রাজশাহীতে দুই ট্রেনের সংঘর্ষের সাড়ে ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
Published: 15th, March 2025 GMT
রাজশাহীতে দুই ট্রেনের সংঘর্ষের প্রায় সাড়ে ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্টেশন থেকে ‘পদ্মা এক্সপ্রেস’ ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। ট্রেনটির বিকেল চারটায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল।
এর আগে বেলা দুইটার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’ ও ‘ধূমকেতু এক্সপ্রেস’ ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটে। দুটি ট্রেনে যাত্রী না থাকায় ও গতি কম থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে দুটি ট্রেনের দুটি কোচ লাইনচ্যুত ও চারটি বগি ক্ষতিগ্রস্ত হয়।
সাধারণত ‘ধূমকেতু এক্সপ্রেস’ ট্রেন রাজশাহী থেকে ঢাকা ছেড়ে আসার সময় ‘পদ্মা এক্সপ্রেস’ নামে যাতায়াত করে। সংঘর্ষের ঘটনায় ধূমকেতু এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় আজ ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেনটি পদ্মা এক্সপ্রেস নামে সন্ধ্যায় ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম প্রথম আলোকে বলেন, বনলতা এক্সপ্রেস ট্রেনটিকে পদ্মা এক্সপ্রেস ট্রেন হিসেবে ছেড়ে গেছে। লাইনচ্যুত হওয়া ট্রেনগুলো উদ্ধার করা হয়েছে। রাত ১১টা ৪০ মিনিটে সঠিক সময়ে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটিকে সিল্কসিটি এক্সপ্রেস হিসেবে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে, সেই চেষ্টা করা হচ্ছে।
রাজশাহী রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি ওয়াশপিট থেকে স্টেশনের দিকে আসছিল। তখন ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি স্টেশন থেকে ওয়াশপিটের দিকে যাচ্ছিল। সিগন্যাল পয়েন্টে সমস্যা থাকায় ট্রেন দুটির মধ্যে দুপুরে সংঘর্ষ হয়। এতে দুই ট্রেনের দুটি কোচ লাইনচ্যুত হয়। পাশাপাশি দুই ট্রেনের চারটি বগি ক্ষতিগ্রস্ত হয়। পরে বিকেলে উদ্ধারকারী ট্রেন এসে ট্রেন দুটি সরিয়ে নেয়। ক্ষতিগ্রস্ত লাইনও সংস্কার করা হয়। পরে সন্ধ্যা সাড়ে সাতটায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন