সারা দুনিয়াব্যাপী ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ চললেও, আইপিএলের আমেজই আলাদা। রবিবার (২২ মার্চ, ২০২৫) থেকে শুরু হচ্ছে এই লিগের ১৮তম আসর। নতুন মৌসুমে নতুন একটি নিয়ম চালু করতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

এই নিয়মের ফলে আইপিএল আরও স্বয়ংস্মপূর্ণ হতে যাচ্ছে। ফ্র্যাঞ্চাইজিগুলো এখন থেকে চাইলেই খেলোয়াড় পরিবর্তন করতে পারবে। তবে সেটা অস্থায়ীভাবে, এমনকি এক ম্যাচের জন্যও এই নিয়ম প্রযোজ্য। তবে বিশেষ কিছু শর্তও মনে এই দলবদল করা যাবে সাময়িকভাবে। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এমনটাই জানিয়েছে।

আরো পড়ুন:

মার্চ তো বটেই, এপ্রিলের শুরুতেও বুমরাহকে পাবে না মুম্বাই

আইপিএলের প্রথমভাগে বেঞ্চে থাকবেন ‘গতি তারকা’ মায়াঙ্ক

এর আগে ফ্র্যাঞ্চাইজিগুলিকে খেলোয়াড় পরিবর্তন করতে হলে, পরিবর্তিত খেলোয়াড়কে গোটা মৌসুমের জন্যই রেখে দিতে হতো। কোনও খেলোয়াড় যদি চোট পেয়ে বা অন্য কোনও কারণে মৌসুমের শুরু বা মাঝামাঝি সময়ে ছিটকে যেতো, তখন তার পরিবর্তে নেওয়া খেলোয়াড়কে বাকি মৌসুম রেখে দিতে হতো।

তবে বিসিসিআই একটি নতুন নিয়ম নিয়ে আসছে। এক্ষেত্রে একটি ফ্র্যাঞ্চাইজি শুধুমাত্র একটি নির্দিষ্ট সময়ের জন্যই অস্থায়ীভাবে একজন খেলোয়াড়কে স্বাক্ষর করাতে পারবে। তবে নিয়মটি শুধুমাত্র উইকেটরক্ষকদের জন্য প্রযোজ্য।

এই নিয়ম অনুযায়ী যদি কোনও একটি দলের সব উইকেটরক্ষক চোটের কারণে ছিটকে যান, তবে তাদেরকে আইপিএল ২০২৫-এর নিলামে অবিক্রিত একজন উইকেটরক্ষককে নির্বাচন করার অনুমতি দেওয়া হবে। এক্ষেত্রে সেই উইকেটকিপারের দাম চোট পেয়ে ছিটকে যাওয়া উইকেটকিপারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।

ফ্র্যাঞ্চাইজিটি মূল খেলোয়াড় ফিট না হয়ে ওঠা পর্যন্ত বিকল্প উইকেটরক্ষককে দলে রাখার সুযোগ পাবে। অন্যদিকে মূল উইকেটরক্ষক সুস্থ হয়ে ফিরলে, পরবর্তিতে দলে নেওয়া কিপারকে ছেড়ে দেওয়ার সুযোগ থাকবে। তবে এই বিকল্প খেলোয়াড়কে ভারতের হতে হবে।

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ র য ঞ চ ইজ উইক টরক র জন য

এছাড়াও পড়ুন:

সাইফুল ইসলাম ডিবিএ’র প্রেসিডেন্ট পুনঃনির্বাচিত

দেশের পুঁজিবাজারে স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) এবারের নির্বাচনে সভাপতি পদে সাইফুল ইসলাম পুনরায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তিনি ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের পরিচালক।

সোমবার (৩ নভেম্বর) ডিবিএ’র সেক্রেটারি মো. দিদারুল গনী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

ডিএসইতে ৭৫ শতাংশ শেয়ার-মিউচুয়াল ফান্ডের দরপতন

ডিএসইতে সূচক কমলেও সিএসইতে বেড়েছে

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরিচালনা পর্ষদ নির্বাচনে মোট ১৫ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিতদের মধ্যে রয়েছেন একজন প্রেসিডেন্ট, একজন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, একজন ভাইস প্রেসিডেন্ট ও ১২ জন পরিচালক।

নির্বাচিতরা আগামী ২ বছর (২০২৬ ও ২০২৭) ডিবিএ‘র নেতৃত্ব দেবেন। নির্বাচিত সদস্যরা ডিবিএ’র আসন্ন বার্ষিক সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট পদে মো. মনিরুজ্জামান, প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও। ভাইস প্রেসিডেন্ট পদে মো. নাফিজ-আল-তারিক ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।

এছাড়া পরিচালক পদে নির্বাচিত হয়েছেন–এবি অ্যান্ড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম রাফিউজ্জামান বোখারী, এস সি এল সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ব্যারিস্টার মোহাম্মদ ইফতেখার জোনায়েদ, আর এন ট্রেডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নাদিম, আজম সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কবির মজুমদার, নিউ এরা সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরওয়াই শমসের, ওয়ান সিকিউরিটিজ লিমিটেডের সিইও আমিনুল ইসলাম, জি এম এফ সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ নাহিদ আহমেদ, কাইয়ুম সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাঈম মো. কাইয়ুম, ভিশন ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইব্রাহিম, এক্সপো ট্রেডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. ওসমান গনি চৌধুরী, ফিনিক্স সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার শফিকুর রহিম ও এসএআর সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শরীফ আতাউর রহমান।

ঢাকা/এনটি/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • সাইফুল ইসলাম ডিবিএ’র প্রেসিডেন্ট পুনঃনির্বাচিত
  • বগুড়ায় বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ, আহত একজন গ্রেপ্তার
  • ‘সাংস্কৃতিক জাগরণেই মুক্তি’
  • যদি ঠিক পথে থাকো, সময় তোমার পক্ষে কাজ করবে: এফ আর খান
  • বিবাহবিচ্ছেদ ও খোরপোষ নিয়ে ক্ষুদ্ধ মাহি
  • ফতুল্লায় দুই ট্রাকের মাঝে পড়ে যুবকের মৃত্যু
  • ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে ২০ মামলার আসামি নিহত, গুলিবিদ্ধ ৩
  • নামতে গেলেই চালক বাস টান দিচ্ছিলেন, পরে লাফিয়ে নামেন
  • তানজানিয়ার বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে ফের বিজয়ী সামিয়া
  • আমার স্ত্রী খ্রিষ্টধর্ম গ্রহণ করছেন না: জেডি ভ্যান্স