আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে নারী ক্রিকেট বিশ্বকাপ। এই টুর্নামেন্টের জন্য বাংলাদেশকে খেলতে হবে বাছাইপর্ব। গত বছর শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে হারের পর ওয়ানডে সুপার লিগে সেরা সাতে থাকার সুযোগ হারানোয় বাছাইপর্ব খেলতে হবে নিগার সুলতানাদের।

আরও পড়ুনদুই বছরের কন্যাকে হারালেন হজরতউল্লাহ জাজাই২ ঘণ্টা আগে

ছয় দল ও ১৫ ম্যাচের এই বাছাইপর্ব ৯ এপ্রিল থেকে ১৯ এপ্রিল হবে পাকিস্তানের লাহোরে। আজ এই টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে আইসিসি। রাউন্ড রবিন লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে সেরা দুই দল জায়গা করে নেবে নারী বিশ্বকাপে।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের মেয়েরা মুখোমুখি হবে আয়ারল্যান্ডে। একই দিনে লাহোর ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়বে স্কটল্যান্ড। এই দুই ভেন্যুতেই হবে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোও।
১০ এপ্রিল নারী বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। ১৩ এপ্রিল আয়াল্যান্ড, ১৫ এপ্রিল স্কটল্যান্ড, ১৭ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজ ও ১৯ এপ্রিল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।

আরও পড়ুন১৮ বছরে ১৪ অধিনায়ক, এবার কি প্রথম ট্রফির দেখা মিলবে৩ ঘণ্টা আগে

স্বাগতিক ভারতের সঙ্গে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা সরাসরি বিশ্বকাপে খেলবে। বাংলাদেশ, আয়ারল্যান্ড ও পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ বাছাইপর্বে খেলছে উইমেনস চ্যাম্পিয়নশিপে ৭-১০ নম্বরে শেষ করায়। থাইল্যান্ড ও স্কটল্যান্ড এই টুর্নামেন্টে জায়গা পেয়েছে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায়।

দিনের ম্যাচগুলো সকাল ১০টায় ও দিবারাত্রির ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় বেলা আড়াইটায়।

নারী বিশ্বকাপ বাছাইয়ের সূচি:

৯ এপ্রিল, বুধবার
পাকিস্তান-আয়ারল্যান্ড, গাদ্দাফি স্টেডিয়াম
ওয়েস্ট ইন্ডিজ-স্কটল্যান্ড, লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠ

১০ এপ্রিল, বৃহস্পতিবার
থাইল্যান্ড-বাংলাদেশ, লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ড

১১ এপ্রিল, শুক্রবার
পাকিস্তান-স্কটল্যান্ড, লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ড
আয়ারল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ, গাদ্দাফি স্টেডিয়াম

১৩ এপ্রিল, রোববার
স্কটল্যান্ড-থাইল্যান্ড, লাহোর ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ড
বাংলাদেশ-আয়ারল্যান্ড, গাদ্দাফি স্টেডিয়াম (দিবারাত্রি)

১৪ এপ্রিল, সোমবার
পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ, গাদ্দাফি স্টেডিয়াম (দিবারাত্রি))

১৫ এপ্রিল, মঙ্গলবার
আয়ারল্যান্ড-থাইল্যান্ড, লাহোর ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ড
স্কটল্যান্ড-বাংলাদেশ, গাদ্দাফি স্টেডিয়াম (দিবারাত্রি)

১৭ এপ্রিল, বৃহস্পতিবার
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ, লাহোর ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ড
পাকিস্তান-থাইল্যান্ড, গাদ্দাফি স্টেডিয়াম (দিবারাত্রি)

১৮ এপ্রিল, শুক্রবার
আয়ারল্যান্ড-স্কটল্যান্ড, গাদ্দাফি স্টেডিয়াম (দিবারাত্রি)

১৯ এপ্রিল, শনিবার
পাকিস্তান-বাংলাদেশ, লাহোর ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ড
ওয়েস্ট ইন্ডিজ-থাইল্যান্ড, গাদ্দাফি স্টেডিয়াম

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এই ট র ন ম ন ট য় স ট ইন ড জ স কটল য ন ড ব ছ ইপর ব

এছাড়াও পড়ুন:

বাংলাদেশ ক্রিকেটের সমস্যা কী, সমাধান কোথায়: শুনুন তামিমের মুখে

এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে বড় সমস্যা কী? কোন বিষয়টি সবার আগে সমাধান করা উচিত?

দুটি প্রশ্নের উত্তরে অনেকেই অনেক কথাই বলবেন। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কারও বিষয়টি ভালো জানার কথা। যেমন তামিম ইকবাল। প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র তামিমের সামনে দুটি প্রশ্ন রেখেছিলেন। তামিমের উত্তর, ‘আমার কাছে মনে হয় যে আমাদের ফ্যাসিলিটিজ (অনুশীলনের পর্যাপ্ত সুযোগ–সুবিধা) নাই।’

প্রথম আলোর কার্যালয়ে উৎপল শুভ্রকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে আড্ডার মেজাজে তামিম বাংলাদেশের ক্রিকেট নিয়ে অনেক কথাই বলেছেন। নিজের ক্যারিয়ার, ভবিষ্যৎ লক্ষ্য—এসব নিয়েও বেশ খোলামেলা কথা বলেন সাবেক এই ওপেনার।

আলাপচারিতার একপর্যায়েই বাংলাদেশ ক্রিকেটে এ মুহূর্তের সমস্যার প্রসঙ্গ উঠেছিল। অনুশীলনের পর্যাপ্ত সুযোগ–সুবিধার অভাবকে সামনে টেনে এনে তামিম বলেছেন, ‘একটা আন্তর্জাতিক ক্রিকেট দলের যে ফ্যাসিলিটিজ দরকার হয় কিংবা বাংলাদেশের মতো দেশে সবচেয়ে জনপ্রিয় খেলার একটি (ক্রিকেট), যে ফ্যাসিলিটিজ থাকা উচিত, তার আশপাশেও নেই। পৃথিবীর তৃতীয়, চতুর্থ ধনী বোর্ডের যে ফ্যাসিলিটিজ থাকা উচিত, আমরা এর আশপাশেও নেই।’

তামিম বিষয়টি ভালোভাবে ব্যাখ্যা করলেন, ‘ক্রিকেট দলের প্রতি ভক্তদের যে প্রত্যাশা, সেটা পূরণের জন্য যে ফ্যাসিলিটিজ দরকার, আমরা তার আশপাশেও নেই। আপনি মাঝারি মানের ক্রিকেটার হতে পারেন কিংবা মাঝারি মানের ব্যাটসম্যান হতে পারেন, সঠিক অনুশীলনের মাধ্যমে কিন্তু আপনি মাঝারি মান থেকে দুই ধাপ ওপরে উঠতে পারবেন।’

মুশফিকুর রহিম

সম্পর্কিত নিবন্ধ