ফরিদপুর জার্নালিস্ট ফোরামের ইফতার মাহফিল
Published: 23rd, March 2025 GMT
ফরিদপুর জার্নালিস্ট ফোরাম, ঢাকার (এফজেএফডি) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
এফজেএফডির সভাপতি ইসারফ হোসেন ইসার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আজমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অকো-টেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সোবাহান গোলাপ, এফজেএফডির সাবেক সভাপতি অমরেশ রায়, সাবেক সাধারণ সম্পাদক আছাদুজ্জামান, জ্যেষ্ঠ সদস্য রাজিব খান, সাজ্জাদ হোসেন খান, কামরুল ইসলাম, রেজা মাহমুদ, ইমরান রহমান, মাসুদ রানা প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন এফজেএফডির সদস্য বেলায়েত হোসেন।
মাহফিলে অংশ নেন ঢাকায় কর্মরত ফরিদপুরের বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ইফত র
এছাড়াও পড়ুন:
দুই মাস ফ্রিজে রাখার পর মামুনের মাথায় খুলি পুনঃস্থাপন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী মামুন মিয়ার মাথায় খুলি প্রায় দুই মাস ফ্রিজে সংরক্ষণ করার পর সফলভাবে পুনঃস্থাপন করা হয়েছে।
শনিবার (১ নভেম্বর) চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে অপারেশনের মাধ্যমে খুলি পুনঃস্থাপন করেন চিকিৎসকরা।
চিকিৎসকরা জানিয়েছেন, মামুন মিয়ার মাথায় সফলভাবে অপারেশন করা হয়েছে। তিনি এখন সুস্থ আছেন।
গত ৩০ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের রক্তক্ষয়ী সংঘর্ষে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়েছিলেন মামুন মিয়া।
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশের পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিম জানিয়েছেন, চবিতে সংঘর্ষের দিন গুরুতর আহত অবস্থায় মামুন মিয়াকে পার্কভিউ হাসপাতালে আনা হয়েছিল। সেই থেকে তিনি এখানে চিকিৎসাধীন আছেন। অপারেশনের সময় তার মাখার খুলি খুলে ফ্রিজে সংরক্ষণ করা হয়েছিল। দীর্ঘ প্রায় দুই মাস পর সফল অপারেশনের মাধ্যমে শনিবার মামুনের মাথার খুলি প্রতিস্থাপন করা হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন।
গত ৩০ আগস্ট তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়। এতে মামুনসহ চবির অন্তত ৫০০ শিক্ষার্থী আহত হন। মাথায় মারাত্মক আঘাতের কারণে মামুনের মাথার খুলি খুলে রেখে দেওয়া হয়েছিল।
ঢাকা/রেজাউল/রফিক