সমাজসেবা ও বিকাশের দান-অনুদান কার্যক্রমের উদ্বোধন
Published: 17th, March 2025 GMT
সমাজসেবা অধিদপ্তর পরিচালিত ‘হাসপাতাল সমাজসেবা কার্যক্রম' এর আওতায় দুস্থ ও অসহায় রোগীদের কল্যাণে যাকাত, দান-অনুদান সংগ্রহ কর্মসূচি চলমান রয়েছে।
তারই অংশ হিসেবে সোমবার বিকেলে উদ্বোধন করা হয়েছে ফিন্যান্সিয়াল সার্ভিস বিকাশ এর মাধ্যমে যাকাত, দান-অনুদান প্রদান কার্যক্রম।
এখন থেকে আগ্রহী যে কেউ ঘরে বসে দুস্থ ও অসহায় রোগীদের চিকিৎসা সহায়তার জন্য বিকাশ ডোনেশন অপশন থেকে অথবা পেমেন্ট অপশনে যেয়ে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট নম্বর ০১৩২৪১৫৫০৪৭ এর মাধ্যমে যাকাত, দান-অনুদান প্রদান করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো.
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান বলেন, সমাজসেবা অধিদপ্তর ৬৪টি জেলায় ১১৮টি হাসপাতাল ও ৪২০টি উপজেলাসহ মোট ৫৩৮টি ইউনিটে হাসপাতাল সমাজসেবা কার্যক্রম পরিচালনা করছে। এসব হাসপাতালের মাধ্যমে প্রতি বছর সাড়ে ৭ লাখের অধিক দরিদ্র ও অসহায় মানুষকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়ে থাকে। বৈষম্যবিরোধী আন্দোলনে আহত প্রায় ৩ হাজার জন ছাত্র-জনতাকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (চিকিৎসা) লামিয়া ইয়াসমিন। এতে আরও বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) শাহেদ পারভেজ, অতিরিক্ত পরিচালক (কার্যক্রম) সাজ্জাদুল ইসলাম, বিকাশের ভাইস প্রেসিডেন্ট নভেরা আয়েশা জামান।
অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের পরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উৎস: Samakal
কীওয়ার্ড: দ ন অন দ ন অন ষ ঠ ন পর চ ল
এছাড়াও পড়ুন:
‘ন্যানো বানানা এআই শাড়ি’ ট্রেন্ড, কীভাবে বানাবেন পছন্দের ছবি
সামাজিক যোগাযোগ মাধ্যমে ১৯৯০ দশকের মতো করে শাড়ি পরার ছবি পোস্ট করছেন নেটিজেনরা। এআই টুল দিয়ে শাড়ি পরা ছবি নিজের মনের মতো সম্পাদনা করে পোস্ট করা হচ্ছে এসব ছবি। গুগলের জেমিনি টুল, ওপেনএআইয়ের চ্যাটজিপিটি দিয়ে সহজেই তৈরি করা যাচ্ছে ছবি।
বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যাদের প্রফেশনাল আইডি আছে, তারা এই ট্রেন্ডে যোগ দিয়েছেন। এ ছাড়া সৌখিন ও প্রযুক্তিবান্ধব নারীরাও পছন্দ করেছেন এই ট্রেন্ড। বিভিন্ন ধরনের প্রম্পট ব্যবহার করে ছবি তৈরি করে নিজের ছবিতে অন্য মাত্রা যোগ করছেন নেটিজেনরা।
আরো পড়ুন:
পোশাক উৎপাদনের ফলে নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর
নিজের প্রতি সদয় কেন হতে হবে?
কীভাবে বানাবেন এআই শাড়ি স্টাইলের ছবি?
প্রথম ধাপ
শুরুতে গুগল অ্যাকাউন্টে লগইন করুন। এজন্য আপনার ফোন বা কম্পিউটারে গুগল অ্যাকাউন্টে সাইন ইন করুন। এরপর গুগলের AI টুল Gemini অথবা ChatGPT খুলুন। টুল ব্যবহার করতে চাইলে https://gemini.google.com বা https://chat.openai.com এই লিঙ্কে যান।
দ্বিতীয় ধাপ
‘ছবি সম্পাদনা’ অপশনে গিয়ে Gemini-এর হোমপেজে যান। এবার আপনি Try photo editing বা ‘ছবি সম্পাদনার চেষ্টা করুন’ নামে একটি অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন। এবং আপনি একটা ছোট বানানা আইকন দেখতে পাবেন—যেটা এই ট্রেন্ডের ইঙ্গিত!
তৃতীয় ধাপ
মোবাইল বা কম্পিউটার থেকে নিজের ছবি আপলোড করে নিন। চেষ্টা করুন যেন মুখটা পরিষ্কারভাবে দেখা যায়। ক্যামেরার দিকে তাকানো বা হালকা হাসিমুখে ছবি হলে সম্পাদনা ভালো হবে।
চতুর্থ ধাপ
সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো ছবির সঠিক বর্ণনা দেওয়া বা সঠিক প্রম্পট দেওয়া। আপনি এআই-কে যেভাবে বলবেন, ছবিটা সেই অনুযায়ী বানাবে। চাইলে আপনি শাড়ির রঙ, ব্যাকগ্রাউন্ড, মুড, ফিল্টার ইত্যাদি কাস্টমাইজ করেও লিখতে পারেন।
শেষ ধাপ
বর্ণনা দেওয়ার কয়েক সেকেন্ড পরেই ফলাফল দেখুন এবং ডাউনলোড করুন।
ঢাকা/লিপি