বিপিএল শেষ হয়ে গেছে অনেক আগেই—জানুয়ারির শুরুতেই পর্দা নেমেছে আসরের। তবে এখনও চিটাগং কিংস ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড়দের প্রাপ্য পারিশ্রমিক পরিপূর্ণভাবে মেলেনি। দেশি ক্রিকেটারদের মধ্যে ওপেনার পারভেজ হোসেন ইমন, পেসার শরিফুল ইসলাম এবং শামীম হোসেন পাটোয়ারি—এই তিনজনসহ প্রায় সবাই অর্ধেক টাকা এখনও পাননি।

২০২৫ বিপিএলের সবচেয়ে আলোচিত ইস্যুগুলোর একটি ছিল খেলোয়াড়দের পারিশ্রমিক। ফাইনালের দুই মাস পেরিয়ে গেলেও সেই সমস্যার সমাধান হয়নি। আজ মিরপুর হোম অব ক্রিকেটে ডিপিএলের অনুশীলনের ফাঁকে ইমন জানান,

‘৫০ শতাংশ পেয়েছি, আর এখনও পাইনি। বলছে… দিবে, দিবে। কিন্তু এখনও দিচ্ছে না। আমি, শরিফুল, শামীম ভাই—সব দেশি খেলোয়াড়ই বিপিএলের পর কোনো টাকা পাইনি। যা পেয়েছি, বিপিএলের সময়ই পেয়েছি।’

পারিশ্রমিক নিয়ে দুশ্চিন্তা পারফরম্যান্সে প্রভাব ফেলে বলেও মন্তব্য করেন ইমন। বাঁহাতি এই ব্যাটার বলেন, ‘আমরা সবসময় পারফরম্যান্সে মনোযোগ দিতে চাই। কিন্তু যখন টাকার চিন্তা মাথায় চলে আসে, তখন মনোযোগে ব্যাঘাত ঘটে।’

এর আগে বিপিএল চলাকালে পারিশ্রমিক ইস্যুতে ইমন নাকি দলের ক্যাম্পে না যোগ দিয়ে প্রতিবাদ করেছিলেন—এমন গুঞ্জনও ছড়িয়েছিল। যদিও পরে তা অস্বীকার করে দুই পক্ষই। তবে চিটাগং কিংসের কর্ণধার সামির কাদের চৌধুরী একবার সরাসরি বলেছিলেন, ‘আমি সন্তুষ্ট না হলে টাকা কেন পাবে!’

শুধু দেশি ক্রিকেটারই নন, ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত বিদেশি হোস্ট ইয়েশা সাগর এবং শুভেচ্ছাদূত হিসেবে আসা শহীদ আফ্রিদির পুরো পারিশ্রমিক না পাওয়ার অভিযোগও রয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব প এল ব প এল র

এছাড়াও পড়ুন:

বার্সেলোনা ও পিএসজি ছাড়া যে কীর্তি গড়ার সুযোগ নেই এবার আর কারও

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের মৌসুম এখন শেষ ভাগে এসে দাঁড়িয়েছে। ধীরে ধীরে মৌসুমজুড়ে দলগুলোর পারফরম্যান্সের ফলও বেরোতে শুরু করেছে। ইংলিশ প্রিমিয়ার লিগ ও ফরাসি লিগ আঁর শিরোপা নিশ্চিত হয়ে গেছে। প্রায় নিশ্চিত জার্মান বুন্দেসলিগার শিরোপাও। তবে শেষ মুহূর্তে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে স্প্যানিশ লা লিগা ও ইতালিয়ান লিগ সিরি আয়।

এই দুই লিগে যেকোনো দিকে মোড় নিতে পারে শিরোপা লড়াই। তবে এসব মূল লড়াইয়ের আড়ালে আরও নানা ধরনের লড়াই এই চলছে ক্লাবগুলোর মধ্যে। যেখানে আছে ট্রেবল জেতার লড়াইও। যে লড়াইয়ে এখন আছে দুটি ক্লাব বার্সেলোনা ও পিএসজি। এর আগে ইন্টার মিলানও ছিল এই লড়াইয়ে।

কিন্তু ইতালিয়ান কাপের সেমিফাইনালে এসি মিলানের কাছে হেরে বিদায় নেওয়ার পর ইন্টারের সেই সম্ভাবনা শেষ হয়ে গেছে। এখন তাই ইউরোপিয়ান শীর্ষ ৫ লিগের মধ্যে লিগ-কাপ-চ্যাম্পিয়নস লিগ এই তিন ট্রফি জয়ের সুযোগ আছে শুধু বার্সেলানা ও পিএসজির।

আরও পড়ুনসেজনি: অবসর ভেঙে ফিরে বার্সার হয়ে ইতিহাস লিখছেন যিনি৭ ঘণ্টা আগে

বার্সা চলতি মৌসুমে অসাধারণ ফুটবল খেলছে। এরই মধ্যে রিয়াল মাদ্রিদকে হারিয়ে কোপা দেল রের ট্রফি ঘরে তুলেছে তারা। চ্যাম্পিয়নস লিগেও হান্সি ফ্লিকের দল পৌঁছে গেছে সেমিফাইনালে।

সাম্প্রতিক পারফরম্যান্স ও ধারাবাহিকতার কারণে চ্যাম্পিয়নস লিগেও ফেবারিট বার্সা। পাশাপাশি সেমিতে তাদের প্রতিপক্ষ ইন্টার মিলানের সময়টাও খুব একটা ভালো যাচ্ছে না। ফলে বার্সার সুযোগ আছে ফাইনালে গিয়ে শিরোপা জিতে নেওয়ার।

পিএসজি কি ট্রেবল জিততে পারেব

সম্পর্কিত নিবন্ধ

  • সেয়ানে সেয়ানে টক্করে বার্সা ও ইন্টারের কে কত নম্বর পেলেন
  • সাকিবের পথে হাঁটছেন মিরাজ
  • চিনি-লবণের অনুপম পাঠ
  • মে দিবস ২০২৫ : শ্রমিক-মালিক ঐক্যে গড়বে নতুন বাংলাদেশ
  • বিদ্যালয়ের ১৮টি গাছ বিক্রি করলেন প্রধান শিক্ষক 
  • কর্ণাটকে ক্রিকেট খেলার সময় বচসা, যুবককে পিটিয়ে হত্যা
  • দেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে চালুর দাবি 
  • রাখাইন রাজ্যে ‘মানবিক করিডোর’ বিষয়ে ব্যাখ্যা দিলেন প্রেস সচিব
  • কানাডায় আবারও লিবারেল পার্টির সরকার গঠনের আভাস
  • বার্সেলোনা ও পিএসজি ছাড়া যে কীর্তি গড়ার সুযোগ নেই এবার আর কারও