বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। ২০২১ সালে দ্বিতীয় সংসারের ইতি টানেন। তারপর গুঞ্জন চাউর হয়, অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আমির। এজন্য দ্বিতীয় সংসার ভেঙেছে তার। এরপর আমির-সানার বিষয়টি চাপা পড়ে যায়।

কিছুদিন আগে গুঞ্জন চাউর হয়, বেঙ্গালুরুর এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আমির খান। এ নিয়ে চর্চা শুরু হলেও নীরব ছিলেন ‘দঙ্গল’ তারকা। অবশেষে নতুন প্রেমের সম্পর্কের কথা স্বীকার করলেন তিনি। ফিল্মফেয়ার এ খবর প্রকাশ করেছে।   

আগামীকাল (১৪ মার্চ) আমির খান ষাট বছর পূর্ণ করবেন। তার আগে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রেমিকাকে পরিচয় করালেন আমির খান। এ অভিনেতা জানান, তার প্রেমিকার নাম গৌরি। তার ছবি প্রকাশ না করার জন্য সাংবাদিকদের বিশেষভাবে অনুরোধ জানান আমির। গৌরি-আমিরের বন্ধুত্ব ২৫ বছরের। সম্প্রতি তাদের সম্পর্ককে নতুন স্তরে নিয়ে গেছেন তারা।

আরো পড়ুন:

গুরুতর আহত ভাগ্যশ্রী

১৯৪ কোটি বাজেটের সিনেমার আয় ১ হাজার ৩ কোটি টাকা

এর আগে একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেছিলেন, “আমিরের রহস্যময়ী সঙ্গী বেঙ্গালুরু থেকে এসেছেন। তাদের গোপনীয়তার প্রতি আমাদের শ্রদ্ধা জানাতে হবে। ব্যক্তিগত তথ্য প্রকাশ করা উচিত নয়। সম্প্রতি আমির তার পুরো পরিবারের সঙ্গে রহস্যময়ী নারীকে পরিচয় করিয়ে দিয়েছেন। তাদের পরিচয় পর্বটি খুব ভালোভাবে হয়েছে।”

বিস্তারিত আসছে.

..

ঢাকা/শান্ত

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আম র খ ন আম র খ ন ন আম র

এছাড়াও পড়ুন:

‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি

অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।

গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।

লিভারপুলের অনুশীলনে ভার্জিল ফন ডাইক ও মোহাম্মদ সালাহ

সম্পর্কিত নিবন্ধ