শাকিবের জন্মদিনে ‘তাণ্ডব’ সিনেমার ফার্স্ট লুক
Published: 22nd, March 2025 GMT
ঢালিউড জনপ্রিয় নায়ক শাকিব খানের জন্মদিন আগামী ২৮ মার্চ। শীর্ষ নায়কের জন্মদিন ঘিরে কোনো উন্মাদনা থাকবে না তা হয় না। প্রিয় নায়কের জন্মদিনে কী আয়োজন থাকে তা জানতে মুখিয়ে ভক্তরা। এবার জন্মদিনে নায়কের পক্ষ থেকে ভক্তরা উপহার পেতে যাচ্ছেন ‘তাণ্ডব’ সিনেমার ফার্স্ট লুক। প্রযোজনা প্রতিষ্ঠানের একটি সূত্র এমনটিই জানিয়েছে।
শাকিব বর্তমানে ‘বরবাদ’ সিনেমা প্রচার-প্রচারণা নিয়ে ব্যস্ত। ঠিক সে সময়েই তাণ্ডব সিনেমার ফার্স্ট লুকের সুখবর এলো। ২০২৩ সালে তরুণ পরিচালক হিমেল আশরাফের ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ নিয়ে নতুন করে জনপ্রিয়তার জোয়ারে ভেসেছিলেন শাকিব। তারপর গত বছর রায়হান রাফী নির্মিত ‘তুফান’ দিয়ে সেই জোয়ারে যেন নতুন হাওয়া দিয়েছেন।
নতুন করে দর্শক টেনেছে সিনেমাটি। সিনেমা মুক্তির পরপরই তিনি ঘোষণা দিয়েছিল ‘তুফান ২’ নির্মিত হবে। কিন্তু সেটি আর হয়নি।
শাকিব খান ও রায়হান রাফী জুটি হয়ে আবারও আসছেন পর্দায়। ‘তুফান ২’ না হলেও ‘তাণ্ডব’ সিনেমা নিয়েই হাজির হবেন দু’জন। জানা গেছে, অ্যাকশনধর্মী সিনেমা হবে ‘তাণ্ডব’। এটি প্রযোজনা করছে আলফা আই-এসভিএফ বাংলাদেশ। সিনেমার প্রি প্রোডাকশনের কাজ শুরু হয়েছে অনেক আগেই। গত ফেব্রুয়ারিতে এর দৃশ্যধারণ শুরু হওয়ার কথা ছিল। নানা কারণে সেটি হয়নি।
আগামী ২৪ মার্চ শুরু হবে সিনেমার দৃশ্যধারণ। পরিচালকের সঙ্গে যৌথভাবে সিনেমার চিত্রনাট্য করেছেন আদনান আদিব খান। যিনি ‘তুফান’ সিনেমার চিত্রনাট্য লিখেছিলেন। ‘তাণ্ডব’-এ নায়িকাকে এখনও জানাননি নির্মাতা। তাই সিনেমার নায়িকা নিয়ে বাড়তি উত্তেজনা তৈরি হয়েছে শাকিব ভক্তদের মনে। একটি সূত্রে জানা যায়, ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয় করবেন নন্দিত অভিনেত্রী জয়া আহসান।
২০১৩ সালে পূর্ণদৈর্ঘ্য ‘প্রেমকাহিনি’ সিনেমায় অভিনয়ের পর প্রায় এক যুগ পর একসঙ্গে অভিনয় করতে পারেন শাকিব ও জয়া। জানা যায়, এ সিনেমায় শুধু জয়াই নয়, সঙ্গে থাকবেন আরও একজন দেশি নায়িকা। তবে তাঁর নাম এখনও চূড়ান্ত হয়নি। আইটেম গানেও চমক হিসেবে হাজির হবেন জনপ্রিয় আরও এক চিত্রনায়িকা। চলতি বছরের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে সিনেমাটি। গল্প প্রসঙ্গেও কথা বলা বারণ বলে জানালেন রাফী।
যখন ‘তাণ্ডব’ সিনেমার ঘোষণা দেওয়া হয় ওই সময় তিনি বলেছিলেন, আমাদের ঢালিউড দর্শক এমন সিনেমার গল্প আগে দেখেনি, চিন্তাই করতে পারবে না এবার “তাণ্ডব’-এ কী ঘটবে। এবার তুফান সিনেমার চেয়ে বেশি চ্যালেঞ্জ নিতে হবে। দর্শক এই সময়ে যে ধরনের সিনেমা দেখতে চান এটি তেমনই। সিনেমার ফাইট ডিরেক্টর ও অনেক কলাকুশলী থাকবেন বিদেশের। সিনেমাটি নিয়ে আমি খুবই এক্সসাইটেড। দর্শকও নতুনরূপে দেখবে শাকিব খানকে। আশা করছি, দর্শক বড় আয়োজনের একটি সিনেমা উপহার পেতে যাচ্ছেন।’
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
সেঞ্চুরির অপেক্ষায় মুশফিকুর, তিন দিনেই জয় রাজশাহীর
জাতীয় ক্রিকেট লিগে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে তিনদিনেই জয় পেয়েছে রাজশাহী বিভাগ। ৭ উইকেটে তারা হারিয়েছে খুলনা বিভাগকে। এদিকে সিলেটে সেঞ্চুরির অপেক্ষায় জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। ডানহাতি ব্যাটসম্যান ৯৩ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন।
তার ব্যাটে ভর করে ঢাকা বিভাগের বিপক্ষে লড়ছে সিলেট। ঢাকার করা ৩১০ রানের জবাবে সিলেটের ৭ উইকেটে রান ২৬০। ৫০ রানে পিছিয়ে তারা। ১৭০ বলে ৪ চার ও ২ ছক্কায় ৯৩ রান করে অপরাজিত আছেন মুশফিকুর। তার সঙ্গে ৫ রানে অপরাজিত আছেন ইবাদত হোসেন। এছাড়া শাহানুর ৩০ ও তোফায়েল ২৭ রান করেন।
আরো পড়ুন:
মাহিদুল-মজিদের সেঞ্চুরির দিনে মুমিনুলের ৮ রানের আক্ষেপ
স্বীকৃতির ১০ বছর পর জাতীয় ক্রিকেট লিগে ময়মনসিংহ
মিরপুরে খুলনার দ্বিতীয় ইনিংসের ব্যাটিংও যুৎসই হয়নি। এবার ২৫৫ রানে থেমে যায় তাদের ইনিংস। ১ উইকেটে ৬৮ রানে দিন শুরু করে তারা। এনামুলের ইনিংস থেমে যায় ৩৪ রানে। মোহাম্মদ মিথুন খুলতে পারেননি রানের খাতা। মিরাজ ৪৮ ও জিয়াউর এবং ইয়াসির মুনতাসির ৩২ রানের দুটি ইনিংস খেলে প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। কিন্তু তাতেও তাদের স্কোর বড় হয়নি।
১৪৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ২৫৫ রানের বেশি করতে পারেনি। তাতে ১০৯ রানের লক্ষ্য পায় রাজশাহী। ৭ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে নাজমুল হোসেন শান্তর দল।
হাবিবুর রহমান সোহান ৬৮ বলে ৬২ রান করেন ৪ চার ও ৩ ছক্কায়। ২৫ রান আসে সাব্বির হোসেনের ব্যাট থেকে। সাব্বির রহমান ১২ ও মেহরব ৪ রানে অপরাজিত থেকে জয় নিয়ে ফেরেন। প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরল তারা।
কক্সবাজারে ময়মনসিংহ বিভাগ ও রংপুর বিভাগের ম্যাচ বাজে আউটফিল্ডের কারণে ভেস্তে যায়। একটি বলও মাঠে গড়ায়নি। ২ উইকেট হারিয়ে রংপুরের রান ১৮। এখনও তারা ৫৩৭ রানে পিছিয়ে। ময়মনসিংহ প্রথম ইনিংসে ৬ উইকেটে ৫৫৫ রানে ইনিংস ঘোষণা করে।
পাশের মাঠে ঘণ্টাখানেকের বেশি সময় খেলা হয়েছে। আগের দিনের ২ উইকেটে ১১৫ রানের সঙ্গে ৫১ রান যোগ করেন বরিশাল বিভাগ। খেলা হয়েছে কেবল ১৫ ওভার। জাহিদুজ্জামান খান ৩২ ও সালমান হোসেন ইমন ৭৫ রানে অপরাজিত আছেন। প্রথম ইনিংসে এখনও তারা ১৯২ রানে পিছিয়ে।
ঢাকা/ইয়াসিন/আমিনুল