অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ফাফ ডু প্লেসিকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে নামিবিয়া। শুনে অনেকেই বিভ্রান্ত হতে পারেন—দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক কি তবে নামিবিয়ার হয়ে খেলবেন? আসলে বিষয়টা ভিন্ন। ২০২১ সালে অবসর নেওয়া সেই ফাফ ডু প্লেসি এখন আইপিএলে খেলেন, নামিবিয়ার হয়ে যুব ক্রিকেট খেলার প্রশ্নই ওঠে না।

নামিবিয়ার অধিনায়কত্ব পেয়েছেন আরেক তরুণ ফাফ ডু প্লেসি, বয়স মাত্র ১৭ বছর। কাকতালীয়ভাবে তার নাম একই হলেও, তিনি দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়কের সঙ্গে কোনো সম্পর্কিত নন। তবে মজার বিষয়, এই তরুণ ডু প্লেসিও ডানহাতি ব্যাটসম্যান এবং লেগ স্পিনার।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সহ-আয়োজক হয়েও সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ নেই নামিবিয়ার। টেস্ট স্ট্যাটাস না থাকায় তাদের বাছাইপর্ব পার হতে হবে। আগামী ২৮ মার্চ থেকে শুরু হবে এই বাছাইপর্ব, যেখানে নামিবিয়ার প্রতিপক্ষ—কেনিয়া, সিয়েরা লিওন, তানজানিয়া, নাইজেরিয়া ও উগান্ডা।

ছয় দলের এই প্রতিযোগিতায় একমাত্র শীর্ষ দলটিই পাবে বিশ্বকাপে খেলার টিকিট। ৬ এপ্রিল জানা যাবে কে যাচ্ছে মূল পর্বে। আফ্রিকা ছাড়াও আমেরিকা, এশিয়া, ইউরোপ ও ইস্ট এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে একটি করে দল যাবে চূড়ান্ত পর্বে। পাঁচ মহাদেশের পাঁচ দল যোগ দেবে সরাসরি সুযোগ পাওয়া জিম্বাবুয়ে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল কিশোরী, সাপের কামড়ে মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সাপের কামড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, রাতে ঘুমন্ত অবস্থায় ওই কিশোরীকে একটি বিষধর সাপ ছোবল দেয়। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় তার।

নিহত কিশোরীর নাম নাঈমা আকতার (১৩)। সে আনোয়ারার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামের বক্সি মিয়াজিবাড়ির মোহাম্মদ হাসানের মেয়ে। স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিল সে।

পরিবারের সদস্যরা জানান, রাতে খাওয়াদাওয়া সেরে মা ও ছোট বোনের সঙ্গে ঘুমিয়ে ছিল নাঈমা। রাত তিনটার দিকে সাপের ছোবলে তার ঘুম ভাঙে। বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তাকে উদ্ধার করে রাতেই আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাঈমাকে মৃত ঘোষণা করেন। জানতে চাইলে নাঈমার চাচা কফিল উদ্দিন প্রথম আলোকে বলেন বলেন, ‘সাপে কামড় দিয়েছে জানার পর আমরা নাঈমাকে হাসপাতালে নিয়েছিলাম। কিন্তু তাকে বাঁচানো যায়নি।’

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, সাপে কামড় দেওয়া এক কিশোরীকে হাসপাতালে আনা হয়ছিল। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ