বরগুনার পাথরঘাটায় সৌদি আরবপ্রবাসী নাজমুল জমাদ্দারকে তুলে নিয়ে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ উঠেছে। পরে পরিবার স্থানীয় বিএনপি নেতা আবুল কালাম ওরফে গদি কালামকে ১ লাখ টাকা দিলে মুক্তি পান নাজমুল।

গতকাল বুধবার পাথরঘাটা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে নির্যাতিত নাজমুল জমাদ্দার আরও জানান, রোববার উপজেলার রায়হানপুর ইউনিয়নের মুচিঘাটা গ্রামে নিয়ে তাঁর ওপর এ নির্যাতন করা হয়। নির্যাতনে জড়িতদের বিচার চান। প্রশাসন সহযোগিতা না করায় আত্মহত্যারও হুমকি দেন তিনি।

সংবাদ সম্মেলনে নাজমুলের মা হনুফা বেগম জানান, তাঁর ছেলে সৌদি আরব থেকে এক মাস আগে বাড়িতে এসেছেন। একটি কাজে এতদিন ঢাকা ছিলেন। রোববার বাসে পাথরঘাটার কাকচিড়া বাজারে নামলে সাত-আট যুবক মোটরসাইকেলে এসে তাঁকে তুলে নিয়ে যায়। পরে মুচিকাটা আবাসন কেন্দ্রে হামিদা বেগমের ঘরে আটকে রেখে বিবস্ত্র করে মারধর ও ভিডিও করে। পরে ভিডিও নাজমুলের বাবার কাছে পাঠিয়ে ১ লাখ ৮০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। ভিডিওটি ইন্টারনেটেও ছড়িয়ে দেয় তারা।
তিনি বলেন, ‘এক পর্যায়ে কাকচিড়া বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক ডা.

কবিরের মাধ্যমে রায়হানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম ওরফে গদি কালামকে ১ লাখ টাকা দিলে নাজমুলকে ছেড়ে দেয় তারা।’

এ ব্যাপারে হামিদা বেগম জানান, তাঁর সঙ্গে নাজমুলের সম্পর্ক রয়েছে। গত রোববার নাজমুল তাঁর কাছে এলে স্থানীয়রা টের পেয়ে আটক রেখে মারধর করে। পরে নাজমুল কীভাবে ছাড়া পেয়েছেন, তা তিনি জানেন না।

টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা আবুল কালাম বলেন, ‘হামিদার সঙ্গে তাঁর ঘরে আপত্তিকর অবস্থায় নাজমুলকে ধরে স্থানীয়রা মারধর করে। কবির ডাক্তারের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গেলে নারীঘটিত ব্যাপার দেখে চল আসি। কোনো টাকাপয়সা লেনদেন হয়নি।’

পাথরঘাটা থানার ওসি মেহেদী হাসান জানান, কালাম নামে এক ব্যক্তি ফোন করে তাঁকে বিষয়টি জানান এবং নির্যাতনের ভিডিও দেন। কিন্তু কেউ লিখিত অভিযোগ না দেওয়ায় ব্যবস্থা নেওয়া যায়নি।

উৎস: Samakal

কীওয়ার্ড: বরগ ন প থরঘ ট

এছাড়াও পড়ুন:

জাতীয় নারী ক্রিকেট দলের বেতন বাড়াল বিসিবি

জাতীয় দলের নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ মিরপুরে বিসিবি পরিচালকদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এত দিন ‘এ’ ক্যাটাগরিতে থাকা মেয়েরা ১ লাখ ২০ হাজার টাকা মাসিক বেতন পেতেন। তাঁদের বেতন ৪০ হাজার টাকা বাড়ানো হচ্ছে। ‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পেতেন ১ লাখ টাকা করে বেতন। তাঁরা এখন থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা বেতন পাবেন।

‘সি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৯৫ হাজার টাকা করা হয়েছে আর ‘ডি’ ক্যাটাগরিতে ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা।
এ ছাড়া জাতীয় দলের অধিনায়কদের জন্য ৩০ হাজার ও সহ-অধিনায়কদের জন্য ২০ হাজার টাকা অতিরিক্ত দেওয়ার সিদ্ধান্তও হয়েছে।
১ জুলাই থেকে কার্যকর হওয়া নারী ক্রিকেটারদের নতুন চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে আছেন তিন ক্রিকেটার—নিগার সুলতানা, নাহিদা আক্তার ও শারমিন আক্তার। ‘বি’ ক্যাটাগরিতে আছেন ফারাজনা হক, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি। ‘সি’ ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন স্বর্ণা আক্তার।

আরও পড়ুনবিশ্বকাপে কোনো ম্যাচ না জিতলেও ৩ কোটি টাকা পাবেন নিগাররা৩০ সেপ্টেম্বর ২০২৫

‘ডি’ ক্যাটাগরিতে আছেন সুমাইয়া আক্তারর, ফারিহা ইসলাম, রুবাইয়া হায়দার, সানজিদা আক্তার, নিশিতা আক্তার। এই চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের কেউ জাতীয় দলে এলে মাসে ৬০ হাজার টাকা বেতন পাবেন।

সম্পর্কিত নিবন্ধ