ। তাঁর যোগাযোগের কৌশল, সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারসহ অনেক কিছুই আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে।’

যুক্তরাজ্যের গ্রিন পার্টির নেতা মোথিন আলি বলেন, বামপন্থীদের এখন শেখা দরকার, কীভাবে মামদানির মতো করে সংক্ষিপ্ত অথচ প্রভাবশালী বার্তা পৌঁছে দিতে হয়। যুক্তরাজ্যের সাবেক লেবার নেতা এবং বর্তমানে ইয়োর পার্টির নেতৃত্বে থাকা জেরেমি করবিনও এক এক্স পোস্টে মামদানির প্রচারে সহযোগিতার কথা উল্লেখ করেছেন।

আরও পড়ুননিউইয়র্কের মেয়র নির্বাচনে রেকর্ডসংখ্যক আগাম ভোট, তরুণেরা কেন আগাম ভোট দিচ্ছেন৯ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ