পাকিস্তান সুপার লিগ (পিএসএল), না ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)—সুযোগ পেলে কোন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন আপনি? প্রায় সবাই যে আইপিএলের কথাই বলবেন, সেটি তো অনুমিতই। দক্ষিণ আফ্রিকার পেস বোলিং অলরাউন্ডার করবিন বশও শেষ মুহূর্তে বিশ্বের এক নম্বর ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল থেকে প্রস্তাব পেয়ে ফেরাতে পারেননি। পিএসএলের দল পেশোয়ার জালমি ছেড়ে যোগ দিয়েছেন আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ানসে।

আর তা করেই আইনি জটিলতায় পড়ে গেলেন প্রোটিয়া এই ক্রিকেটার। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগে আইনি নোটিশ পাঠিয়েছে বশকে। এবারই প্রথম একই সময়ে হচ্ছে আইপিএল ও পিএসএল। ২২ মার্চ শুরু হয়ে আইপিএল শেষ হবে ২৫ মে। পিএসএল শুরু হবে ১১ এপ্রিল, শেষ হবে ১৮ মে।

পেশোয়ার জালমি করবিন বশকে দলে টানে জানুয়ারির ড্রাফটে। এরপর ৮ মার্চ মুম্বাই ইন্ডিয়ানস জানায়, তারা চোটে পড়া আরেক দক্ষিণ আফ্রিকান লিজাড উইলিয়ামসের বদলে করবিন বশকে দলে নিয়েছে।

পেশোয়ার জালমি দলে টেনেছিল করবিন বশকে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প এসএল করব ন

এছাড়াও পড়ুন:

বিএনপির আস্থায় দুই বেয়াই

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এ তালিকায় স্থান পেয়েছেন গয়েশ্বর চন্দ্র রায় ও নিতাই রায় চৌধুরী।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরো পড়ুন:

বিএনপির মনোনয়ন পেলেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুই নেতা

পাবনায় নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় 

ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা-৩ আসনে প্রার্থী হয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়। অপরদিকে, মাগুরা-২ আসনে ধানের শীষে লড়বেন নিতাই রায় চৌধুরী।

গয়েশ্বর চন্দ্র রায়ের ছেলে অমিতাভ রায়ের সঙ্গে নিতাই রায় চৌধুরীর মেয়ে নিপুণ রায়ের বিয়ে হয়েছে। তারা সম্পর্কে দুজন বেয়াই।

২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।

ঢাকা/রাজীব

সম্পর্কিত নিবন্ধ