ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সিমলা রোকনপুর ইউনিয়ন পরিষদের কয়েকজন সদস্যের কাছে পুলিশ পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার পাঁচ ইউপি সদস্য নিরাপত্তাহীনতার কথা জানিয়ে কালীগঞ্জ থানায় অভিযোগ দিয়েছেন।

থানায় অভিযোগ দেওয়া ইউপি সদস্যরা হলেন– সিমলা রোকনপুর ইউপির ১ নম্বর ওয়ার্ডের আলী আকবর মালিতা, ৩ নম্বর ওয়ার্ডের মুনছুর আলী, ৪ নম্বর ওয়ার্ডের ইউনুচ আলী, ৭ নম্বর ওয়ার্ডের উজ্জ্বল হোসেন ও ৮ নম্বর ওয়ার্ডের বদিউজ্জামান টিটো।

৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইউনুচ আলী স্বাক্ষরিত অভিযোগপত্রে বলা হয়, গত ১৫ মার্চ রাত ৯টা ৫২ মিনিটে কালীগঞ্জ থানার এএসআই মাসুদ পরিচয়ে এক ব্যক্তি তাঁকে কল দিয়ে জানায়, তাঁর (ইউনুচ আলী) নামে থানায় মামলা আছে। মামলা থেকে নাম খারিজ করতে ২ লাখ টাকা দাবি করে নানা ভয়ভীতি দেখায় সে। টাকা দিতে অস্বীকৃতি জানালে ওই ব্যক্তি তাঁকে গালাগাল করে এবং তাঁর বিরুদ্ধে ৫-৬টি নতুন মামলা দিয়ে জেলে পাঠানোর হুমকি দেয়।   

ইউপি সদস্য ইউনুচ আলী জানান, একই রাতে অজ্ঞাতপরিচয় প্রতারক চক্রটি তাঁর ইউনিয়নের আরও পাঁচজন ইউপি সদস্যকে একইভাবে মোবাইলে টাকা দাবি ও হুমকি দিয়েছে। এ নিয়ে ইউনিয়ন পরিষদের মেম্বার সদস্যদের মধ্যে এক ভীতিকর পরিবেশের সৃষ্টি হওয়ায় তারা নিরাপত্তা ও আইনি সহায়তা পেতে থানা পুলিশের দ্বারস্থ হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। কিন্তু থানা পুলিশের পক্ষ থেকে অভিযোগ নিতে নানা টালবাহানা ও বিভিন্ন অজুহাত দেখানো হচ্ছে। ভুক্তভোগী ইউপি সদস্যরা তাঁকে জানিয়েছেন, এ বিষয়ে অভিযোগ করতে তারা দুপুরে থানায় গিয়েছিলেন। কিন্তু পুলিশ তাদের আড়াই ঘণ্টা বসিয়ে রেখে বিকেলে অভিযোগ নিলেও তাঁর রিসিভ কপি দেয়নি। ঘটনাটি যাচাই করে পরে রিসিভ কপি দেবে বলে জানিয়েছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী এক ইউপি সদস্য অভিযোগ করে বলেন, ১৫ মার্চ রাতে পুলিশ পরিচয়ে মোবাইল ফোনে এক প্রতারক মামলার ভয় দেখিয়ে টাকা দাবি ও আটকের হুমকি দিলে বাড়ি ছেড়ে পালাতে গিয়ে ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আমিনুল ইসলামের মৃত্যু হয়। এ ঘটনায় ওই ইউপি সদস্যের পরিবারকে পুলিশ এখনও কোনো আইনি সহায়তা করেনি। একই ঘটনার তারাও পুলিশের সহায়তা পাবেন কিনা এ নিয়ে সন্দিহান। বর্তমানে তারা পরিবার পরিজন নিয়ে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম হাওলাদার বলেন, অজ্ঞাত প্রতারকদের বিরুদ্ধে একটি অভিযোগ পেয়েছেন। সেটি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইউন চ আল সদস য

এছাড়াও পড়ুন:

রাজধানীর শাহজাহানপুরে মিনিবাসচাপায় নারী নিহত, চালক আটক

রাজধানীর শাহজাহানপুরে মিনিবাসের চাপায় এক পথচারী নারী নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে আটটার দিকে শাহজাহানপুর কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটি জব্দ করেছে পুলিশ। চালককেও আটক করা হয়েছে।

নিহত ওই নারীর পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৫৫ বছর। পরনে ছিল প্রিন্টের শাড়ি।

স্থানীয় লোকজন আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে প্রথমে ইসলামিয়া হাসপাতালে নেন। পরে রাত পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

উদ্ধারকারী আদনান অনিক বলেন, আমান গ্রাফিকস অ্যান্ড ডিজাইন লিমিটেডের একটি স্টাফ বাস হেমায়েতপুর থেকে বৌদ্ধমন্দিরের দিকে যাচ্ছিল। শাহজাহানপুর কবরস্থানের সামনে রাস্তা পার হওয়ার সময় ওই নারীকে ধাক্কা দেয় বাসটি। এতে তিনি ছিটকে পড়ে মাথায় আঘাত পান এবং বাসের নিচে চাপা পড়েন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক প্রথম আলোকে বলেন, নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ