দক্ষিণ ভারতীয় সিনেমায় ব্যাপক সাফল্যের পর ১৯৭৯ সালে হিন্দি সিনেমায় অভিষেক হয় শ্রীদেবীর। মাঝে কয়েক বছর বিরতি দিয়ে জিতেন্দ্রর সঙ্গে পরপর ছবি করেন। ইন্ডাস্ট্রিতে রটে যায় দুজনের সম্পর্কের কথা। শোনা যেত, ছবির শুটিংয়ে গিয়ে দুজনে নাকি হোটেলের একই রুমে থাকতেন। তবে জিতেন্দ্র নন, পরের দিকে বাঙালি অভিনেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন চাউর হয়। এমনকি তাঁরা বিয়ে করেছিলেন, এটাও বলিউডে বহুল প্রচলিত।

ভারতের বাইরে বিভিন্ন শো করতে গিয়ে মিঠুন চক্রবর্তীর কাছাকাছি আসেন শ্রীদেবী। গুঞ্জন, কাজের সূত্রে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। মিঠুন তখন যোগিতা বালির স্বামী। মিঠুন ও শ্রীদেবী সম্পর্কটাকে ‘গুঞ্জন’ বলে উড়িয়ে দেন।

মিঠুন ও শ্রীদেবী। আইএমডিবি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এখনো শাহবাগে অবরোধকারীরা

জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ বাস্তবায়ন এবং স্থায়ী বিধানে যুক্ত করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আজ শুক্রবারও অবস্থান কর্মসূচি পালন করছেন ‘জুলাই যোদ্ধারা’। গতকালের মতো আজকেও শাহবাগে যান চলাচল বন্ধ রয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের (আহত) ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। অবরোধকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ‘জুলাই যোদ্ধা সংসদ’ নামে একটি প্ল্যাটফর্মের উদ্যোগে এ কর্মসূচি নেওয়া হয়।

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শাহবাগ মোড়ে গতকাল বৃহস্পতিবার থেকে অবরোধকারীরা অবস্থান করছেন

সম্পর্কিত নিবন্ধ