রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে দেশের বিশিষ্ট শিল্পপতি ও অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহীর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠিত প্রথম জানাজায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্র–শিক্ষকেরা অংশ নেন।

জানাজার আগে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য ফরাসউদ্দিন আহমেদ এবং সৈয়দ মঞ্জুর এলাহীর সন্তান সৈয়দ নাসিম মঞ্জুর বক্তব্য দেন। সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, ‘মৃত্যুর আগে বাবা দুই দিন বারবার একটা কথা বলেছেন, সবার আগে দেশ।’ মৃত্যুর কিছুক্ষণ আগেও বলেছেন, ‘আমাকে ফিরে যেতে হবে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ছেলেমেয়েরা আমার জন্য অপেক্ষা করছে।’ তাঁর হৃদয়-চেতনাজুড়ে ছিল ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। তাঁর খুব কাছের জায়গা ছিল এই বিশ্ববিদ্যালয়।

সৈয়দ নাসিম মঞ্জুর আরও বলেন, ‘বাবা বলতেন, তোমার কয়টা গাড়ি-বাড়ি আছে, তার জন্য মানুষ তোমাকে মনে রাখবে না; বরং মনে রাখবে, তোমার ব্যবহারের জন্য।’

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য ফরাসউদ্দিন আহমেদ বলেন, ‘সৈয়দ মঞ্জুর এলাহীর সঙ্গে আমার পরিচয় ছিল ৬৫ বছরের। অসাধারণ মানুষ ছিলেন তিনি—সৎ ও পরোপকারী। তাঁর হৃদয়টা ছিল বিশাল।’

ফরাসউদ্দিন আহমেদ আরও বলেন, ‘রুপার চামচ মুখে নিয়ে জন্মেছিলেন মঞ্জুর এলাহী। ব্যবসা, সমাজ ও শিক্ষায় বিপুল অবদান রেখেছেন তিনি। যে কাজে হাত দিয়েছেন, সেখানেই সোনা ফলিয়েছেন।’

জানাজায় আরও উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শামস রহমান, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাবেক সভাপতি রিজওয়ান রাহমান, বিজিএমইএর সাবেক সহসভাপতি মিরান আলী প্রমুখ।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে রহিমা ফুড

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৭ থেকে ৩১ জুলাই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে খাদ্য ও আনুষঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি রহিমা ফুড করপোরেশন লিমিটেডের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।

শনিবার (২ আগস্ট) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২১.২৪ শতাংশ। বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য ছিল ১২৩.৮০ টাকা। আর বিদায়ী সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য দাঁড়িয়েছে ১৫০.১০ টাকা। এর ফলে কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

আরো পড়ুন:

ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সাউথইস্ট ব্যাংকের ২০.৪৮ শতাংশ, কর্ণফুলি ইন্স্যুরেন্সের ১৬.৭৩ শতাংশ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১৪.৬৮ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ১৩.১১ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ১২.৮৯ শতাংশ, মালেক স্পিনিংয়ের ১২.২৪ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংকের ১২.০৯ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ১১.৬৪ শতাংশ ও পূবালী ব্যাংকের ১১.০৭ শতাংশ শেয়ার দর বেড়েছে।

ঢাকা/এনটি/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ