সৌদিতে আটক ১২ বাংলাদেশির মুক্তি দাবি
Published: 15th, March 2025 GMT
গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর সৌদি আরবে আনন্দ ও প্রীতিভোজ অনুষ্ঠান থেকে আটক ১২ প্রবাসী বাংলাদেশির মুক্তির দাবি করা হয়েছে।
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন থেকে মুক্তি দাবি করে তাদের পরিবার। ঈদুল ফিতরের আগেই তাদের ফেরত চান পরিবারের সদস্যরা। লিখিত বক্তব্য পাঠ করেন সৌদি আরবে আটককৃত ইসমাইল হোসেনের বড় ভাই আহসান উল্লাহ।
সৌদি আরবের জেলে আটক ১২ জন হলেন- মো.
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিরা আনন্দ ও প্রীতিভোজ অনুষ্ঠান করে। সেখান থেকে ১২ জনকে আটক করে সৌদি কর্তৃপক্ষ।
সংবাদ সম্মেলনে বলা হয়, সৌদিতে আটক ১২ বাংলাদেশিদের মুক্ত করতে সরকার সংশ্লিষ্ট বিভাগ অবহেলা করছে। তাই এখন পর্যন্ত জেল থেকে তারা ছাড়া পায়নি। এ সময় রেমিটেন্স যোদ্ধাদের মুক্ত করতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হস্তক্ষেপ কামনা করে ভিকটিমদের পরিবার।
আহসান উল্লাহ বলেন, আটক ১২ জনের মুক্তি দাবিতে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় আবেদন করা হয়েছে। আট মাস অতিবাহিত হওয়ার পরেও তাদের মুক্তির কোনো সঠিক দিকনির্দেশনা পাওয়া যাচ্ছে না। তাদের বন্দি হওয়ার ফলে একদিকে বাংলাদেশ সরকার ব্যাপক পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে পরিবারগুলোর সদস্যরা মানবেতর জীবন-যাপন করছেন।
অভিযোগ করে তিনি বলেন, তাদেরকে আটক করে জেলহাজতে পাঠানোর পরও সেখানকার রাষ্ট্রদূত এ ব্যাপারে তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। সরকার নানা উদ্যোগ নিলেও রাষ্ট্রদূত আওয়ামী দোসর হওয়ায় নিরবতা পালন করছেন।
তাদের মুক্তির জন্য প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, প্রবাসী উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে সংবাদ সম্মেলনে বলা হয়, সংশ্লিষ্টরা যদি উদ্যাগ গ্রহণ করে, আমরা বিশ্বাস করি, ঈদের আগেই তারা পরিবারের কাছে ফিরবে। ইতিমধ্যেই আমরা জেনেছি, বাংলাদেশে বর্তমানে জাতিসংঘের মহাসচিব এক সংক্ষিপ্ত সফরে এসেছেন। আমাদের উপদেষ্টা জাতিসংঘের মহাসচিবের হস্তক্ষেপ কামনা করলেও বিষয়টি দ্রুত নিষ্পত্তি হবে বলে আমরা বিশ্বাস করি।
আজম জামাল ফাউন্ডেশনের সভাপতি মো. আজম জামালের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, জাতীয় জনতা ফোরামের সভাপতি মোহাম্মদ অলিদ তালুকদার সিদ্দিকসহ ১২ প্রবাসীর পরিবারের সদস্যরা।
উৎস: Samakal
কীওয়ার্ড: গণঅভ য ত থ ন পর ব র র ম হ ম মদ উপদ ষ ট আটক ১২
এছাড়াও পড়ুন:
তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।
উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।
এএএম//