রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে দেশের বিশিষ্ট শিল্পপতি ও অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহীর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠিত প্রথম জানাজায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্র–শিক্ষকেরা অংশ নেন।

জানাজার আগে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য ফরাসউদ্দিন আহমেদ এবং সৈয়দ মঞ্জুর এলাহীর সন্তান সৈয়দ নাসিম মঞ্জুর বক্তব্য দেন। সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, ‘মৃত্যুর আগে বাবা দুই দিন বারবার একটা কথা বলেছেন, সবার আগে দেশ।’ মৃত্যুর কিছুক্ষণ আগেও বলেছেন, ‘আমাকে ফিরে যেতে হবে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ছেলেমেয়েরা আমার জন্য অপেক্ষা করছে।’ তাঁর হৃদয়-চেতনাজুড়ে ছিল ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। তাঁর খুব কাছের জায়গা ছিল এই বিশ্ববিদ্যালয়।

সৈয়দ নাসিম মঞ্জুর আরও বলেন, ‘বাবা বলতেন, তোমার কয়টা গাড়ি-বাড়ি আছে, তার জন্য মানুষ তোমাকে মনে রাখবে না; বরং মনে রাখবে, তোমার ব্যবহারের জন্য।’

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য ফরাসউদ্দিন আহমেদ বলেন, ‘সৈয়দ মঞ্জুর এলাহীর সঙ্গে আমার পরিচয় ছিল ৬৫ বছরের। অসাধারণ মানুষ ছিলেন তিনি—সৎ ও পরোপকারী। তাঁর হৃদয়টা ছিল বিশাল।’

ফরাসউদ্দিন আহমেদ আরও বলেন, ‘রুপার চামচ মুখে নিয়ে জন্মেছিলেন মঞ্জুর এলাহী। ব্যবসা, সমাজ ও শিক্ষায় বিপুল অবদান রেখেছেন তিনি। যে কাজে হাত দিয়েছেন, সেখানেই সোনা ফলিয়েছেন।’

জানাজায় আরও উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শামস রহমান, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাবেক সভাপতি রিজওয়ান রাহমান, বিজিএমইএর সাবেক সহসভাপতি মিরান আলী প্রমুখ।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি

অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।

গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।

লিভারপুলের অনুশীলনে ভার্জিল ফন ডাইক ও মোহাম্মদ সালাহ

সম্পর্কিত নিবন্ধ