Risingbd:
2025-09-18@03:51:45 GMT

শেকৃবিতে ১২ দিনের ছুটি ঘোষণা

Published: 18th, March 2025 GMT

শেকৃবিতে ১২ দিনের ছুটি ঘোষণা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ১২ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৩ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিস কার্যক্রম বন্ধ থাকবে। তবে বিদ্যুৎ, পানি, চিকিৎসা, খামার, নিরাপত্তা, যানবাহন ও পিএবিএক্সসহ জরুরি পরিষেবাগুলো চালু থাকবে।

এসব পরিষেবার সঙ্গে যুক্ত কর্মকর্তা-কর্মচারীরা সাধারণ ছুটির আওতায় পড়বেন না। তবে তারা কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে পর্যায়ক্রমে ছুটি নিতে পারবেন।

এছাড়া আবাসিক হল ও অন্যান্য গুরুত্বপূর্ণ দপ্তরগুলোর অভ্যন্তরীণ গার্ডদের রোস্টার ডিউটির ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। ছুটির আগে সংশ্লিষ্ট বিভাগ ও দপ্তরগুলোকে লাইট, ফ্যান, এসি, পানির লাইন ইত্যাদি বন্ধ আছে কিনা তা নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা/মামুন/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

নর্ডিক স্কলারশিপে সম্পূর্ণ অর্থায়নে স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ

উত্তর ইউরোপের দেশগুলোর আগ্রহী শিক্ষার্থীদের জন্য গবেষণার সুযোগ নিয়ে এসেছে নর্ডিক স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬। এই প্রোগ্রাম ঘোষণা করেছে সুইডেনের নর্ডিক আফ্রিকা ইনস্টিটিউট (NAI)। সামাজিক বিজ্ঞান ও মানবিক বিষয়ে যাঁরা আফ্রিকান স্টাডিজ বা সমসাময়িক আফ্রিকা নিয়ে গবেষণা করছেন, তাঁদের জন্য এই আন্তর্জাতিক বৃত্তি উন্মুক্ত।

এই বৃত্তির মাধ্যমে সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক ও আইসল্যান্ডের কোনো বিশ্ববিদ্যালয় বা গবেষণাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত মাস্টার্স, পিএইচডি ও পোস্টডক্টরাল গবেষকেরা এক মাসের জন্য নর্ডিক আফ্রিকা ইনস্টিটিউটে গবেষণার সুযোগ পাবেন। এই প্রোগ্রাম আবেদনকারীর নাগরিকত্বের ওপর নির্ভরশীল নয়। মূল লক্ষ্য হলো, আফ্রিকা–বিষয়ক গবেষণায় নর্ডিক অঞ্চলে সক্ষমতা বৃদ্ধি করা এবং নর্ডিক গবেষকদের মধ্যে সহযোগিতার নেটওয়ার্ক তৈরি করা।

নর্ডিক স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬–এর শেষ তারিখ আগামী ১২ অক্টোবর ২০২৫।

সম্পর্কিত নিবন্ধ