নওগাঁর মহাদেবপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুল্লাহ আল শামী (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও ৪ শিক্ষার্থী।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নওগাঁ-পোরশা আঞ্চলিক সড়কের মুখইর মোড়ে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত শিক্ষার্থী আব্দুল্লাহ আল শামী উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেটের চাচাতো ভাই বিমানের ছেলে বলে জানা গেছে। এছাড়াও সে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী। 

জানা যায়, নিহত আব্দুল্লাহ আল শামী নিজে প্রাইভেটকার চালিয়ে তার ছোট ভাইসহ কয়েকজন মিলে ঘুরতে যায়। বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে পৌঁছালে রাস্তা ভাঙ্গা থাকার কারণে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারে থাকা সবাই প্রাইভেটকারের নিচে চাপা পড়ে। পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল শামীকে মৃত ঘোষণা করে। প্রাইভেটকারে থাকা আরও ৪ জন গুরুতর আহত না হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়। 

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, দুর্ঘটনাটির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। এটি একটি দুর্ঘটনা হওয়ায় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের অনুরোধে মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: সড়ক দ র ঘটন

এছাড়াও পড়ুন:

ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৭ থেকে ৩১ জুলাই) কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি সিটি ব্যাংক পিএলসি।

শনিবার (২ আগস্ট) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির গড়ে ৪৪ কোটি ৩৪ লাখ টাকার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫.২৯ শতাংশ। এর ফলে কোম্পানিটি লেনদেনের শীর্ষে অবস্থান করছে।

আরো পড়ুন:

ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

বিএসইসির কমিশনার হিসেবে সাইফুদ্দিনের যোগদান

তালিকার দ্বিতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংকের ৩০ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৬৯ শতাংশ।

তৃতীয় স্থানে থাকা বিএসসির ২৬ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.১৬ শতাংশ।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিএটিবিসির ২১ কোটি ১২ লাখ টাকা, যমুনা ব্যাংকের ১৮ কোটি ৩০ লাখ টাকা, স্কয়ার ফার্মার ১৭ কোটি ৩৩ লাখ টাকা, ব্যাংক এশিয়ার ১৬ কোটি ৮২ লাখ টাকা, খান ব্রাদার্সের ১৫ কোটি ৬২ লাখ টাকা, রবির ১৫ কোটি ৬০ লাখ টাকা এবং উত্তরা ব্যাংকের ১৪ কোটি ১৬ লাখ টাকা।

ঢাকা/এনটি/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ