জামিনে বেরিয়েই স্বপদে বহালের জন্য তদবির ডালিম চেয়ারম্যানের
Published: 14th, March 2025 GMT
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় জামিনে বেরিয়ে এসেই স্বপদে বহাল থাকার জন্য তদবির চালিয়ে আসছেন কালাপাহাড়িয়া ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও চেয়্যারম্যান ফাইজুল ইসলাম ডালিম।
এর আগে গত ১৮ ফেব্রুয়ারি আড়াইহাজার থেকে তাকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। কিন্তু তার কিডনীজনিত সমস্যা থাকার কারণে ২২ দিন পর জামিন পান তিনি।
জানা যায়, গত ১১ মার্চ কালাপাহাড়িয়া ইউনিয়নের সকল মেম্বারের সাইনিং নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশাসক নিয়োগ করেছেন। প্রশাসক নিয়োগের একদিন পরেই জামিন পান ডালিম। কিন্তু তিনি চেয়ারম্যান পদে স্বপদে বহাল হওয়ার জন্য ভিবিন্ন মেম্বারদের হুমকি প্রদান এবং বিএনপির উপর মহলে নানান তদবীর চালিয়ে আসছেন।
তার আগে, গত ৫ই আগস্টের পর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে যখন আওয়ামী লীগের নেতারা পলাতক রয়েছেন তখন স্থানীয় বিএনপি কয়েকজন নেতার আশ্রয়ে তিনি নিজ এলাকায় অবস্থান করেন। যা নিয়ে ক্ষোভ কাজ করে স্থানীয়দের মধ্যে।
একে ফজলুল হক ডালিম বর্তমানে কালাপাহাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এর আগে ২০২১ সালের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত স্বতন্ত্র প্রার্থী হয়ে চেয়ারম্যান হোন। তার প্রতিদ্বন্ধি প্রার্থী আরেক আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম স্বপন।
এদিকে চেয়ারম্যানের দায়িত্ব পালন করার আগে ফাইজুল ইসলাম ডালিম আওয়ামী লীগের সাবেক এমপি নজরুল ইসলাম বাবুর অনুসারী ছিলেন। পরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে এমপি বাবু তাকে সমর্থন না দিলে সে তখন শামীম ওসমানের অনুসারী হোন।
তবে পরে দিয়ে বাবুর সঙ্গে যোগসাজশ হয় তার। এর ফলে সারাদেশে যখন আওয়ামী লীগের অবস্থা শোচনীয় তখন দাপটের সঙ্গে চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন একে ফাইজুল হক ডালিম। তবে এ নিয়ে পরে একাধিক প্রতিবেদন প্রকাশ হলে ডিবির হাতে গ্রেপ্তার হোন তিনি।
ডালিম চেয়ারম্যান একসময় নৌকার বিপক্ষে নির্বাচন করলেও নির্বাচনে শামীম ওসমানের কথায় প্রশাসন তখন তার পক্ষে কাজ করে।
চেয়ারম্যান হওয়ার পরে তিনি এলাকাতে আওয়ামীলীগের রাজত্ব কায়েম করেন। তাই তিনি আবারও বহাল তবিয়তে থাকার চেষ্টা করছেন এ নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ল ইসল ম আওয় ম
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন