গত বছর হিট হওয়া চারটি হিন্দি সিনেমার সব কটিই ছিল হরর সিনেমা। গত কয়েক বছরে ভারতে হরর বিশেষ করে হরর-কমেডি সিনেমা নিয়ে বিস্তর আলোচনায় আবার সামনে আসছে রামসে ব্রাদার্সের কথা। সেই সত্তরের দশকে বলিউডে হরর সিনেমায় একচেটিয়া রাজত্ব করেছেন তাঁরা। রামসে ভাতৃদ্বয় ৩০টির বেশি হরর সিনেমা বানিয়েছেন। প্রায় সবই বি–গ্রেডের হরর সিনেমা। তাঁদের এই ‘হরর-যাত্রা’র অন্যতম সফল সিনেমার অভিনেত্রী ছিলেন জেসমিন। তবে সুপারহিট সিনেমা উপহার দেওয়ার পরই তিনি লাপাত্তা হয়ে যান।

১৯৭৯ সালে ‘সরকারি মেহমান’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয় জেসমিনের। বিনোদ খান্না ছিলেন নায়ক, এন ডি কোথারি পরিচালিত সিনেমাটিতে নায়িকা ছিলেন জেসমিন। ১৯৮৪ সালে ‘ডিভোর্স’ নামে আরও একটি সিনেমা করেন জেসমিন, তবে তাঁর প্রধান সিনেমার মুক্তি তখনো বাকি।

‘বীরানা’ দিয়ে রাতারাতি তারকা বনে যান জেসমিন। আইএমডিবি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

রাজধানীর শাহজাহানপুরে মিনিবাসচাপায় নারী নিহত, চালক আটক

রাজধানীর শাহজাহানপুরে মিনিবাসের চাপায় এক পথচারী নারী নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে আটটার দিকে শাহজাহানপুর কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটি জব্দ করেছে পুলিশ। চালককেও আটক করা হয়েছে।

নিহত ওই নারীর পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৫৫ বছর। পরনে ছিল প্রিন্টের শাড়ি।

স্থানীয় লোকজন আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে প্রথমে ইসলামিয়া হাসপাতালে নেন। পরে রাত পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

উদ্ধারকারী আদনান অনিক বলেন, আমান গ্রাফিকস অ্যান্ড ডিজাইন লিমিটেডের একটি স্টাফ বাস হেমায়েতপুর থেকে বৌদ্ধমন্দিরের দিকে যাচ্ছিল। শাহজাহানপুর কবরস্থানের সামনে রাস্তা পার হওয়ার সময় ওই নারীকে ধাক্কা দেয় বাসটি। এতে তিনি ছিটকে পড়ে মাথায় আঘাত পান এবং বাসের নিচে চাপা পড়েন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক প্রথম আলোকে বলেন, নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ